ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

তিন হাজার শিশু শরণার্থী নেবে ব্রিটেন

প্রকাশিত: ০৩:৪৭, ২৩ এপ্রিল ২০১৬

তিন হাজার শিশু শরণার্থী নেবে ব্রিটেন

ব্রিটেন যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে ২০২০ সালের মধ্যে তিন হাজার শিশু শরণার্থীর দায়িত্ব নেবে। যেসব শিশুর মা-বাবা কিংবা অন্য কোন পরিজন নেই শুধু তারাই ব্রিটেনে আশ্রয় পাবে বলে দেশটির সরকার জানিয়েছে। খবর বিবিসির। সরকারের মতে, এটি এ মুহূর্তে বিশ্বের সবচাইতে বড় শিশু পুনর্বাসন কর্মসূচী। সিরিয়া যুদ্ধে বহু শিশু নিজের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, অনেকের অভিভাবক যুদ্ধে মারা গেছে। তেমন অনেক শিশুই সিরিয়া থেকে পালিয়ে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দেশগুলোতে আশ্রয় নিয়েছে। এ কর্মসূচীতে জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের মাধ্যমে তাদের পুনর্বাসন করবে ব্রিটেন। এর আগে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ২০২০ সালের মধ্যে ২০ হাজার শরণার্থী গ্রহণের যে ঘোষণা দিয়েছিলেন, এই শিশুরা সেই হিসাবের মধ্যে পড়বে না। কিন্তু সমালোচকেরা বলছেন, যে হাজার হাজার সিরীয় শরণার্থী শিশু ইতোমধ্যেই বাবা-মা কিংবা অভিভাবক ছাড়া ইউরোপের বিভিন্ন দেশে ঢুকে পড়ার পর পাচার ও নিপীড়নের শিকার হয়েছে, এ উদ্যোগ তাদের কোন উপকারে আসবে না।
×