ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইতিহাস প্রথম পত্র

একাদশ শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৪:৩৮, ২৩ এপ্রিল ২০১৬

একাদশ শ্রেণির পড়াশোনা

১. ছয়দফা আন্দোলনের যে গুরুত্ব তা হলো- র. স্বৈরশাসনের শোষণ-নির্যাতন থেকে মুক্তি রর. অর্থনৈতিক ও রাজনৈতিক শোষণ থেকে মুক্তি ররর. মুসলামান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সবাইকে নিয়ে মুক্তি নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ২. কে ২৬ মার্চ প্রথম প্রহরেই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দেন? ক) শেখ মুজিবুর রহমান খ) মেজর জিয়াউর রহমান গ) খন্দকার মোশতাক আহমদ ঘ) জহুর আহমেদ চৌধুরী ৩. মুক্তিযুদ্ধের সময় টঘঐঈজ যে ধরনের কাজ করেছে তা হলো- র. শরণার্থীকে খাবার দেয়া রর. চিকিৎসা দেয়া ররর. শরণার্থীদের মাঝে ওষুধ সরবরাহ করা নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৪. কোন পশ্চিম পাকিস্তানীরা ব্যাপকহারে চাকরি লাভ করে? ক) বৈষম্যের কারণে খ) বাঙালীদের ঠকিয়ে গ) রাজধানী করাচি হওয়ায় ঘ) উচ্চশিক্ষিত বলে ৫. ১৯৫২ সালে ভাষা আন্দোলনে প্রথম শহীদ ব্যক্তি কে? ক) রফিক খ) শফিক গ) সালাম ঘ) বরকত ৬. মুক্তিযুদ্ধের খবর বহির্বিশ্বে প্রচার করত- র. আকাশ বাণী কলকাতা রর. বিবিসি ররর. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ ) র, রর ও ররর ৭. ‘অন্ধকূপ হত্যা’ নামে পরিচিত হত্যাকা-ে কতজন ইংরেজকে একটি ঘরে বন্দী করে রাখা হয়েছিল? ক) ১৩১ জন খ) ১৪০ জন গ) ১৪১ জন ঘ) ১৪৬ জন ৮. চৌদ্দ দফা উত্থাপন করেন কে? ক) এ কে ফজলুল হক খ) স্যার জন সাইমন গ) মওলানা ভাসানী ঘ) মুহম্মদ আলী জিন্নাহ ৯. কার পৃষ্ঠপোষকতায় বাংলায় ছাপাখানা স্থাপিত হয়? ক) চার্লস উইলকিনস-এর খ) লর্ড ক্লাইভ-এর গ) ওয়ারেন হেস্টিংস-এর ঘ) লর্ড কার্জন-এর ১০. মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন- র. মাওলানা আবদুল হামিদ খান ভাসানী রর. কমরেড মনি সিংহ ররর. অধ্যাপক মোজাফফর আহমদ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১১. সুবেদার শায়েস্তা খানের কৃতিত্ব পর্তুগিজদের যে স্থান থেকে বিতাড়নের ক্ষেত্রে দেখা যায়- র. হুগলি রর. চট্টগ্রাম ররর. সন্দ্বীপ নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) রর ও ররর ঘ) ররর ১২. কার নেতৃত্বে ১৯৬৮ সালের নবেম্বর মাসে ছাত্র অসন্তোষ আন্দোলন গণ-আন্দোলনের রূপ নেয়? ক) শেখ মুজিবুর রহমানের খ) মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর গ) তাজউদ্দিন আহমদের ঘ) মনসুর আলীর ১৩. হায়দার আলীর ছেলে কে? ক) টিপু খ) লিংকন গ) সুজা ঘ) মহিউদ্দীন ১৪. মৌলিক গণতন্ত্র কে প্রতিষ্ঠা করেন? ক) ইস্কাদার মীর্জা খ) আইয়ুব খান গ) মোহাম্মদ আলী জিন্নাহ ঘ) ইয়াহিয়া খান ১৫. জাহিদুল ইসলাম রাষ্ট্রপতির অনুপস্থিতে পদাধিকার বলে বাহিনীর সর্বাধিনায়কের দায়িত্ব পান। তার সঙ্গে নিম্নের কার সাদৃশ্য রয়েছে? ক) শেখ মুজিবুর রহমান খ) সৈয়দ নজরুল ইসলাম গ) তাজউদ্দীন