ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নেত্রকোনায় বাঁধ ভেঙ্গে তলিয়ে গেছে ৫শ’ একর জমি

প্রকাশিত: ০৪:৪৭, ২৩ এপ্রিল ২০১৬

নেত্রকোনায় বাঁধ ভেঙ্গে তলিয়ে গেছে ৫শ’ একর জমি

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ও মোহনগঞ্জ, ২২ এপ্রিল ॥ অবশেষে কৃষকদের আশঙ্কাই সত্যি হয়েছে। ভেঙ্গে গেছে মোহনগঞ্জের চর হাইজদা ফসল রক্ষা বাঁধ। শুক্রবার ভোরে বাঁধটি ভেঙ্গে ডিঙ্গাপুতা হাওড়ের অন্তর্গত ছোট ছোট হাওড়গুলোতে পানি ঢুকতে শুরু করেছে। এরই মধ্যে তলিয়ে গেছে প্রায় পাঁচ শ’ একর জমি। হুমকির মুখে আছে আরও প্রায় এত হাজার একর। এদিকে কৃষি মন্ত্রণালয়ের একটি উচ্চ পর্যায়ের টিম শুক্রবার সরেজমিন ওই এলাকায় হাওড়ের অবস্থা পর্যবেক্ষণ করেছেন। জানা গেছে, ধনু নদীতে পাহাড়ী ঢলের প্রবল চাপের কারণে শুক্রবার ভোরে ১৭ কিলোমিটার দীর্ঘ চর হাইজদা বাঁধের ‘জালালের দুয়ার’ এলাকাটি ভেঙ্গে যায়। ওই ভাঙ্গা অংশ দিয়ে এখন মোহনগঞ্জের ডিঙ্গাপুতা হাওড়ের অন্তর্গত দুয়ারকোনা, বেড়িখাল, কাইমুকোনা, সোনারপেডি, পলাউড়া, পেটনা ও আনফীর প্রভৃতি এলাকায় পানি ঢুকতে শুরু করেছে। জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক বিলাস চন্দ্র পাল জানান, শুক্রবার বিকেল পর্যন্ত জমিতে পানি ঢুকেছে। এছাড়া হাজার দেড়েক একর জমি হুমকির মুখে পড়েছে। তবে কৃষকরা পানিতে ডুবেই এসব জমির কাঁচা-পাকা ধান কাটার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। উপজেলা কৃষি কর্মকর্তা মফিজুল ইসলাম নাফিজ জানান, ডিঙ্গাপুতা হাওড়ে ১৬ হাজার ২শ’ ৫০ একর জমির মধ্যে ৮০ ভাগ জমির ধান কাটা হয়েছে। বাকি ২০ ভাগ জমি হুমকির মুখে রয়েছে। এসব জমির বেশিরভাগ ধান বিআর-২৮ জাতীয়, যা পাকতে আরও এক সপ্তাহ লাগবে। এদিকে শ্রমিক সঙ্কটের কারণেও কৃষকরা ধান কাটাতে পারছেন না। এলাকাবাসীর অভিযোগ, বাঁধটি যথাযথভাবে রক্ষণাবেক্ষণ না করাতেই ফসলহানি ঘটেছে।
×