ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পুঁজিবাজারে সূচকের পতন

প্রকাশিত: ০৬:০৯, ২২ এপ্রিল ২০১৬

পুঁজিবাজারে সূচকের পতন

অর্থনৈতিক রিপোর্টার ॥ একদিনের সূচকের সামান্য উর্ধগতির পরদিনই সূচকের নিম্নমুখী প্রবণতায় ফিরেছে পুঁজিবাজার। ফলে দেশের দুই স্টক এক্সচেঞ্জে বৃহস্পতিবার মূল্যসূচকের পতন দিয়েই সপ্তাহ শেষ হয়েছে। এদিন দুই বাজারে লেনদেনের পরিমাণও কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রায় চার শতাংশ লেনদেন কমেছে। দিনটিতে জাঙ্ক বা ছোট মূলধনী বেশকিছু কোম্পানির বিক্রেতাশূন্য অবস্থায় বা সর্বোচ্চ দরে লেনদেন হয়েছে। উল্লেখ্য, সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার মূল্যসূচকের পতনে লেনদেন শুরু হয়েছিল পুঁজিবাজারে। গত পাঁচ কার্যদিবসে টানা পতনে ডিএসই প্রধান সূচক ৪ হাজার ৩৯৩ পয়েন্ট থেকে ৪ হাজার ৩৪০ পয়েন্টে নেমে এসেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে ৪১৬ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ১৭ কোটি ১১ লাখ টাকা কম। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ৪৩৪ কোটি ২ লাখ টাকা। সকালে ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পরে ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক ১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৩৪০ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৬২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৫৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৬৬৬ পয়েন্টে। ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩১৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৪টি কোম্পানির, দর কমেছে ১৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানির। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : মবিল যমুনা বিডি, ইউনাইটেড পাওয়ার, বিএসআরএম স্টিল, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, যমুনা অয়েল, ডরিন পাওয়ার, এসিআই, বেক্সিমকো ফার্মা, স্কয়ার ফার্মা ও লঙ্কা ফাইন্যান্স। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : ইস্টার্ন ক্যাবলস, আরামিট, কোহিনূর, দেশ গার্মেন্টস, মুন্নু স্টাফলারস, জেমিনি সী ফুড, লিব্রা ইনফিউশন, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ইস্টার্ন লুব্রিক্যান্টস ও স্টাইল ক্রাফট। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : স্ট্যান্ডার্ড ব্যাংক, বেক্সিমকো সিনথেটিকস, ঢাকা ব্যাংক, জাহিন স্পিনিং, শাইন পুকুর সিরামিক, ড্রাগন সোয়েটার, ঢাকা ডাইং, লঙ্কা বাংলা ফাইন্যান্স, বেলিজিং ও বিডি ফাইন্যান্স। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ৩৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৩৭৭ পয়েন্টে। সিএসইতে লেনদেন হয়েছে ২৩৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৬৯টির, কমেছে ১৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি, ডরিন পাওয়ার, ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন, মবিল যমুনা বিডি, গ্রামীণফোন, বিএসআরএম স্টিল, বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো, কেয়া কসমেটিকস ও যমুনা অয়েল।
×