ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে ব্যাংকের ভেতরে টাকা ছিনতাই, গ্রেফতার ১

প্রকাশিত: ০৫:৫৭, ২২ এপ্রিল ২০১৬

রাজশাহীতে ব্যাংকের ভেতরে টাকা ছিনতাই, গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীতে ব্যাংকের ভেতরে গ্রাহকের এক লাখ টাকা ছিনতাই করে পালানোর সময় লোকমান হোসেন (২৮) নামের এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে নগরীর সাহেববাজার সাউথ ইস্ট ব্যাংকে এ ঘটনা ঘটে। রাজশাহীর বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদাত হোসেন জানান, মহানগরীর বালিয়াপুকুর এলাকার ঠিকাদার রফিকুল আলম বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে সাউথ ইস্ট ব্যাংকে যান। এ সময় তার কাছে থাকা এক লাখ টাকা ছিনিয়ে পালিয়ে যায় লোকমান। পালিয়ে যাওয়ার সময় টাকাগুলো তার এক সহযোগীর কাছে দেয়। কিন্তু দৌড়ে পালানোর সময় সাহেববাজার স্যান্ডেলপট্টিতে টহল পুলিশের হাতে আটক হয় সে। এ সময় তাকে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তার দেয়া তথ্যানুযায়ী এক লাখ টাকা উদ্ধার করা হয়। মহানগরীর বোয়ালিয়া জোনের সহকারী পুলিশ কমিশনার গোলাম সাকলাইন বলেন, বিকেল সাড়ে চারটার দিকে টাকার মালিক ঠিকাদার রফিকুল আলমের কাছে ওই টাকা হস্তান্তর করা হয়েছে। এছাড়া আটক লোকামানকে ছিনতাই মামলায় আদালতে পাঠানো হয়েছে।
×