ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রিক্সা বিড়ম্বনায় অতিষ্ঠ সিলেটবাসী

প্রকাশিত: ০৪:৪১, ২৩ এপ্রিল ২০১৬

রিক্সা বিড়ম্বনায় অতিষ্ঠ সিলেটবাসী

সালাম মশরুর, সিলেট অফিস ॥ সিলেট শহরে রিক্সা ও রিক্সা ভাড়া নিয়ে যাত্রীদের ভোগান্তির শেষ নেই। রাস্তায় চলাচলের ক্ষেত্রে রিক্সা ভাড়ার বিড়ম্বনায় যাত্রীরা অসহায়। রিক্সাচালকদের কাছে জিম্মি হয়ে আছেন নগরবাসী। রিক্সা ভাড়া নিয়ে যাত্রীর সঙ্গে চালকের বচসা নিয়মিত ব্যাপার। অতিরিক্ত রিক্সা ভাড়া নিয়ে চালকদের সঙ্গে যাত্রীদের বাগ্বিত-া থেকে হাতাহাতির ঘটনাও ঘটছে সব সময়। রিক্সা ভাড়ার এই সমস্যা নিয়ে যাত্রীরা নিয়মিত নাজেহাল হলেও এটা যেন দেখার কেউ নেই। সিটি কর্পোরেশন এলাকায় রিক্সা ভাড়া নিয়ে এই সমস্যা দীর্ঘদিন যাবত চলে আসছে। সিলেট পৌরসভা থেকে সিটি কর্পোরেশনে উন্নীত হওয়ার ১৪ বছর হয়ে গেছে। কিন্তু এখনও রিক্সার ভাড়া নির্ধারণ ও বাস্তবায়নের কোন উদ্যোগ নেয়া হয়নি। পৌরসভার সময় থেকেই নগরীর রিক্সার জন্য ভাড়া নির্দিষ্ট করে দেয়ার দাবি জানিয়ে আসছেন স্থানীয় বাসিন্দারা। তখন নগরীর পথেঘাটে চলাচলকারী রিক্সার সংখ্যা ছিল মাত্র হাজার দশেক। সিটি কর্পোরেশনে উন্নীত হওয়ার পর পর্যায়ক্রমে নগরীতে রিক্সার সংখ্যা বৃদ্ধি পেয়ে প্রায় ৬০ হাজারে পৌঁছেছে। ২০১৩ সালে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সর্বশেষ নির্বাচনের পর রিক্সা ভাড়া নির্ধারণের বিষয়টি নিয়ে তৎপরতা শুরু হয়। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ভাড়াও নির্ধারণ করা হয়। বিভিন্ন এলাকার দূরত্ব বিবেচনা করে ভাড়া নির্ধারণ করা হয় সর্বনিম্ন ১০ থেকে ৪০ টাকা পর্যন্ত। এর বাইরে কিলোমিটারপ্রতি ১০ টাকা ও ঘণ্টাপ্রতি ৫০ টাকা ভাড়ার ব্যবস্থাও রাখা হয়েছে। সে অনুযায়ী ১৫ দিনের মধ্যে নির্ধারিত ভাড়ার একটি করে তালিকা নগরীর ৫১টি পয়েন্টে টাঙিয়ে দেয়ার সিন্ধান্ত নেয়া হয়। কিন্তু এই নিয়ে গড়িমসি করে কেবল সময়ক্ষেপণ করা হচ্ছে। আজ অবধি সেই তালিকা টাঙানো হয়নি। তাই ভাড়া নির্ধারণের পরও নগরবাসীর বিড়ম্বনার শেষ হয়নি। রিক্সা ভাড়ার পাশাপাশি রয়েছে রিক্সা সঙ্কট। ২০১১/১২ সালে প্যাডেলচালিত রিক্সার সঙ্গে ব্যাটারিচালিত রিক্সার চলাচল শুরু হয়। রাজপথে পুরোমাত্রায় ব্যাটারিচালিত রিক্সা চলাচল শুরু হয়ে গেলে প্যাডেলচালিত রিক্সার সংখ্যা অনেকখানি কমে যায়। দফায় দফায় আইনী জটিলতায় ব্যাটারিচালিত রিক্সা চলাচল বাধাগ্রস্ত হলে রাজপথে রিক্সা সঙ্কট তৈরি হয়। এখন একদিকে প্যাডেলচালিত রিক্সার সংখ্যা কম। সেই সঙ্গে ব্যাটারিচালিত রিক্সা চলাচল না করায় রিক্সা সঙ্কটে ভুগছেন যাত্রীরা। বিশেষ করে এই সুযোগ বুঝেই রিক্সাচালকরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করতে অভ্যস্ত হয়ে উঠছে।
×