ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্বাধীনতা কাপ ফুটবল ॥ ব্রাদার্স ৩-২ মোহামেডান

জিতেও বিদায় ব্রাদার্সের

প্রকাশিত: ০৬:৩৯, ২২ এপ্রিল ২০১৬

জিতেও বিদায় ব্রাদার্সের

স্পোর্টস রিপোর্টার ॥ জেতা তো দূরে থাক, এমনকি ড্র-ও নয়, একেবারে হেরেই গেল ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। ‘কেএফসি স্বাধীনতা কাপ ফুটবলে তারা ৩-২ গোলে হেরেছে গোপীবাগের ব্রাদার্স ইউনিয়নের কাছে। গত আসরের চ্যাম্পিয়নরা এবার সেমিতেই উঠতে পারল না। বলা যায়, নিজেদের নাক কেটে মোহামেডানের যাত্রাই ভঙ্গ করেছে ব্রাদার্স। কেননা এই জয়েও কোন লাভ হয়নি তাদের। টুর্নামেন্ট থেকে আগেই ছিটকে গিয়েছিল তারা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘এ’ গ্রুপের ম্যাচে জিতে মোহামেডানকেও ডুবিয়েছে তারা। কেননা এই ম্যাচে জয় পেলে সেমিতে যেতে পারত মোহামেডান! সমান ৫ ম্যাচে উভয় দলেরই পয়েন্ট ৬। গোল পার্থক্যে এগিয়ে থাকায় ছয় দলের মধ্যে পয়েন্ট টেবিলে মোহামেডান চার এবং ব্রার্দাস পাঁচ নম্বরে। ১২ পয়েন্ট নিয়ে আগেই সেমিতে চলে গেছে শেখ জামাল ধানম-ি। চট্টগ্রাম আবাহনী ও মুক্তিযোদ্ধা সংসদ এই দুই দলের একটি দল উন্নীত হবে শেষ চারে। উভয় দলেরই পয়েন্ট ৯। তবে গোল তফাতে এগিয়ে সুবিধাজনক অবস্থানে আবাহনী। তাছাড়া তারা একটি ম্যাচও খেলেছে কম। আজকের ম্যাচে তারা যদি শেখ জামালের সঙ্গে কমপক্ষে ড্র করে, তাহলেই লক্ষ্য পূরণ হবে তাদের। গ্রুপ রানার্সআপ হয়ে সেমিতে চলে যাবে তারা। ৫০ মিনিটে ব্রাদার্সের ঘানাইয়ান ফরোয়ার্ড আউদু ইব্রাহিমের উঁচু ক্রসে হেডে গোল করেন মান্নাফ রাব্বি (১-০)। ৫২ মিনিটে ব্রাদার্সের পক্ষে ব্যবধান দ্বিগুণ করেন এই তরুণ ফরোয়ার্ড (২-০)। ৫৪ মিনিটে তৌহিদুল আলম সবুজের গোলে ব্যবধান কিছুটা কমায় সাদা-কালোরা (১-২)। ৬৫ মিনিটে সবুজের স্কয়ার পাসে বিপলুর প্লেসিং শটে লক্ষ্যভেদ করলে আবারও সমতায় ফেরে মোহামেডান (২-২)। তবে ৭৩ মিনিটে আউদু ইব্রাহিমের গোলে আবারও এগিয়ে গেলে কপাল পোড়ে মোহামেডানের (৩-২)। এই ব্যবধানেই খেলা শেষ হলে স্বাধীনতা কাপের বর্তমান চ্যাম্পিয়নরা স্বপ্নভঙ্গের সুতীব্র বেদনা নিয়ে মাঠ ছাড়ে। মাঠেই মারা গেলেন তরুণ প্রোটিয়া ক্রিকেটার স্পোর্টস রিপোর্টার ॥ দক্ষিণ আফ্রিকার তরুণ এক ক্রিকেটার মাঠেই মৃত্যুবরণ করেছেন। ২২ বছর বয়সী ক্রিকেটার লুখানিয়া সিকি কেপটাউনের একটি একাডেমিতে অনুশীলনের সময় জ্ঞান হারিয়ে ফেলার পর হাসপাতালে নেয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সে মারা যায়। কেপটাউনের ফোর্ট হারে একাডেমিতে ছিল ফিটনেস ট্রেনিং। সেখানেই হঠাৎ জ্ঞান হারান সিকি। প্রথমে একাডেমিতেই তার জ্ঞান ফেরানোর চেষ্টা করা হয়। সে চেষ্টা ব্যর্থ হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপরই ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। একাডেমি থেকে ইএসপিএন ক্রিকইনফোকে বলা হয়েছেÑ ‘বছরের এই সময়ে সাধারণত ফিটনেস ট্রেনিংই করা হয়। সোমবার আমরা খেলোয়াড়দের ফিটনেস পরীক্ষা নিচ্ছিলাম। ও ঠিকই ছিল। কোন সমস্যা ধরা পড়েনি। দৌড়ানোর পর নিজের শার্ট খুলে দলের সঙ্গেই বসে ছিলেন। হঠাৎই জ্ঞান হারান।’ ২০১০-১১ মৌসুমে অনুর্ধ-১৯ দলের হয়ে খেলেছেন সিকি। ফোর্ট হারে একাডেমিতে মার্কেটিং ম্যানেজমেন্টের ডিপ্লোমা কোর্স করছিলেন সিকি। উদীয়মান এই ক্রিকেটারের মৃত্যুতে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে শোকবার্তা পাঠানো হয়েছে। মার্সেল ক্লাব কাপ হকি স্পোর্টস রিপোর্টার ॥ ‘মার্সেল ক্লাব কাপ হকি আগামী ২৫ এপ্রিল শুরু হচ্ছে মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে। এবারের টুর্নামেন্টে ৯টি দল অংশ নেবে। দলগুলো দুটি গ্রুপে বিভক্ত হয়ে লীগ পদ্ধতিতে খেলবে। দুটি গ্রুপের শীর্ষ চারটি দল সেমিফাইনাল খেলবে।
×