ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দেশের মানুষ নিরাপত্তাহীনতায় ॥ এরশাদ

প্রকাশিত: ০৫:৫৫, ২২ এপ্রিল ২০১৬

দেশের মানুষ নিরাপত্তাহীনতায় ॥ এরশাদ

নিজস্ব সংবাদদাতা, বরগুনা, ২১ এপ্রিল ॥ দেশের মানুষ চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে নিরাপত্তাহীনতায় রয়েছে। এ পরিস্থিতির পরিবর্তন চায় মানুষ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রীর বিশেষ দূত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। বরগুনা জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে বৃহস্পতিবার টাউন হল ময়দানে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য এরশাদ বলেন, আজ দেশের মানুষের নিরাপত্তা নেই। জনগণ এই সরকারকে চায় না। আওয়ামী লীগ ও বিএনপিকে জনগণ এখন আর চায় না। জেলা জাতীয় পার্টির সভাপতি জাফরুল হাসান ফরহাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, কেন্দ্রীয় শিক্ষাবিষয়ক সম্পাদক শাহজাহান মুনসুর প্রমুখ। এরশাদ আরও বলেন, রাষ্ট্রধর্ম ইসলাম করেছিলাম মুসলমানরা ঐক্যবদ্ধ হবে চরমোনাই পীর সাহেবকে উদ্দেশ করে এরশাদ বলেন, আপনি দাওয়াত দিন আমরা ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করব। সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ আরও বলেন, প্রতিহিংসার রাজনীতি আজ দেশকে পিছিয়ে দিয়েছে। অবরোধ করে, হরতাল করে, মানুষ হত্যা করে, গাড়িতে মানুষ পুড়িয়ে মারার এমন রাজনীতি আমরা বিশ্বাস করি না উল্লেখ করে বলেন, আমাকে আর একবার সুযোগ দিন। ইসলামের জন্য মুসলমানের জন্য কাজ করতে চাই। ইউনিয়ন পরিষদ নির্বাচনের কথা উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ বলেন, আমার ভোট আমি দেব তোমারটাও আমি দেব। এরশাদ বলেন, মানুষের দুঃখ-দুর্দশা দেখার কেউ নেই। তারা ক্ষমতাকে ভালবাসে মানুষকে ভালবাসে না। পরে তিনি, দ্বি-বার্ষিক সম্মেলনে বরগুনায় সভাপতি হিসেবে জাফরুল হাসান ফরহাদ ও সাধারণ সম্পাদক পদে এ্যাডভোকেট লতিফ ফরাজির নাম ঘোষণা করেন।
×