ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আঁকার স্মার্ট কলম

প্রকাশিত: ০৭:২৫, ২২ এপ্রিল ২০১৬

আঁকার স্মার্ট কলম

আমরা কথা প্রায়ই বলার সময় বা কাজের ফাঁকে বা মিটিংয়ে হাতের কাছে থাকা কাগজে আঁকা-আঁকি করি। অসাবধানে আঁকা এসব ছবি অনেক সময় বেশ ভালও হয়ে যায়। মনে হয় ছবিগুলো সংরক্ষণ করি। যদি আপনার কাছে ক্যামেরাযুক্ত স্মার্ট কলম থাকে তাহলে সহজেই এ ধরনের ছবি সংরক্ষণ করা যাবে। ছবিগুলোর আকার এমনকি রং সম্পাদনাও করা যাবে। এর জন্য খরচ পড়বে ১৯৯ ডলার। এ্যাপনিয়ন্ত্রিত কলমটি দিয়ে বিশেষ ধরনের কাগজের ওপর ছবি আঁকলেই সেগুলো সরাসরি স্মার্টফোনে সংরক্ষণ হবে। আলফা রোবট নানা ভঙ্গিতে নেচে দর্শকদের মন জয় করেছে ‘আলফা’। আলফা হচ্ছে একটি বিশেষ ধরণের রোবট। চীনের শেনজেনে অনুষ্ঠিত ‘চতুর্থ চায়না ইনফরমেশন টেকনোলজি এক্সপো’তে রোবটগুলোর দেখা মিলেছে। দলগতভাবে নানা শারীরিক কসরতও দেখিয়েছে রোবটগুলো। ওয়াইফাই জুসার ওয়াইফাই দিয়ে কি জুস তৈরি করা যায়? প্রযুক্তির যুগে এখন ওয়াইফাই দিয়েও জুস তৈরি সম্ভব। এ্যাপ নিয়ন্ত্রিত ওয়াইফাই সুবিধার জুসার তৈরি করেছে ক্যালিফোর্নিয়ার জুইসিরো। এতে থাকা উপাদান অনুযায়ী কয়েক সেকেন্ডের মধ্যেই জুস তৈরি করতে পারে। এর দাম ৭০০ ডলার। ডিভাইসটি ফলের বারকোডও শনাক্ত করতে পারে।
×