ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘দুই মার্কিন সেনা উপদেষ্টাকে হত্যা করেছি’

প্রকাশিত: ০৩:৪৮, ২৩ এপ্রিল ২০১৬

‘দুই মার্কিন সেনা উপদেষ্টাকে হত্যা করেছি’

২০১১ সালে কাবুলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভেতরে দুই মার্কিন সেনা উপদেষ্টাকে হত্যার কথা স্বীকার করেছেন আফগানিস্তানের সাবেক এক পুলিশ কর্মকর্তা। আবদুল সাবুর নামের ওই সাবেক পুলিশ কর্মকর্তাকে চলতি সপ্তাহে কাবুলের উত্তরাঞ্চলীয় সালাংয়ে তার নিজের শহর থেকে গ্রেফতার করা হয়েছে। খবর বিবিসির। পুলিশ কর্মকর্তা আবদুল সাবুরকে গণমাধ্যমের সামনে হাজির করা হলে তিনি বলেন, এ বিষয়ে তার কোন অনুশোচনা নেই। বরং তার কাজের জন্য তিনি গর্বিত। তিনি বলেন, ‘এ জন্য যদি আমি মারাও যাই তবে তার পরোয়া করি না।’ তিনি বলেন, অফিসের পিস্তল দিয়ে তিনি খুব কাছ থেকে ওই উপদেষ্টাদের গুলি করেছিলেন। ওই সময় আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যরা মিত্র জোট বাহিনীর সদস্যদের গুলি করে হত্যা করার বেশ কয়েকটি ঘটনা ঘটেছিল। এটিও ওই ঘটনাগুলোর একটি। আবদুল সাবুর বলেন, মার্কিন সেনারা কোরানের বেশ কিছু কপি পুড়িয়ে দিয়েছেন, এ ধরনের খবর শুনে তিনি ক্ষুব্ধ হয়ে ওঠেন। তিনি বলেন, ‘আমি যখন শুনতে পাই যে কোরানে আগুন দেয়া হয়েছে তখন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি।’ তিনি বলেন, ‘যখন থেকে যৌথবাহিনী আমার দেশে এসেছে তারা ভাল কী করেছে, আপনি কি তা আমাকে দেখাতে পারেন?’ মার্কিন সামরিক উপদেষ্টাদের গুলি করার পর সাবুর পালিয়ে যেতে সক্ষম হলেও মঙ্গলবার তাকে গ্রেফতার করা সম্ভব হয় বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সিদ্দিক সিদ্দিকি জানিয়েছেন।
×