ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

দিল্লির মসজিদে সালমানের ‘সুলতান’

প্রকাশিত: ২০:১১, ২১ এপ্রিল ২০১৬

দিল্লির মসজিদে সালমানের ‘সুলতান’

অনলাইন ডেস্ক॥ সুলতান’ ছবিতে সালমান খানকে দেখা যাবে হরিয়ানার কুস্তিগির সুলতান আলি খানের চরিত্রে। কেবল কুস্তির ময়দানে তো আর নয়, এই ছবির প্রেক্ষাপটে ফুটে উঠবে বিভিন্ন বিখ্যাত স্থান। বক্স-অফিস ক্যাপসুলের খবরে জানা গেল, দিল্লির ৩৬০ বছরের পুরোনো জামে মসজিদকেও বিশেষ গুরুত্বের সঙ্গে দেখানো হবে এই ছবিতে। এ তথ্য জানিয়েছেন ছবির পরিচালক আলি আব্বাস জাফর। নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন তিনি। এর মধ্যে বিশেষভাবে গুরুত্ব পেয়েছে এই প্রাচীন মসজিদটি। তিন সপ্তাহ ধরে এখানে চলছে শুটিং। দিল্লির এই ঐতিহ্যবাহী মসজিদে ধারণ করা হবে ছবির কিছু গুরুত্বপূর্ণ অংশ। সে কারণেই টিম ‘সুলতান’ এখন দিল্লি অভিমুখী। অবশ্য এখানে সালমান খান বা আনুশকা শর্মার উপস্থিতি থাকবে কি না, তা এখনো জানা যায়নি। দিল্লির পর পুরো শুটিং ইউনিট চলে যাবে উত্তরপ্রদেশের পশ্চিমাঞ্চলে। ছবিটির মুখ্য অংশের শুটিং চলছে মুজাফফরনগরের মরনা নামের একটি অঞ্চলে। যশরাজ ফিল্মসের ব্যানারে নির্মিতব্য এ ছবিতে অভিনয় করছেন সালমান খান, আনুশকা শর্মা, রণদীপ হুড়া। চলতি বছরের ঈদে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
×