ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুক্ত গণমাধ্যম সূচকে এগিয়েছে বাংলাদেশ

প্রকাশিত: ০৯:২৫, ২১ এপ্রিল ২০১৬

মুক্ত গণমাধ্যম সূচকে এগিয়েছে বাংলাদেশ

বিডিনিউজ ॥ আগের দুই বছরের তুলনায় বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ। সারাবিশ্বের গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা প্যারিসভিত্তিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের করা এই বার্ষিক সূচকে বাংলাদেশের অবস্থান এবার ১৮০ দেশের মধ্যে ১৪৪তম। আগের দুই বছর এ সূচকে বাংলাদেশ ছিল ১৪৬তম। মুক্ত সাংবাদিকতার পরিবেশের দিক দিয়ে সূচকের শীর্ষ দশ দেশ হলো- ফিনল্যান্ড, নেদারল্যান্ডস, নরওয়ে, ডেনমার্ক, নিউজিল্যান্ড, কোস্টারিকা, সুইজারল্যান্ড, সুইডেন, আয়ারল্যান্ড ও জ্যামাইকা। আর সবচেয়ে তলানিতে রয়েছে ইরিত্রিয়া। উত্তর কোরিয়া ও চীন রয়েছে তালিকার শেষ দিকে।
×