ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

রায়পুরে খাদ্য তালিকায় দেশীয় মাছের নাম ছিল সর্বাগ্রে

প্রকাশিত: ২২:০৪, ২২ এপ্রিল ২০১৬

রায়পুরে খাদ্য তালিকায় দেশীয় মাছের নাম ছিল সর্বাগ্রে

সংবাদদদাতা, রায়পুর, লক্ষ্মীপুর ॥ এক সময় রায়পুর উপজেলায় মানুষের খাদ্য তালিকায় দেশীয় মাছের নাম ছিল সর্বাগ্রে। এ মাছে পুষ্টি ও খাদ্য গুণাগুণ ছিল অনেক বেশি। ছোট-বড় দেশীয় মাছ সবার কাছে ছিল অতি প্রিয়। মাছের তালিকায় ছিল বোয়াল, মলা, পুঁটি, চেলা, বাইন, পাবদা, সিং, মাগুর, কৈ, শোল, টাকি, খলিশা, টেংরা,আইড়, সরপুঁটি, তিতপুঁটি, ইত্যাদি। বছর দশেক আগেও উপজেলার হাট-বাজারগুলোতে পাওয়া যেত অনেক রকম দেশী প্রজাতির ছোট মাছ। বর্তমানে গ্রামাঞ্চলের হাট-বাজারগুলোতে মাঝে-মধ্যে যাও বা কিছু আমদানি হয় তাও আবার চলে যায় ভাগ্যবান পয়সাওয়ালাদের বাজার ব্যাগে। এসব মাছের দাম অত্যন্ত চড়া হওয়ায় সাধারণ মানুষের ভাগ্যে এসব মাছ আর জুটছে না। দিন যতই যাচ্ছে এ এলাকা থেকে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে। উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন, নির্বিচারে খাল-বিল সেচে বা কীটনাশক ব্যবহার করে মাছ নিধনের ফলে মৎস্য সম্পদ হুমকির মুখে। এছাড়াও হ্যাচারিতে পানি সংকট দেখা দিলে খাল থেকে পানি সেচে ব্যবস্থা করা হয়ে থাকে। কিন্তু এখন খাল সেচে বা কীটনাশক ব্যবহার হওয়ায় তাও সম্ভব হয় না।
×