ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রায়পুরে জমজমাট প্রচারণায় প্রতিশ্রুতির ফুলঝুঁড়ি

প্রকাশিত: ২৩:১১, ২১ এপ্রিল ২০১৬

রায়পুরে জমজমাট প্রচারণায় প্রতিশ্রুতির ফুলঝুঁড়ি

সংবাদদদাতা, রায়পুর, লক্ষ্মীপুর ॥ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৩টি ইউনিয়নে ২৩ এপ্রিল ইউপি নির্বাচনে প্রার্থীদের জমজমাট প্রচার-প্রচারণায় সরগরম হয়ে উঠেছে নির্বাচনী এলাকা। প্রামের পাড়ার ছোট ছোট দোকান শুরু করে আনাচে-কানাচে সর্বত্র নির্বাচনী আমেজ বইছে। প্রতীক নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা। প্রতিশ্রুতির নানা ফুলঝুঁড়ি নিয়ে তারা হাজির হচ্ছেন ভোটারদের দুয়ারে দুয়ারে। বৃহস্পতিবার দুপুরে নির্বাচনী এলাকায় ঘুরে দেখা গেছে, পোষ্টারে ছেয়ে গেছে রায়পুর উপজেলার তিনটি ইউনিয়ন। প্রতিদিন সকাল থেকে বিভিন্ন এলাকায় দলীয় মনোনীত প্রার্থীদের সমর্থনে নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় গণসংযোগ করছে। হাতে আর মাত্র ক’টা দিন। এইতো আসছে ২৩ এপ্রিল রায়পুর উপজেলায় তৃতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। ইতিমধ্যেই প্রতীক বরাদ্দ পেয়েছেন প্রার্থীরা। আর তাই এই নির্বাচনকে ঘিরে এখন জমজমাট প্রচার-প্রচারণা। প্রচারণায় প্রার্থীদের মুখে মুখে শুধু উন্নয়নের বোল। তবে প্রতিশ্রুতি যে যাই দিন না কেন, চেয়ারম্যান পদে এবারের নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হওয়ায় এ উপজেলায় এর প্রভাব দলীভাবেই পড়বে বলে মনে করছেন স্থানীয় ভোটারেরা। উপজেলা নির্বাচন কর্মকর্তা নাসির উদ্দিন পাটওয়ারী বলেন, প্রতীক বরাদ্দের পরই প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। তারা যেন কোনোভাবেই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করতে না পারেন সেদিকে সজাগ দৃষ্টি রাখা হচ্ছে। আচরণবিধি লঙ্ঘন করায় ইতিমধ্যেই কয়েকটি স্থানে অভিযান চালানো হয়েছে। শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন অনুষ্ঠভনে আমরা সম্পূর্ণ প্রস্তুত।
×