ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

২০ ওষুধ কোম্পানির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের নির্দেশ

প্রকাশিত: ০৮:২৮, ২২ এপ্রিল ২০১৬

২০ ওষুধ কোম্পানির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ স্বাস্থ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ অনুযায়ী ২০ ওষুধ প্রস্তুতকারী কোম্পানির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এই সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের পদক্ষেপ নিতে ঔষধ প্রশাসন অধিদফতরকে নির্দেশ দেন। বৃহস্পতিবার সচিবালয়ে ঔষধ প্রশাসন অধিদফতরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতিত্বকালে মন্ত্রী এ নির্দেশ প্রদান করেন। স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সচিব সৈয়দ মন্জুরুল ইসলাম, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ দীন মোহাম্মদ নূরুল হক, ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মোস্তাফিজুর রহমানসহ মন্ত্রণালয় ও ঔষধ প্রশাসন অধিদফতরের উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
×