ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

লিভারপুল-ইউনাইটেডের জয়

প্রকাশিত: ০৬:৩৬, ২২ এপ্রিল ২০১৬

লিভারপুল-ইউনাইটেডের জয়

স্পোর্টস রিপোর্টার ॥ সুসময়ে লিভারপুল। গত সপ্তাহেই উয়েফা ইউরোপা লীগের সেমিফাইনালের টিকেট নিশ্চিত করে তারা। পারফর্মেন্সের ধারাবাহিকতা প্রিমিয়ার লীগেও ধরে রেখেছে অলরেডরা। প্রকৃতপক্ষে জার্গেন ক্লপের অধীনে এই লিভারপুল যেন বদলে যাওয়া লিভারপুল। বুধবার প্রিমিয়ার লীগে বড় জয় পেয়েছে তার দল। জার্গেন ক্লপের শিষ্যরা এদিন ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে নগরপ্রতিদ্বন্দ্বী এভারটনকে। তবে এভারটনের ফুটবলার রামিরো ফুনেস মোরিস লাল কার্ড দেখলে এদিন ১০ জনের দলে পরিণত হয় এভারটন। যে কারণে প্রতিপক্ষের বিপক্ষে বড় জয় পেতে খুব বেশি সমস্যা হয়নি অলরেডদের। এদিন সহজ জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডও। গত কয়েক মৌসুম ধরে শিরোপা-খরায় ভোগতে থাকা ম্যানইউ ২-০ গোলে হারিয়েছে ক্রিস্টাল প্যালেসকে। নিজেদের ঘরের মাঠ এ্যানফিল্ডে এদিন এভারটনকে আতিথেয়তা দেয় লিভারপুল। তবে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলে স্বাগতিকরা। তার ফল পেতেও খুব বেশি সময় লাগেনি অলরেডদের। ম্যাচের প্রথমার্ধের শেষদিকে ডিভোক ওরিগি ও মামাদু সাকোর গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। বিরতির পর ওরিগিকে অবৈধভাবে ফাউল করেন প্রতিপক্ষের মোরিস। ফলে তাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। ১০ জনের দলে পরিণত হয় সফরকারীরা। সফরকারী এভারটনকে আরও চেপে ধরে জার্গেন ক্লপের শিষ্যরা। এ সময় আরও দুটি গোল হজম করে এভারটন। মাত্র ১৫ মিনিটের ব্যবধানেই গোল দুটি করেন ড্যানিয়েল স্টুরিজ ও ফিলিপ কোটিনহো। ম্যাচের বাকি সময় আর কোন গোল না হওয়ায় শেষ পর্যন্ত ৪-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে লিভারপুল। আর এ জয়ের ফলে ৩৩ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের সাত নাম্বারে অবস্থান করছে অলরেডরা। ম্যাচ শেষে জয় ছাপিয়ে ওরিগির চোট নিয়েই বেশি চিন্তিত লিভারপুল। তবে স্বস্তির খবর হলো বেলজিয়ান স্ট্রাইকারের পা ভাঙ্গেনি। ক্লপ নিজেই হাসপাতালে গিয়ে হাস্যোজ্জ্বল দেখেছেন তার শিষ্যকে। এ বিষয়ে তিনি বলেন, ‘তার পা ভাঙ্গেনি। মেডিক্যাল রুমে আমি নিজেই গিয়েছিলাম এবং সেখানে তাকে হাস্যোজ্জ্বল দেখেছি। তবে এখন দেখার অপেক্ষা তার লিগামেন্ট কী ধরনের বার্তা আমাদের দেয়। তবে তার এ আঘাতটা আমাদের জন্য খুবই দুঃখজনক ঘটনা।’ এদিকে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ২-০ গোলে জিতে এখন পর্যন্ত শেষ চারে থেকে মৌসুম শেষ করার আশা বাঁচল ম্যানচেস্টার ইউনাইটেডের। দলের হয়ে একটি গোল করেন মাত্তেও ডারমিয়ান। তবে ড্যামিয়েন ডেলানির আত্মঘাতী গোলে আগেই এগিয়ে গিয়েছিল লুইস ভ্যান গালের শিষ্যরা। নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে এদিন ক্রিস্টাল প্যালেসকে আতিথেয়তা জানায় ম্যানইউ। আর ম্যাচের শুরু থেকেই কিছুটা আক্রমণাত্মক খেলে প্রতিপক্ষকে চাপে রাখে স্বাগতিকরা। ফলে মাত্র চার মিনিটেই ডেলানির গোলে লিড পায় ম্যানইউ। তবে বিরতির আগে আর কোন গোল পায়নি রেডডেভিলরা। বিরতির পর অবশ্য লিড বাড়াতে বেশি সময় নেয়নি ম্যানইউ। ম্যাচের বয়স যখন ৫৫ মিনিট তখনই ডারমিয়ানের গোলে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। আর শেষ পর্যন্ত ২-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে তারা। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে শিষ্যদের পারফর্মেন্সে সন্তুষ্ট ভ্যান গাল। তবে তার মতে গোলের ব্যবধানটা আরও বেশি হতে পারত। এ বিষয়ে ম্যাচ শেষে ডাচ্ কোচ বলেন, ‘পারফর্মেন্সে আমি খুবই সন্তুষ্ট। কিন্তু আমাদের আরও গোল করা উচিত ছিল। যাই হোক আমি তিন পয়েন্ট চেয়েছিলাম। আমাদের জন্য এটাই এখন খুব গুরুত্বপূর্ণ। আমাদের তিন পয়েন্টের প্রয়োজনÑ যে কথাটা ম্যাচের আগে সব খেলোয়াড়কেই জানিয়ে দিয়েছিলাম।’ ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে সহজ জয়ের ফলে ৩৪ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লীগের টেবিলে পাঁচেই রইল ম্যানইউ। আর এক ম্যাচ কম খেলা আর্সেনালের পয়েন্ট ৬০। অবস্থান চার নাম্বারে। অন্যদিকে ৩৪ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে লিচেস্টার সিটি। সমানসংখ্যক ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে ম্যানচেস্টার সিটি।
×