ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির উন্নতি হয়নি ॥ ব্রিটিশ পররাষ্ট্র দফতর

প্রকাশিত: ০৮:২৭, ২২ এপ্রিল ২০১৬

বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির উন্নতি হয়নি ॥ ব্রিটিশ পররাষ্ট্র দফতর

কূটনৈতিক রিপোর্টার ॥ দুই প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির দ্বন্দ্ব অবসান না হওয়ায় ২০১৫ সালে বাংলাদেশে সার্বিক মানবাধিকার পরিস্থিতির কোন উন্নতি ঘটেনি। বিশ্বের ৩০টি দেশের মধ্যে বাংলাদেশেরও মানবাধিকার পরিস্থিতি উদ্বেগের পর্যায়ে রয়েছে। এছাড়া ২০১৯ সালের জাতীয় সংসদ নির্বাচন সবার অংশগ্রহণে সম্পন্ন করার জন্য সব রাজনৈতিক দলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য। ২০১৫ সালের বৈশ্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্র দফতরের বার্ষিক প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়। বৃহস্পতিবার এই প্রতিবেদন প্রকাশ করা হয়। ২০১৯ সালের সংসদ নির্বাচনও সবার অংশগ্রহণে হওয়ার উপর জোর দিয়ে এজন্য সব দলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য। বৈশ্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের আগে সম্প্রতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের বার্ষিক প্রতিবেদন প্রকাশ হয়। তাতে বাংলাদেশে ‘বিচারবহির্ভূত হত্যা ও গুম’, ব্লগার হত্যা, সংবাদপত্র ও অনলাইনে মতপ্রকাশের ক্ষেত্রে ‘কড়াকড়ি’ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।
×