ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পথে-প্রান্তরে

প্রকাশিত: ০৭:৩৭, ২২ এপ্রিল ২০১৬

পথে-প্রান্তরে

নয়নাভিরাম দৃশ্যে, সাতভাই খুম ঢাকা থেকে বান্দরবান বাসে। বান্দরবান থেকে থানছি, লোকাল বাস অথবা জীপ। থানছি থেকে ট্রলারে পদ্নমুখ। পদ্নমুখ থেকে ট্রেকিং করে থুইষা পাড়া, থুইষা পাড়া থেকে সাতভাই খুম। লাদাখ দেখা লাদাখ যাবার সড়ক পথের বিখ্যাত গাটা লুপ। এটা পৃথিবীর সবচেয়ে বেশি রাস্তার বাঁকের সমাহার। রাস্তাটিতে মোট ২১টা ইউটার্ন আছে। অর্থাৎ আপনি একদম নিচের রাস্তাটায় দাঁড়ালে আপনার মাথার ওপরে ২২টা রাস্তা, আর একদম ওপরের রাস্তায় দাঁড়ালে আপনার পায়ের নিচে ২২টা রাস্তা থাকবে। জায়গাটা ১৫,৩০২ ফুট উঁচু। মানালি থেকে লাদাখ যাবার পথে সারচু পার হবার কিছুদূর পর এই জায়গাটা। বছরে মাত্র সাড়ে চার মাস খোলা থাকে এই রাস্তা। পৃথিবীর সবচেয়ে দুর্গম ১০টি রাস্তার একটি এটি। এই রাস্তায় একবার যাওয়া মানে লাইফ টাইম এচিভমেন্ট। ভাগ্য ভাল থাকলে এই রাস্তা দিয়ে যাবার সময় বিভিন্ন ধরনের বন্যপ্রাণীর দেখা পেতে পারেন। ‘লেকশোর রিসোর্ট’ এই ধরনের কটেজেও আছে, উপরেরে টাতে থাকা নিচের টাতে বসে বসে প্রকৃতি দেখা আর সময় কাটানো। ঢাকা থেকে চট্টগ্রাম ও কাপ্তাইয়ের জিবতলী।
×