ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ক্যান্সারে আক্রান্ত সৈয়দ হকের চিকিৎসা মঙ্গলবার শুরু

প্রকাশিত: ০৫:৪৫, ২২ এপ্রিল ২০১৬

ক্যান্সারে আক্রান্ত সৈয়দ হকের চিকিৎসা মঙ্গলবার শুরু

স্টাফ রিপোর্টার ॥ ফুসফুসের জটিলতা থেকে অবশেষে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। মঙ্গলবার লন্ডনে পরীক্ষার পর তাঁর শরীরে ফুসফুসে ক্যান্সার ধরা পড়েছে। আগামী মঙ্গলবার থেকে লন্ডনের রয়্যাল মার্সডেন হাসপাতালে কবির ক্যান্সারের চিকিৎসা শুরু হবে বলে জানিয়েছেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি ও ঢাবি অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ। গত ১৫ এপ্রিল চিকিৎসার জন্য সহধর্মিণী কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হককে নিয়ে সৈয়দ শামসুল হক লন্ডনে যান। সেখানে মেয়ের বাসায় অবস্থান করছেন। মুহাম্মদ সামাদ বৃহস্পতিবার জনকণ্ঠকে বলেন, বুধবার রাতে সৈয়দ হকের সঙ্গে তার কথা হয়েছে। এ সময় তিনি আমাকে ফুসফুসের ক্যান্সারের বিষয়টি নিশ্চিত করেছেন। ইতোমধ্যেই তার সকল পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে। আগামী মঙ্গলবার থেকে তার ক্যান্সারের পূর্ণাঙ্গ চিকিৎসা শুরু হবে। সব্যসাচী কবি আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন। সৈয়দ শামসুল হকের চিকিৎসা প্রসঙ্গে মুহাম্মদ সামাদ বলেন, রয়্যাল মার্সডেন হাসপাতাল ইউরোপে ক্যান্সার চিকিৎসার জন্য খুবই প্রসিদ্ধ। আর ফুসফুসের ক্যান্সারের চিকিৎসা খুবই ব্যয়বহুল। এ কারণেই সৈয়দ হকের চিকিৎসার ক্ষেত্রে আমাদের ভরসার স্থান বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এর আগেও কবি শামসুর রাহমান, শিল্পী হাশেম খান, সাবিনা ইয়াসমিনসহ কবি-সাহিত্যিক-শিল্পীদের ব্যয়বহুল চিকিৎসায় সহযোগিতা করেছেন। সৈয়দ শামসুল হক একদিকে যেমন বড় কবি-লেখক ও নাট্যকার অন্যদিকে তেমনি স্বৈরাচার ও মৌলবাদবিরোধী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে সোচ্চার ভূমিকা রেখেছেন। ক্রান্তিলগ্নে পালন করেছেন জাতীয় কবিতা পরিষদের সভাপতির দায়িত্ব। তাই তার প্রতি প্রধানমন্ত্রী সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলে আশা করছি। তিনি নিশ্চয়ই সৈয়দ শামসুল হকের চিকিৎসার খোঁজ রাখছেন। সে কারণে প্রয়োজনে সাধ্যমতো সহযোগিতা করবেনÑ এটা আমরা বিশ্বাস করি। এর আগে ১৯ এপ্রিল সৈয়দ শামসুল হক যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসক দেখিয়েছেন। যুক্তরাজ্যের নাগরিক হওয়ায় তিনি সেখানকার জাতীয় স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষের (এনএইচএস) নিয়মিত চিকিৎসকের (জিপি) কাছে যান। প্রাথমিকভাবে সেখানে তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়। এরপর তাকে জরুরী ভিত্তিতে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দেয়া হয়। বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে আগামী মঙ্গলবার থেকে তার চিকিৎসা শুরু হবে। সৈয়দ শামসুল হক ১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। কবিতা, উপন্যাস, নাটক, ছোটগল্প তথা সাহিত্যের সকল শাখায় সাবলীল পদচারণার জন্য তাকে ‘সব্যসাচী লেখক’ বলা হয়। উনি মাত্র ২৯ বছর বয়সে ১৯৬৬ সালে সর্বকনিষ্ঠ সাহিত্যিক হিসেবে বাংলা একাডেমি পুরস্কার পান। ১৯৮৪ সালে তিনি একুশে পদক লাভ করেন। এছাড়াও তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বিভিন্ন জাতীয়-আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হন।
×