ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শনিবার থেকে দেয়া হবে নতুন পোলিও ভ্যাকসিন

প্রকাশিত: ২৩:৩৫, ২১ এপ্রিল ২০১৬

শনিবার থেকে দেয়া হবে নতুন পোলিও ভ্যাকসিন

স্টাফ রিপোর্টার ॥ শিশুদের জন্য দেয়া হবে আরেকটি নতুন পোলিও ভ্যাকসিন। শনিবার থেকে এই নতুন ভ্যাকসিন দেয়া শুরু হবে। নতুন এ ভ্যাকসিন আগের ট্রাইভ্যালেন্ট ওরাল পোলিও ভ্যাকসিনের বদলে দেয়া হবে। এটি টাইপ-১ ও টাইপ-৩ পোলিও নির্মূলে কাজ করবে। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) কর্মকর্তারা এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইপিআইর গ্রোগ্রাম ডিরেক্টর পরিচালক হাবিব আবদুল্লা সোহেল, ইউনিসেফের টিকা (ইমিউনাইজেশন) বিশেষজ্ঞ জুসি মেরিনা অধিকারী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তা তানভিরুল ইসলাম। সংবাদ সম্মেলনে ইপিআইর গ্রোগ্রাম ডিরেক্টর পরিচালক হাবিব আবদুল্লা সোহেল জানান, সারাবিশ্ব থেকে টাইপ-২ পোলিও নির্মূলের পর বাইভ্যালেন্ট ওরাল পোলিও ভ্যাকসিন নামে নতুন এ ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। দ্য পোলিও ইরাডিকেশন অ্যান্ড গেম স্ট্র্যাটেজিক প্লান ২০১৩-২০১৮’ কর্ম পরিকল্পনায় ওপিভি ব্যবহারকারী দেশগুলোকে এ বছরের এপ্রিল থেকে নতুন এই টিকা দিতে বলা হয়েছে বলে জানান তিনি। বাংলাদেশে আগামী ২৩ এপ্রিল নতুন টিকার যাত্রা শুরু হবে।
×