ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাংলা প্রথম পত্র

নবম-দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৪:৩৮, ২৩ এপ্রিল ২০১৬

নবম-দশম শ্রেণির পড়াশোনা

১. ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধের মূলকথা কী? ক) সাম্যবাদ খ) সংগ্রাম গ) মানুষের দুঃখের কাহিনী ঘ) মুক্তিযুদ্ধের কথা ২. কাঙালির মা অন্ত্যেষ্টিক্রিয়া দেখার সময় কাঙালি মাকে কী করার জন্য তাড়া দেয়? ক) বাজারে যেতে খ) স্নাত করতে গ) ভাত রাঁধতে ঘ) ঘরে ফিরতে ৩. ‘জন্মদুঃখী হইয়া তিনি সংসারে আসিয়াছিলেন।’ হযরত মুহম্মদ (স.) সম্পর্কে এ উক্তির সমর্থনে বলা যায়- র. তিনি মাতাকে হারিয়েছিলেন রর. তিনি পিতাকে হারিয়েছিলেন ররর. তিনি চাচাকে হারিয়েছিলেন নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৪. ‘দেনাপাওনা’ গল্পে নিরূপমার পক্ষে তার শ্বশুরবাড়ি কেমন হয়ে উঠল? ক) শরশয্যা খ) কন্টক শয্যা গ) পুষ্পশয্যা ঘ) ইস্টকশয্যা ৫. ‘আক্রোশ’ শব্দের অর্থ কী? ক) হিংসা খ) নিন্দা গ) বিদ্বেষ ঘ) অত্যাচার ৬. ‘নিরীহ বাঙালী’ প্রবন্ধে লেখিকা ‘অর্ধাঙ্গী-হেমাঙ্গী’ বলতে কাদেরকে বুঝিয়েছেন? ক) বাঙালী নারীদেরকে খ) ইংরেজ নারীদেরকে গ) মুসলমান নারীদেরকে ঘ) হিন্দু নারীদেরকে ৭. মমতাদি চমকে হাসি বন্ধ করল কেন? ক) লেখক বামুনদি বলায় খ) লেখক তার কথা শোনায় গ) রান্নাঘরে মা’র আগমনে ঘ) চুলার আঁচে ডাল পুড়ে যাওয়ায় ৮. ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধে আত্মা শিহরিয়া ওঠার কথা বলা হয়েছে যে প্রেক্ষিতে - ক) জন্মগত বৈষম্যের নির্মমতা বোঝাতে খ) কলুষিত আত্মার কষ্ট বোঝাতে গ) ভদ্রলোকদের চরিত্র বোঝাতে ঘ) জাতির যুগান্তর আনা বোঝাতে ৯. কীসের কারণে নববর্ষ পালন শহরকেন্দ্রিক হযেছে? ক) অর্থনৈতিক খ) সামাজিক গ) রাজনৈতিক ঘ) ধর্মীয় ১০. বাড়ি বিক্রির খবর ছেলেরা জেনেছে শুনে তাদের প্রতি রামসুন্দরের মনোভাব কীরূপ হলো? ক) রুষ্ট ও বিরক্ত খ) ক্রোধান্বিত ও বিরক্ত গ) রুষ্ট ও ক্রোধান্বিত ঘ) রুষ্ট ও উগ্র ১১. বাড়ির পাশে নিমগাছ গজালে বিজ্ঞরা খুশি হন কেন? ক) নিমগাছের গুণাগুণ জানেন বলে খ) নিমগাছ বাড়িটাকে পাহাড়া দেবে গ) পাতা, ডাল বা ছালের জন্য অন্যের বাড়িতে খোঁজ করতে হয় না ঘ) পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে ১২. তথাকথিত ‘ছোটলোক’ সম্প্রদায়ের অন্তর কীসের মতো? ক) স্ফটিকের খ) কাঁচের গ) মার্বেলের