ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দুইদিনের সফরে বাংলাদেশে ভুটানের পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৩:১৬, ২২ এপ্রিল ২০১৬

দুইদিনের সফরে বাংলাদেশে ভুটানের পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট ॥ শুক্রবার সড়ক পথে জেলার পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভুটানের পররাষ্ট্রমন্ত্রী এইচই মিঃ লিয়োনপো দামঘো দর্জি দুই দিনের সফরে বাংলাদেশে এসেছেন। দুই দিনের এই বৈঠক হবে রংপুরে। শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়ন নিয়ে কাজ করতে ভুটানের পররাষ্ট্রমন্ত্রী এই সফর বলে জানা যায়। বুড়িমারী স্থলবন্দর ভুটানের মন্ত্রীকে স্থলবন্দরের জিরোপয়েন্টে তাকে ফুলেল শুভেচ্ছা জানান, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক আনোয়ার হোসেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভুটান হাইকমিশনের কাউন্সিলর ইয়নপেন গেইমথো, ভুটান পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা জিগমে পেনঝিন, লালমনিরহাট জেলা প্রশাসক হাবিবুর রহমান, লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার শাহাদত হোসেন, পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর কুতুবুল আলম, বুড়িমারী স্থলবন্দর কমিশনার হুমায়ুন হাফিজ, বুড়িমারী ইমিগ্রেশন ইনচার্জ আমিনুল ইসলাম ও ভারতের চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন ইনচার্জ বাঁধন কুমারসহ বিজিবি ও বিএসএফের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। লালমনিরহাট জেলা প্রশাসক হাবিবুর রহমান জানান, ‘ভুটানের পররাষ্ট্র মন্ত্রী দুই দিনের সফরে বাংলাদেশে এসেছেন। রংপুরের বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল প্রাইম, রংপুর রোকেয়া বিশ্বাবিদ্যালয়, রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রিজ নেতৃবৃন্দ ও রংপুর বিভাগীয় কমিশনারের সাথে দুই দিনের দ্বিপাক্ষিক বৈঠক করবেন। ২৪ এপ্রিল বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভুটানে ফিরে যাবেন। ২৪ এপ্রিল বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষ, কাস্টমস, ইমিগ্রেশন কর্মকর্তা ও স্থানীয় সিএন্ডএফ এজেন্ট, আমদানি-রফতানি কারক গণ তার সাথে বৈঠক করবেন। ভূটানের পরাষ্ট্রমন্ত্রী রংপুর সার্কিট হাউজে অবস্থান করবেন।
×