ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জুনে শারাপোভার ডোপ পাপের রায়

প্রকাশিত: ০৬:৪০, ২২ এপ্রিল ২০১৬

জুনে শারাপোভার ডোপ পাপের রায়

স্পোর্টস রিপোর্টার ॥ অচিরেই শুনানি অনুষ্ঠিত হবে। সাময়িকভাবে আপাতত টেনিস থেকে নিষিদ্ধ আছেন রাশিয়ার টেনিসতারকা মারিয়া শারাপোভা। আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের (আইটিএফ) সভাপতি ডেভিড হ্যাগার্টি জানিয়েছেন, যেকোন মামলার নিষ্পত্তি হতে ২ থেকে ৩ মাস সময় লাগে। সেক্ষেত্রে শারাপোভার ড্রাগ টেস্টে পজিটিভ হওয়ার বিষয়টি নিয়ে রায় হবে আগামী জুুনে। সেক্ষেত্রে টেনিসের সবচেয়ে মর্যাদার আসর উইম্বলডনের আগেই ভবিষ্যত জানতে পারবেন এই রাশিয়ান সুন্দরী। চলতি বছর বিশ্ব ডোপবিরোধী সংস্থার (ডব্লিউএডিএ) নিষিদ্ধ ড্রাগের তালিকায় মেলডোনিয়ামকেও সংযুক্ত করা হয়। গত ১০ বছর ধরেই নিজের শারীরিক সমস্যা ও স্বাস্থ্যগত কারণে এটি গ্রহণ করছিলেন শারাপোভা। নিষিদ্ধ তালিকায় উঠার পরও ভুলক্রমে মাশা মেলডোনিয়াম নিয়েছিলেন এবং চলতি বছরের প্রথম গ্র্যান্ডসøাম আসর অস্ট্রেলিয়ান ওপেনের ডোপ টেস্টে পজিটিভ হোন। মেলডোনিয়াম মূলত ডায়বেটিস এবং শরীরে ম্যাগনেসিয়াম ঘাটতি দেখা দিলে ব্যবহার করা হয়। শারাপোভা সংবাদ সম্মেলনে দাবি জানিয়েছিলেন তার ব্যক্তিগত ডাক্তার মাইলড্রোনেট দিয়েছেন যার অপর নাম মেলডোনিয়াম। এ ওষুধটি বুকের ব্যথা ও হার্ট এ্যাটাকের জন্যও ব্যবহৃত হয়। কিন্তু অনেক গবেষক এটিকে রক্তে উদ্দীপনা বৃদ্ধি, শক্তিবর্ধক এবং নৈপুণ্য বর্ধক হিসেবে কাজে লাগে বলেও জানিয়েছেন। এ কারণেই এটি নিষিদ্ধ করা হয় এ বছর। এছাড়াও ২০০ জন এ্যাথলেট এই ড্রাগ নেয়ার জন্য পজিটিভ হয়েছেন। তবে তারা দাবি করেছেন তারা এ বছর সেটি গ্রহণ করেননি। এ বছর ২৬ জানুয়ারি শারাপোভা ড্রাগ টেস্টে পজিটিভ হোন এবং ২ মার্চ তাকে জানানো হয় ডোপ টেস্টে ব্যর্থ হওয়ার বিষয়টি। সেটা জানার পরই ৮ মার্চ সংবাদ সম্মেলনে নিজের ভুল স্বীকার করেন শারাপোভা। এরপরই বিশ্বব্যাপী তোলপাড় সৃষ্টি হয়। আইটিএফ সাময়িকভাবে তাকে টেনিস থেকে নির্বাসন দেয়। এবার বিষয়টির সুরাহা হওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। দ্রুতই শুনানি অনুষ্ঠিত হবে শারাপোভার। তবে সেটা ঠিক কবে, কখন এবং কোথায়Ñ তা নিশ্চিত করে জানাননি হ্যাগার্টি। তবে ডোপিং মামলাগুলোর সমাধান হতে অন্তত ২-৩ মাস সময় লাগে। সেক্ষেত্রে বিষয়টি সম্পর্কে রায় জুনে জানতে পারবেন শারাপোভা। সিরিএ-তে ‘বুড়ো’ টট্টির চমক স্পোর্টস রিপোর্টার ॥ ম্যাচ শেষের পাঁচ মিনিট আগে ফ্রান্সেস্কো টট্টিকে সুযোগ দিলেন রোমার কোচ। তোরিনোর বিপক্ষে দল তখন ২-১ গোলে পেছনে। তবে মাঠে নামার কয়েক সেকেন্ডের মধ্যেই নিজের জাত চেনালেন ইতালিয়ান ফুটবলের এই চিরসবুজ ফরোয়ার্ড। ৮৬ মিনিটেই অসাধারণ দক্ষতায় গোল করে দলকে সমতায় ফেরান তিনি। টট্টির জাদু যেন এখানেই শেষ নয়। ৮৯ মিনিটে পেনাল্টিতেও গোল করলেন ৩৯ বছর বয়সী রোমার এই কিংবদন্তি। আর তাতেই হারা ম্যাচটা ৩-২ গোলে অবিশ্বাস্যভাবে জিতে নেয় রোমা। ফলে ইতালিয়ান সিরিএ লীগে রোমার শীর্ষস্থানটা আরও পাকাপোক্ত হয়। বুধবার রোমা ছাড়াও জয়ের দেখা পেয়েছে জুভেন্টাস, উদিনেস এবং জেনোয়া। চলতি মৌসুমের শুরুতে কিছুটা খেই হারিয়ে ফেললেও শেষদিকে যেন দুর্দান্ত গতিতেই এগিয়ে চলেছে জুভেন্টাস। ইতালিয়ান সিরিএ-তে এখন তাদের জয়রথ ছুটছেই। ঘরের মাঠে জুভেন্টাস স্টেডিয়ামে এদিন তারা ৩-০ ব্যবধানে ল্যাজিওকে পরাস্ত করে। এ জয়ে শিরোপার আরও কাছে পৌঁছে গেল তারা। লীগ টেবিলের দ্বিতীয় স্থানে থাকা নেপোলির সঙ্গে জুভেন্টাসের পয়েন্ট ব্যবধান ৯।
×