আহমদ ঘ) এম মনসুর আলী ১৬. পাক-ভারত প্রথম যুদ্ধ কত সালে শুরু হয়? ক) ১৯৫২ খ) ১৯৬৫ গ) ১০৬৯ ঘ) ১৯৭০ ১৭. ইংরেজরা বাণিজ্য কুঠি স্থাপন করে- র. সুরাটে রর. বালেশ্বরে ররর. কাশিমবাজারে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১৮. সিরাজউদ্দৌলা কত বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন? ক) ২১ বছর খ) ২৩ বছর গ) ২৭ বছর ঘ) ৩০ বছর ১৯. কত তারিখে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র স্থাপন করা হয়? ক) ২৬ মার্চ ১৯৭১ খ) ১৬ ডিসেম্বর ১৯৭২ গ) ২৫ মার্চ ১৯৭১ ঘ) ১০ এপ্রিল ১৯৭৫ ২০. বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে কোন দেশ সরাসরি সমর্থন জানায়? ক) পাকিস্তান খ) আমেরিকা গ) ব্রিটেন ঘ) ভারত ২১. কত সালে জাতিসংঘের মহাসচিব কফি আনানের কাছে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার প্রস্তাব দেয়া হয়? ক) ১৯৯৬ খ) ১৯৯৮ গ) ২০০০ ঘ) ২০০২ ২২. লর্ড কার্জনের সময়কাল কোনটি? ক) ১৮৯৯-১৯০৫ খ) ১৮৯৯-১৯০৬ গ) ১৯০০-১৯০৫ ঘ) ১৯০১-১৯০৬ ২৩. পূর্ব বাংলার পরিবর্তন করে পূর্ব পাকিস্তান রাখা হয় কত সালে? ক) ১৯৪৯ খ) ১৯৫১ গ) ১৯৫৩ ঘ) ১৯৫৫ ২৪. রেডক্রসের সদর দপ্তর কোথায়? ক) লন্ডন খ) রোম গ) নিউইয়র্ক ঘ) জেনেভা ২৫. ভারত কবে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করে? ক) ১৯৭১ সালের ৩ ডিসেম্বর খ) ১৯৭১ সালের ৬ ডিসেম্বর গ) ১৯৭১ সালের ৯ ডিসেম্বর ঘ) ১৯৭১ সালের ১২ ডিসেম্বর ২৬. মওলানা ভাসানী ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) গঠন করে কবে? ক) ১৯৪৯ সালে খ) ১৯৫৫ সালে গ) ১৯৫৭ সালে ঘ) ১৯৬০ সালে ২৭. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের জন্য চলচ্চিত্র নির্মাণ করেছেন- র. ঋত্বিক ঘটক রর. মকবুল ফিদা ররর. শুকদেব আর মেহতারা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২৮. বাংলাদেশে একমাত্র নৌ সেক্টর কোনটি? ক) ৮নং খ) ৯ নং গ) ১০ নং ঘ) ১১ নং ২৯. হোয়াইল হেমার ওয়াডারল্যান্ড কোন দেশের নাগরিক? ক) ব্রিটেন খ) আমেরিকা গ) অস্ট্রেলিয়া ঘ) আফ্রিকা ৩০. উপমহাদেশের ভবিষ্যৎ সংবিধানের খসড়া তৈরি করে কোন কমিশন? ক) নাথান কমিশন খ) ব্রিটিশ কমিশন গ) ব্রেকার কমিশন ঘ) সাইমন কমিশন ৩১. মহীশুর রাজ্যের প্রতিষ্ঠাতা কে? ক) তিতুমীর খ) নিসার আলী গ) মজনু শাহ ঘ) হায়দার আলী ৩২. সুয়েজ খাল কোথায় অবস্থিত? ক) আলবেনিয়ায় খ) ইথিওপিয়ায় গ) তিউনেশিয়ায় ঘ) মিসরে ৩৩. ভাষা সৈনিক বলতে কী বোঝায়? ক) দেশের জন্য যারা লড়াই করেছে খ) স্বাধীনতার জন্য যারা লড়াই করেছে গ) ভাষার জন্য যারা সংগ্রাম করেছে ঘ) তরুণ সাহসী সৈনিকদের ৩৪. আইয়ুব খান সরকারের অন্যতম বৈশিষ্ট্য ছিল কোনটি? ক) সমাজতান্ত্রিকতা খ) স্বৈরতান্ত্রিকতা গ) সামন্ততান্ত্রিকতা ঘ) রাজতান্ত্রিকতা ৩৫. সাবেক সোভিয়েত ইউনিয়নের (বর্তমান রাশিয়া) রাজধানী কোনটি? ক) মোগাদিসু খ) তাসখন্দ গ) নাইরোবি ঘ) মস্কো ৩৬. মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী গেরিলা দল কোথায় যুদ্ধ করেছে? ক) চট্টগ্রাম