ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জাপানে ব্যবসায়ী নেতাদের সঙ্গে এলজিআরডি মন্ত্রীর মতবিনিময়

প্রকাশিত: ০৮:২৩, ২২ এপ্রিল ২০১৬

জাপানে ব্যবসায়ী নেতাদের সঙ্গে এলজিআরডি মন্ত্রীর মতবিনিময়

স্টাফ রিপোর্টার ॥ জাপানে ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন দেশে বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগে আকৃষ্ট করতে প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের দূত হিসেবে কাজ করার আহ্বান জানান। জাপানে সরকারী সফরে গিয়ে বুধবার হোটেল টোকিওবেতে বাংলাদেশী ব্যবসায়ীদের সংগঠন ‘বিসিসিআইজে’র নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন। সংগঠনের সভাপতি বাদল চাকলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভি, স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী, বিসিসিআইজের সাধারণ সম্পাদক হাকিম মোহাম্মদ নাসিরুলসহ জাপানের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী নেতৃবৃন্দ।
×