ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বার্সিলোনার দুই হালিতে সুয়ারেজের চার

প্রকাশিত: ০৬:৩২, ২২ এপ্রিল ২০১৬

বার্সিলোনার দুই হালিতে সুয়ারেজের চার

স্পোর্টস রিপোর্টার ॥ কী দুর্দান্তভাবেই না ফিরে এলো বার্সিলোনা। হ্যাটট্রিক হারে রীতিমতো বিধ্বস্ত ছিল দলটি। টানা চার ম্যাচে জয়হীন থেকে স্প্যানিশ লা লিগার শিরোপা হাতছাড়া হওয়ার উপক্রম হয়েছিল। কিন্তু বুধবার রাতে রাজকীয় ঢঙে স্বরূপে ফিরেছে কাতালানরা। লা লিগার এ্যাওয়ে ম্যাচে স্বাগতিক ডিপোর্টিভো লা করুনাকে ৮-০ গোলে উড়িয়ে দিয়ে জয় খরা কাটিয়েছে আসরের বর্তমান চ্যাম্পিয়ন বার্সিলোনা। অপ্রতিরোধ্য এই জয়ে অনন্য কীর্তি গড়েন লুইস সুয়ারেজ। উরুগুইয়ান স্ট্রাইকার বার্সার দুই হালি গোলের মধ্যে একাই করেছেন হ্যাটট্রিকসহ এক হালি গোল। শুধু তাই নয়, বাকি চার গোলের মধ্যে তিনটিতে অবদানও রাখেন। অর্থাৎ দলের আট গোলের সাতটিতেই অবদান রেখেছেন সুয়ারেজ, যা লা লিগার ইতিহাসে আগে কখনই ঘটেনি। নিজে চার গোল করার পাশাপাশি ‘এমএসএন’ ত্রয়ীর বাকি দুই সদস্য লিওনেল মেসি ও নেইমারকে দিয়েও গোল করিয়েছেন। আরেকটি করিয়েছেন ইভান রাকিটিচকে দিয়ে। শুধু মার্ক বাট্টা গোলটি করেছেন একক দক্ষতায়। দুর্দান্ত পারর্ফম করে নতুন দুটি রেকর্ড গড়েছেন লিভারপুলের সাবেক তারকা। সুয়ারেজের এই সাত গোলের সংযুক্তি যোগ হয়েছে রেকর্ডের পাতায়। লা লিগার ইতিহাসে এমন কীর্তি আগে কেউ কখনও করে দেখাতে পারেননি। এছাড়া চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সার হয়ে ৪৯ গোল করেছেন সুয়ারেজ। ফলে এক মৌসুমে ৪৭ গোল করা দলটির ব্রাজিলিয়ান সাবেক কিংবদন্তি রোনাল্ডোকে পেছনে ফেলেছেন তিনি। বড় রোনাল্ডো ১৯৯৬-৯৭ মৌসুমে এ কীর্তি গড়েন। আর সুয়ারেজ মৌসুমে এখনও অনেক ম্যাচ বাকি থাকতেই রেকর্ডটি টপকে গেছেন। তবে সুয়ারেজ এখনও এক মৌসুমে সর্বোচ্চ গোল করা আর্জেন্টাইন অধিনায়ক মেসি থেকে বেশ দূরে আছেন। ২০১১-১২ মৌসুমে মেসি বার্সার হয়ে ৭৩টি গোল করেছিলেন, যা কাতালান ক্লাবটির ইতিহাসে এখন পর্যন্ত এক মৌসুমে সর্বোচ্চ গোল করার রেকর্ড। বার্সার স্বরূপে ফিরে আসার রাতে নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে দুই নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও এ্যাটলটিকো মাদ্রিদ। নিজেদের মাঠে রিয়াল ৩-০ গোলে হারায় ভিয়ারিয়ালকে। গ্যালাক্টিকোদের হয়ে করিম বেনজেমা, লুকাস ভারকুয়েজ ও লুকা মডরিচ। আর এ্যাথলেটিক বিলবাওকে ১-০ গোলে হারানোর ম্যাচে এ্যাটলেটিকোর হয়ে জয়সূচক গোলটি করেন দারুণ ফর্মে থাকা ফার্নান্ডো টোরেস। বর্তমানে ৩৪টি করে ম্যাচ শেষে বার্সিলোনা ও এ্যাটলেটিকো দু’দলেরই পয়েন্ট সমান ৭৯ করে। তবে গোল গড়ে এগিয়ে থেকে শীর্ষে বার্সা। ৭৮ পয়েন্ট নিয়ে তিনে রিয়াল। লীগে তিন পরাশক্তিরই আর চারটি করে ম্যাচ বাকি আছে। ডিপোর্টিভোর মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকেন অতিথি বার্সার ফুটবলাররা। ১১ ও ২৪ মিনিটে দুটি গোল করে শুরুটা দারুণ করেন সুয়ারেজ। এই দুই গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে লুইস এনরিকের দল। বিরতির পর গোলনেশায় মেতে উঠে কাতালান তারকারা। ৪৭ মিনিটে সুয়ারেজের পাস থেকে বল পেয়ে দলের পক্ষে তৃতীয় গোলটি করেন রাকিটিচ। ৫৩ ও ৬৪ মিনিটে সুয়ারেজ নিজেই করেন আরও দুই গোল। এরপর দলের গোল উৎসবে যোগ দেন মেসি, নেইমার ও মার্ক বাট্টা। মেসি ম্যাচের ষষ্ঠ গোলটি করেন ৭৩ মিনিটে। ৭৯ মিনিটে আরেকটি গোল করেন বাট্টা। ৮১ মিনিটে স্বাগতিকদের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন নেইমার। এ গোলটির নেপথ্য কারিগরও সুয়ারেজ। লা লিগায় এবারের মৌসুমে সুয়ারেজ করেছেন ৩০ গোল। সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌড়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে পাল্লা দিয়েই লড়ছেন উরুগুয়ের স্ট্রাইকার। ৩১ গোল নিয়ে শীর্ষে আছেন রিয়াল মাদ্রিদ তারকা। ম্যাচ শেষে সুয়ারেজ বলেন, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, গোলগুলো আমাদের ৩ পয়েন্ট পেতে সাহায্য করেছে। গোলগুলো কঠিন মুহূর্তে দলকে সাহায্য করেছে। এটাই বিবেচ্য। আমাদের জিততে হতো এবং যেভাবে আমরা খেলেছি, সেভাবে খেলেই জিততে হতো। তিনি আরও বলেন, অনেকে বলেছিল লা লিগা শেষ হয়ে গেছে। এটা এখনও আমাদের ওপর নির্ভর করছে এবং পরিশ্রমের ফল পাব। বার্সা কোচ লুইস এনরিকে বলেন, আমরা দারুণ একটি ম্যাচ খেলেছি এবং খুব কার্যকরী ছিলাম। অসংখ্য সুযোগ সৃষ্টি করেছি। আমাদের জন্য এটা অসাধারণ এক ফল। আমরা কোন গোল হজম করিনি এবং প্রতিপক্ষের মাঠে জিতেছি। তিনি আরও বলেন, আমাদের সামনে অসাধারণ এক চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ লীগ শিরোপা ধরে রাখার। কিন্তু এখনও চার ম্যাচ বাকি আছে এবং আমি নিশ্চিত এটা সহজ হবে না।
×