ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ওরিয়নের সঙ্গে পিডিবির ক্রয় চুক্তি সই

প্রকাশিত: ০৭:২২, ২২ এপ্রিল ২০১৬

ওরিয়নের সঙ্গে পিডিবির ক্রয় চুক্তি সই

স্টাফ রিপোর্টার ॥ ওরিয়নের ৬৩৫ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুতকেন্দ্রর সঙ্গে ক্রয় চুক্তি স্বাক্ষর করছে বিদ্যুত উন্নয়ন বোর্ড (পিডিবি)। মুন্সীগঞ্জের গজারিয়ায় বিদ্যুত কেন্দ্রটি নির্মাণ করবে ওরিয়ন পাওয়ার কোম্পানি। আমদানি করা কয়লাতে প্রতিকিলোওয়াট/আওয়ার (ইউনিট) বিদ্যুতের দাম হবে প্রায় ছয় টাকা ৬৯ পয়সা। চুক্তিতে পিডিবির কোম্পানি সচিব জহিরুল হক এবং ওরিয়নের পক্ষে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সালমান করিম স্বাক্ষর করেন। অনুষ্ঠানে জানানো হয়, ২৫ বছর মেয়াদী এ কেন্দ্রটির জেনারেটর, টারবাইন ও বয়লার সরবরাহ করবে জেনারেল ইলেকট্রিক (জিই)। কেন্দ্রটি নির্মাণে ঠিকাদার হিসেবে চীনের কোম্পানি গুয়াংগং ইলেকট্রিক পাওয়ার ডিজাইন ইনস্টিটিউট অব চায়না এনার্জি ইঞ্জিনিয়ারিং গ্রুপ (জিইডিআই) এর সঙ্গে চুক্তি করেছে ওরিয়ন পাওয়ার। কেন্দ্রটির পরিবেশগত প্রভাব সমীক্ষা (ইআইএ) শর্ত সাপেক্ষে (টার্ম অব রেফারেন্স) অনুমোদন করেছে পরিবেশ অধিদফতর। কেন্দ্রটির জন্য প্রতিদিন তিন হাজার ৮০০ টন থেকে পাঁচ হাজার ৪০০ টন কয়লার প্রয়োজন হবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিদ্যুত সচিব বলেন, দেশের উন্নয়নে অন্যতম চাবিকাঠি বেসরকারী খাত। বর্তমানে বেসরকারী খাত থেকে ৪৫ শতাংশ বিদ্যুত পাওয়া যাচ্ছে। এ জন্য সরকার বেসরকারী খাতকে উৎসাহিত করছে। তিনি বলেন, বাংলাদেশের জ্বালানির চাহিদা অনেক বেশি। এর মধ্যে গ্যাসের চাহিদা সবচেয়ে বেশি। গ্যাসের ওপর চাপ কমাতে বিকল্প জ্বালানিতে যাচ্ছি। ভবিষ্যতে ৫০ শতাংশ বিদ্যুত কয়লা থেকে আসবে। কয়লাভিত্তিক বিদ্যুতকেন্দ্র নিয়ে আতংকিত হওয়ার কিছু নেই। প্রযুক্তি অনেক এগিয়েছে। অসহ্য গরমে অসহ্য গরমে অতিষ্ঠ জনজীবন। গরমে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার খেটে খাওয়া মানুষ। গাবতলীতে মাথায় করে কয়লার টুকরি বহন করেন এক মা, শিশু সন্তানটি বসে থাকে মায়ের অপেক্ষায়। ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী। শিশুর প্রথম শিক্ষক শিশুর প্রথম শিক্ষক তার পিতামাতা। হাঁটতে, কথা বলতে শেখানোসহ জীবনের সবক্ষেত্রেই একথা ঘটে। সম্প্রতি ঢাকেশ্বরী মন্দিরে দেখা গেছে এক পিতা তার সন্তানকে ঘণ্টা বাজানো শেখাচ্ছেন। ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী।
×