ঘ) আয়নার ১৩. মানুষের অন্ন-বস্ত্রের সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে কোন দিকে লক্ষ্য রেখে? ক) অর্থনৈতিক মুক্তির খ) আত্মিক মুক্তির গ) চিন্তার স্বাধীনতা ঘ) বুদ্ধির স্বাধীনতা ১৪. আয়তনে বিশাল এবং গুণগত মানে অতি উত্তম- সাহিত্যের কোন শাখা? ক) নাটক খ) গল্প গ) উপন্যাস ঘ) প্রবন্ধ ১৫. ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধে ‘ছোটলোক’ হচ্ছে- র. উপেক্ষিত শক্তি রর. দশ আনা শক্তি ররর. অসহায় শক্তি নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ১৬. ‘অভাগীর স্বর্গ’ গল্পে অধর গাছের দাম কত টাকা চাইল? ক) দুই টাকা খ) তিন টাকা গ) চার টাকা ঘ) পাঁচ টাকা ১৭. ‘বই পড়া’ প্রবন্ধের মূল বক্তব্য কোনটি? ক) বিজ্ঞানচর্চায় আগ্রহ সৃষ্টি করা খ) জ্ঞানার্জনের জন্য উপদেশ দেয়া গ) শিক্ষা পদ্ধতির পরিবর্তন করা ঘ) সাহিত্যচর্চায় গুরুত্বারোপ করা ১৮. কীসের জন্য রায়চৌধুরীর বাড়ির খ্যাতি রটে গেল? ক) প্রতিমা-বিসর্জনের খ) দুর্গা পূজার গ) দান-ধ্যানের ঘ) পূজা-অর্চনার ১৯. ‘আম আঁটির ভেঁপু’ গল্পের হরিহর একটু পরে কী করল? ক) লাঠি নিয়ে দুর্গাকে খুঁজতে গেল খ) অপুর ঘরে গেল গ) গোসল করতে গেল ঘ) খেতে বসল ২০. ‘আজ যদি সারেন্ডার হয়, কাল সকালে এসে ...।’ শূন্যস্থানে কোনটি বসবে? ক) মিষ্টি খাওয়াব খ) পতাকা উড়াব গ) উল্লাস করব ঘ) রাস্তায় বেরুব ২১. ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোনটি লাভ করেন? ক) এমএ ডিগ্রী খ) পিএইচডি ডিগ্রী গ) জগত্তারিণী পদক ঘ) ডি.লিট উপাধি ২২. মমতাদি নিজে কী প্রত্যাশী ছিলেন? ক) আদর ও স্নেহ খ) আদর ও সম্মান গ) আদর ও ভালবাসা ঘ) আদর ও সোহাগ ২৩. অনেকদিন হরিহর রায়ের বাড়িটি - ক) রং করা হয়নি খ) চাল দেয়া হয়নি গ) মেরামত করা হয়নি ঘ) বেড়া দেয়া হয়নি ২৪. ‘দ্রাখমে’ কোন ভাষার শব্দ? ক) তামিল ভাষার খ) গ্রিক ভাষার গ) ফরাসি ভাষার ঘ) মলয়ালি ভাষার ২৫. বনফুল - এর প্রকৃত নাম কী? ক) বলাইচাঁদ মুখোপাধ্যায় খ) সুভাষ মুখোপাধ্যায় গ) সুনীল গঙ্গোপাধ্যায় ঘ) মানিক বন্দ্যোপাধ্যায় ২৬. ‘লোভে পাপ, পাপে মৃত্যু’- কথাটিকে ‘বুলিমাত্র’ বলেছেন কোন লেখক? ক) প্রমথ চৌধুরী খ) মোহাম্মদ ওয়াজেদ আলী গ) কবীর চৌধুরী ঘ) মোতাহের হোসেন চৌধুরী ২৭. জাগো অপশন বন্দী ওঠোরে যত - এ আহ্বান প্রবন্ধের কোন চরিত্রের জন্য প্রযোজ্য? ক) ভদ্রলোকদের খ) নেতৃবৃন্দের গ) ছোটলোকদের ঘ) অহঙ্কারীদের ২৮. কাজী নজরুল ইসলামের মতে সত্যিকারের মানুষ হচ্ছে- র. তথাকথিত ছোটলোক রর.