ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ক্যারিবীয় বোর্ড নমনীয় হচ্ছে

প্রকাশিত: ০৬:৩৯, ২২ এপ্রিল ২০১৬

ক্যারিবীয় বোর্ড নমনীয় হচ্ছে

স্পোর্টস রিপোর্টার ॥ আরও নমনীয় হওয়ার পথে এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি)। এবার টি২০ বিশ্বকাপে বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের টানাপোড়েন নিয়ে অনেক কথাই বলেছেন অধিনায়ক ড্যারেন সামি। নানাবিধ অসঙ্গতি এবং অসামঞ্জস্য, সুযোগ-সুবিধার ঘাটতি সত্ত্বেও এবার টি২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ওয়েস্ট ইন্ডিজ। সামির সেই বক্তব্য নিয়ে পাল্টাপাল্টি আলোচনা-সমালোচনার ঝড় তৈরি হয়। তবে এখন ডব্লিউআইসিবি চাইছে এমন কোন পদক্ষেপ নিতে, যাতে অপরিহার্য এবং সেরা ক্রিকেটাররা দলের হয়ে খেলার সুযোগ পান। নানাবিধ সমস্যার কারণে ক্যারিবীয় ক্রিকেটাররা তিন ফরমেটেই খেলতে পারেন না। টি২০ দলে অনেকেই আছেন যারা ওয়ানডে কিংবা টেস্টে খেলতে পারেন না সেসব বিধিনিষেধের কারণে। এবার টি২০ বিশ্বকাপ শেষে ডব্লিউআইসিবিকে এ বিষয়টি বিবেচনার আহ্বান জানান শিরোপাজয়ী ক্রিকেটাররা। সে সময় বোর্ডের নীতিনির্ধারকদেরও দারুণ সমালোচনা করেন অধিনায়ক সামি। অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোও অধিনায়কের কথায় সায় দিয়ে তীব্র প্রতিক্রিয়া জানান এবং ডব্লিউআইসিবি প্রেসিডেন্ট ডেভিড ক্যামেরনের তীব্র সমালোচনা করেন। তিনি ক্যামেরনকে ‘উদ্ধত’, ‘অপরিণত’ এবং ‘ক্ষুদ্র মানসিকতার’ বলে অভিহিত করেন। উভয়ের বক্তব্যে সে সময় ক্ষিপ্ত হয়েছিল ডব্লিউআইসিবি। কিন্তু এখন তারাও বিষয়টি উপলব্ধি করে নমনীয় হওয়ার পথেই এগোতে চাইছে। গণমাধ্যমের কাছে পাঠানো এক বার্তায় ডব্লিউআইসিবি থেকে জানানো হয়েছেÑ শীর্ষ ক্রিকেটারদের সঙ্গে সব ঝামেলা চুকিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে। এই গ্রীষ্মেই ক্রিকেটারদের নিয়ে আলোচনায় বসবেন ডব্লিউআইসিবি কর্মকর্তারা।
×