ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইনজুরি প্রসঙ্গে বললেন রোনাল্ডো, সি আর সেভেনকে নিয়ে অনুশোচনা জিদানের

‘সব ভাল, সমর্থনের জন্য ধন্যবাদ’

প্রকাশিত: ০৬:৩৭, ২২ এপ্রিল ২০১৬

‘সব ভাল, সমর্থনের জন্য ধন্যবাদ’

স্পোর্টস রিপোর্টার ॥ মৌসুমের গুরুত্বপূর্ণ সময়। এ সময়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সাপোর্ট পুরোটাই দরকার রিয়াল মাদ্রিদের। পর্তুগীজ সুপারস্টারের সৌজন্যেই লা লিগা ও চ্যাম্পিয়ন্স লীগে শিরোপার স্বপ্ন বুনছে গ্যালাক্টিকোরা। কিন্তু বুধবার লা লিগার ম্যাচে ভিয়ারিয়ালের বিরুদ্ধে রোনাল্ডোর ইনজুরি সংবাদে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। কিন্তু বৃহস্পতিবার সি আর সেভেন নিজেই জানিয়েছেন, চিন্তার কিছু নেই, সব ঠিক আছে। ভিয়ারিয়ালের বিরুদ্ধে ৩-০ গোলে জেতা ম্যাচের দ্বিতীয়ার্ধে যোগ করা সময়ে ঊরুর পেছন দিক চেপে ধরে মাঠ ছাড়েন পর্তুগাল অধিনায়ক। তিনজন খেলোয়াড়ই বদলি করে ফেলায় শেষ সময়টুকু ১০ জন নিয়ে খেলতে হয় রিয়ালকে। ম্যাচ শেষে রিয়াল কোচ জিনেদিন জিদান চোট গুরুতর নয় বলে জানালেও অনেকেই মনে করেন, হয়ত আগামী মঙ্গলবার ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালের প্রথম লেগে খেলতে পারবেন না সি আর সেভেন। তবে রোনাল্ডো সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে ভক্তদের সুখবর দিয়েছেন। সেখানে তিনি লেখেনÑ ‘সব ভাল। আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ।’ এবার মৌসুমজুড়েই দুর্দান্ত খেলছেন রোনাল্ডো। লা লিগা ও চ্যাম্পিয়ন্স লীগের সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে আছে তার নাম। পর্তুগীজ এই তারকার দুর্দান্ত নৈপুণ্যে ভর করেই দুই প্রতিযোগিতার শিরোপা জয়ের স্বপ্ন দেখছে রিয়াল মাদ্রিদ। কিন্তু মৌসুমের শেষ পর্যায়ে এসে ইনজুরির কবলে পড়েছেন কি-না, তা নিয়ে শঙ্কা জাগে। ভিয়ারিয়ালের বিরুদ্ধে ম্যাচ শেষ হওয়ার কয়েক মিনিট আগে মাঠ ছাড়েন ব্যথা নিয়ে। তবে রোনাল্ডোর এ ইনজুরি গুরুতর কিছু নয় বলেই মনে করেন রিয়ালের কোচ জিনেদিন জিদান। ম্যাচ শেষে তিনি বলেন, এ মুহূর্তে আমি কিছু বলতে পারছি না। আমার বিশ্বাস, এটা গুরুতর কিছু নয়। আমরা দেখব আসলেই তার কী অবস্থা। রোনাল্ডোকে মাঠ ছাড়তে দেখে কিছুটা দুশ্চিন্তাতেই পড়েছিলাম। কিন্তু এখন আমি অনেকটাই নির্ভার। লা লিগা ও চ্যাম্পিয়ন্স লীগ মিলিয়ে রিয়ালের সব ম্যাচেই মাঠে নেমেছেন রোনাল্ডো। চ্যাম্পিয়ন্স লীগের একটি ম্যাচ বাদে সবটিতেই তিনি খেলেছেন পুরো ৯০ মিনিট। এভাবে একটানা না খেলে মাঝে-মধ্যে যে বিশ্রাম নেয়া উচিত, সেটা স্বীকারও করে নিয়েছেন রিয়ালের কোচ জিদান। কিন্তু সি আর সেভেন সব সময়ই খেলে যেতে চান। ফলে কোচ হিসেবে জিদানের কাজটাও খুব সহজ হচ্ছে না। ফ্রান্সের কিংবদন্তি এই ফুটবলার বলেন, মাঝে-মধ্যে তার বিশ্রামও নেয়া উচিত। কিছু সময় বদলি হিসেবে মাঠ ছাড়া বা একটা ম্যাচে না খেলাটাও জরুরী। এতে সে কিছুটা বিশ্রাম নিতে পারে। কিন্তু রোনাল্ডো সব ম্যাচেই খেলতে চায় আর নিজের সর্বোচ্চটা দিতে চায়। ফলে কিছু সময় আমার কাজটাও বেশ কঠিন হয়ে ওঠে।
×