খ) ময়মনসিংহ গ) ঢাকা ঘ) দিনাজপুর ৩৭. মুক্তিবাহিনী সরকারি পর্যায়ে কয়ভাগে বিভক্ত ছিল? ক) ২ ভাগে খ) ৩ ভাগে গ) ৪ ভাগে ঘ) ৫ ভাগে ৩৮. ভাষাশহিদ রফিক কীভাবে মারা যান? ক) মাথায় গুলি লেগে খ) বুকে গুলি লেগে গ) পুলিশের নির্যাতনে ঘ) বোমার আঘাতে ৩৯. কেন্দ্রীয় শহিদ মিনারের স্থপতি কে? ক) শফিকুর রহমান খ) আব্দুল্লাহ গ) নিতুন কুন্ডু ঘ) হামিদুর রহমান ৪০. ভারতবর্ষে সর্বশেষ আগমন করে কারা? ক) পর্তুগিজরা খ) ডেনিসরা গ) দিনেমাররা ঘ) ফরাসিরা ৪১. কোন সন্ধির মধ্যে দিয়ে প্রথম ইঙ্গ-মারাঠা যুদ্ধের অবসান ঘটে? ক) সালবই সন্ধির খ) তেলগাঁও সন্ধির গ) বারানসি সন্ধির ঘ) ওয়ারগাঁও সন্ধির ৪২. টিপু সুলতানের বাবার নাম কী? ক) হাফিজ খ) নিজাম উদ্দীপন গ) হায়দার আলী ঘ) সুজাউদ্দীন ৪৩. পলাশীর যুদ্ধে নবাবের বাহিনী ভাগীরখী নদীর কোন দিকে অবস্থান নেয়? ক) ২৩ মাইল পশ্চিমে খ) ২৫ মাইল দক্ষিণে গ) ২১ মাইল পশ্চিমে ঘ) ২৩ মাইল দক্ষিণে ৪৪. মুক্তিযুদ্ধের উপ-সর্বাধিনায়ক কে ছিলেন? ক) আব্দুর রব খ) জিয়াউর রহমান গ) এ কে খন্দকার ঘ) খালেদ মোশাররফ ৪৫. বাংলাদেশের অস্থায়ী সরকারের রাজধানী ছিল কোথায়? ক) কলকাতায় খ) পাকিস্তানে গ) মুজিবনগরে ঘ) কালীগঞ্জে ৪৬. ঠবৎহধপঁষধৎ চৎবংং অপঃ পাস করেন কে? ক) লর্ড রিপন খ) লর্ড ডালহৌসি গ) লর্ড লিটন ঘ) লর্ড কার্জন ৪৭. ব্রিটিশ অধীনস্ত রাজ্যের উত্তরাধিকারী না থাকলে ওই রাজ্য ব্রিটিশের অধীনে আসারেক কী বলে? ক) বৈদেশিক নীতি খ) স্বত্ববিলোপ নীতি গ) সাম্রাজ্য নীতি ঘ) মারাঠা নীতি ৪৮. কখন গণঅভ্যুত্থান সংঘটিত হয়? ক) ১৮৬৯ সালে খ) ১৯৬৯ সালে গ) ১৯৬৮ সালে ঘ) ১৯৬৮ সালে উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও: ১৯৭১ সালের ২৮ মার্চ। হাবিব রেডিও শুনছিলেন। ‘জয় বাংলা, বাংলার জয়’ গানটি তাকে ভীষণভাবে অনুপ্রাণিত করল তিনি দেশকে শত্রুমুক্ত করার দৃঢ় প্রত্যয় নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলেন? ৪৯. ছয়দফা আন্দোলনের যে গুরুত্ব তা হলো- র. স্বৈরশাসনের শোষণ-নির্যাতন থেকে মুক্তি রর. অর্থনৈতিক ও রাজনৈতিক শোষণ থেকে মুক্তি ররর. মুসলামান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সবাইকে নিয়ে মুক্তি নিচের কোনটি সঠিক? ক) চট্টগ্রাম বেতার কেন্দ্র খ) ঢাকা বেতার কেন্দ্র গ) পাকিস্তান বেতার কেন্দ্র ঘ) স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ৫০. কে ২৬ মার্চ প্রথম প্রহরেই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দেন? ক) র খ) রর গ) র ও ররর ঘ) ররর সঠিক উত্তর: ১. (ঘ) ২. (ক) ৩. (ঘ) ৪. (গ) ৫. (ক) ৬. (ঘ) ৭. (ঘ) ৮. (ঘ) ৯. (গ) ১০. (ঘ) ১১. (গ) ১২. (খ) ১৩. (ক) ১৪. (খ) ১৫. (খ) ১৬. (খ) ১৭. (ঘ) ১৮. (খ) ১৯. (ক) ২০. (ঘ) ২১. (খ) ২২. (ক) ২৩. (ঘ) ২৪. (ঘ) ২৫. (খ) ২৬. (গ) ২৭. (খ) ২৮. (গ) ২৯. (গ) ৩০. (ঘ) ৩১. (ঘ) ৩২. (ঘ) ৩৩. (গ) ৩৪. (খ) ৩৫. (ঘ) ৩৬. (গ) ৩৭. (ক) ৩৮. (ক) ৩৯. (ঘ) ৪০. (ঘ) ৪১. (ক) ৪২. (গ) ৪৩. (ঘ) ৪৪. (গ) ৪৫. (গ) ৪৬. (ক) ৪৭. (খ) ৪৮. (খ) ৪৯. (ঘ) ৫০. (ক)
×