ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে ১৫ বছরে আত্মহত্যার হার বেড়েছে ২৪ শতাংশ

প্রকাশিত: ০৩:৪৬, ২৩ এপ্রিল ২০১৬

যুক্তরাষ্ট্রে ১৫ বছরে আত্মহত্যার হার  বেড়েছে ২৪  শতাংশ

যুক্তরাষ্ট্রে গত ১৫ বছরে আত্মহত্যার হার ২৪ শতাংশ বেড়ে গেছে। আত্মহননকারীদের মধ্যে ১০ থেকে ১৪ বছরের মেয়েরাও রয়েছে বলে সরকারী পরিসংখ্যান থেকে শুক্রবার এ কথা জানা যায়। খবর এএফপির। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এ্যান্ড প্রিভেনশনস ন্যাশনাল সেন্টার ফর হেলথ স্ট্যাটিস্টিকসের জরিপ প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৯৯ সালের পর থেকে প্রতি বছর আত্মহত্যার হার প্রায় এক শতাংশ বাড়লেও ২০০৬ থেকে ২০১৪ সাল পর্যন্ত প্রতি বছর এ সংখ্যা প্রায় দুই শতাংশ বেড়ে গেছে। নারী-পুরুষ উভয় এবং ১০ থেকে ৭৪ বছর বয়সের লোকজনের মধ্যেও এ হার বাড়তে দেখা যাচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়, ১০ থেকে ১৪ বছর বয়সের মেয়েদের মধ্যে আত্মহত্যার হার সবচেয়ে বেশি বেড়ে গেছে। ১৯৯৯ সালে প্রতি লাখে শূন্য দশমিক পাঁচ শতাংশ থেকে ২০১৪ সালে প্রতি লাখে এদের আত্মহত্যার হার তিনগুণ বেড়ে এক দশমিক পাঁচ শতাংশে দাঁড়িয়েছে। ২০১৪ সালে এই বয়সের মোট এক শ’ ৫০ কিশোরী আত্মহত্যার পথ বেছে নেয়। ১৯৯৯ সালের তুলনায় এ হার প্রায় দুই শতাংশ বেশি।
×