উপেক্ষিত হতভাগারা ররর. ভদ্র সম্প্রদায় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ২৯. হরিহর গোমস্তার কাজ করে কার বাড়িতে? ক) নিত্য রায়ের বাড়িতে খ) বিধু রায়ের বাড়িতে গ) অন্নদা রায়ের বাড়িতে ঘ) যতিন রায়ের বাড়িতে ৩০. ‘কী জাতের ছেলে তুই?- এ কথা কে বলেছিল? ক) অধর রায় খ) ভট্টাচার্য গ) মুখোপাধ্যায় ঘ) পাড়ে ৩১. কবিকে মুগ্ধ করেছে নিমগাছের- র. পাতা রর. ফুল ররর. কা- নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৩২. বলাইচাঁদ মুখোপাধ্যায়ের জীবনী নাটক হলো- র. শ্রীমধুসূদন রর. বিন্দুবিসর্গ ররর. বিদ্যাসাগর নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৩৩. পচা লাশের দুর্গন্ধে লেখিকা মাছ খাওয়াই বাদ দিয়েছেন। লেখিকা এটি কত তারিখের বর্ণনায় উল্লেখ করেছেন? ক) ১৩ই এপ্রিল খ) ১০ই মে গ) ১২ই মে ঘ) ১৭ই মে ৩৪. ‘আম আঁটির ভেঁপু’ গল্পটি মানুষের জীবনের কোন সময়কে স্মরণ করিয়ে দেয়? ক) জন্মের সময় খ) কৈশোরের সময় গ) শৈশবের সময় ঘ) স্কুলের সময় ৩৫. মমতাদি ঘরের দেয়ালে ঘেঁষে কী পাতা ছিল? ক) তেলের বোতল খ) ভাঙ্গা চেয়ার গ) আচারের ডিব্বা ঘ) শখের হাঁড়ি ৩৬. জাহানারা ইমাম বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন কেন? ক) সাহিত্যকর্মে অবদানের জন্য খ) মুক্তিযোদ্ধাদের সহায়তা করার জন্য গ) মুক্তিযুদ্ধে সন্তান হারানোর জন্য ঘ) মুক্তিযুদ্ধে স্বামী হারানোর জন্য ৩৭. মমতাদি কেন আবশ্যক জোর দিয়ে নিজেকে রাঁধুনী বলেছিলেন? ক) লজ্জা ঢাকতে খ) কাজের সুবিধার্থে গ) আত্মসম্মান ঢাকতে ঘ) রান্না করবে তাই ৩৮. কার অজ্ঞাতসারে অপু কড়িগুলো নিয়েছিল? ক) বাবার খ) মায়ের গ) দিদির ঘ) প্রতিবেশীর ৩৯. মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম গল্প কোনটি? ক) অতসীমামী খ) প্রাগৈতিহাসিক গ) সরীসৃপ ঘ) চিত্রাবলী ৪০. ‘রামসুন্দর মেয়ের কাছে মুখ না দেখাইয়া কম্পিত হস্তে কয়েকখানি নোট চাদরের প্রান্তে বাঁধিয়া বাড়ি ফিরিয়া গেলেন।’ - কেন? ক) অপমানে খ) অভিমানে গ) বিরক্তিতে ঘ) ঘৃণায় ৪১. বাঙালীর আচার-আচরণ রোকেয়ার কেমন লাগে? ক) ভাল খ) মন্দ গ) বিরক্ত ঘ) সন্তুষ্ট ৪২. অন্নচিন্তার নিগড় থেকে মানুষকে মুক্তি দেয়ার যে চেষ্টা চলেছে তা- র. প্রশংসাযোগ্য রর. অভিনন্দনযোগ্য ররর. প্রশংসাযোগ্য নয় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৪৩. পৃথিবীতে সবাই কেমন? ক) স্বার্থপর খ) লোভী গ) মানবদরদি ঘ) চিরস্থায়ী নয় ৪৪. ‘অর্থমুখী জীবন’ বোঝাতে লেখক কোনটি ব্যবহার করেছেন? ক) অর্থচিন্তার নিগড়ে সবাই বন্দী খ) অর্থই সকল অনর্থের মূল গ) অমৃত লাভের চেষ্টা ঘ) অন্নবস্ত্রের প্রাচুর্যের চেয়ে মুক্তি বড় ৪৫. বাংলা সাহিত্যে চলিত ভাষারীতির প্রচলনে প্রধান ভূমিকা কোন সাময়িক পত্রের? ক) সবুজপত্র খ) বঙ্গদর্শন গ) সমাচার দর্পণ ঘ) সংবাদপ্রভাকর ৪৬. ‘আমাদের খাদ্যসামগ্রী ত্রিগুণাত্মক’ - বলতে কী বোঝানো হয়েছে? ক) বাঙালী জাতির খাদ্য ব্যবহারের বৈচিত্র্যর খ) বাঙালী জাতির আলস্যপ্রিয়তা গ) বাঙালী জাতির মসলাযুক্ত খাবার ঘ) বাঙালী জাতির খাদ্য ব্যবহারে অনীহা ৪৭. যেসব কারণে বাঙালী ভীর, অলস, আরামপ্রিয় এবং কর্মবিমুখ তা হলো- র. খাদ্যদ্রব্যের প্রভাব রর. সহজলভ্য জীবিকা ররর. পারিপার্শ্বিক অবস্থা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৪৮. পাকিস্তানী শাসকগোষ্ঠী পয়লা বৈশাখ উদ্যাপনে বাধা দিলে এ অঞ্চলের শিক্ষিত মানুষেরা এগিয়ে আসে- র. অসাম্প্রদায়িক মনোভাব নিয়ে রর. প্রতিবাদী মনোভাব নিয়ে ররর. পরম উৎসাহ নিয়ে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর * উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও : ‘ঘরে ঘরে দুর্গ গড়ে তোল। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ ৪৯. ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধের মূলকথা কী? ক) র খ) রর গ) ররর ঘ) রর ও ররর ৫০. কাঙালির মা অন্ত্যেষ্টিক্রিয়া দেখার সময় কাঙালি মাকে কী করার জন্য তাড়া দেয়? ক) কারণ, বঙ্গবন্ধুর এই সেøাগানে তারা যুদ্ধে যাওয়ার সাহস পাচ্ছিল না খ) কারণ, বঙ্গবন্ধু নির্ভীক হয়ে যুদ্ধ করার সাহস দিয়েছিলেন গ) যুদ্ধে জয়ী হবেই, কোন চিন্তা নেই এই ভাব উক্ত সেøাগানে প্রকাশ পেয়েছে বলে ঘ) যুদ্ধ ছাড়া কোন গতি নেই সঠিক উত্তর : ১. (ক) ২. (গ) ৩. (ক) ৪. (ক) ৫. (গ) ৬. (ক) ৭. (ক) ৮. (ক) ৯. (ক) ১০. (ক) ১১. (ক) ১২. (খ) ১৩. (খ) ১৪. (ঘ) ১৫. (ক) ১৬. (ঘ) ১৭. (ঘ) ১৮. (ক) ১৯. (ঘ) ২০. (খ) ২১. (ঘ) ২২. (খ) ২৩. (গ) ২৪. (খ) ২৫. (ক) ২৬. (ঘ) ২৭. (গ) ২৮. (ক) ২৯. (গ) ৩০. (ক) ৩১. (ক) ৩২. (গ) ৩৩. (ক) ৩৪. (গ) ৩৫. (খ) ৩৬. (ক) ৩৭. (গ) ৩৮. (খ) ৩৯. (ক) ৪০. (ক) ৪১. (গ) ৪২. (ক) ৪৩. (ঘ) ৪৪. (ক) ৪৫. (ক) ৪৬. (ক) ৪৭. (গ) ৪৮. (ঘ) ৪৯. (ক) ৫০. (গ)
×