ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ড্র করে সেমির স্বপ্ন বাঁচিয়ে রাখল আবাহনী

প্রকাশিত: ০৬:৪৩, ২১ এপ্রিল ২০১৬

ড্র করে সেমির স্বপ্ন বাঁচিয়ে রাখল আবাহনী

স্পোর্টস রিপোর্টার ॥ জিতলে নিশ্চিত হতো সেমিফাইনালে খেলা। কিন্তু ড্র করে পয়েন্ট নষ্ট করে সেটা ঝুলে রইল। তবে শেষ চারে উন্নীত হওয়ার সুযোগ এখনও আছে। ‘কেএফসি স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট’-এ ‘জায়ান্ট কিলার’ খ্যাত রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির কাছে পয়েন্ট খুইয়েছে আসরের অন্যতম ফেবারিট ঢাকা আবাহনী লিমিটেড। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার অনুষ্ঠিত ‘বি’ গ্রুপের একমাত্র খেলায় ‘দ্য স্কাই ব্লু ব্রিগেড’ খ্যাত আবাহনী ২-২ গোলে ড্র করে। ম্যাচে আগে গোল করে এগিয়ে গেলেও খেলার শেষদিকে আবাহনীকে কোনমতে গোল করে সমতায় ফিরে ম্যাচ ড্র করতে হয়। পয়েন্ট খোয়ালেও চার ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শেষ চারের আশা এখনও বাঁচিয়ে রেখেছে ঢাকা আবাহনী। ৫ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে টিম বিজেএমসি। সেমিফাইনালের পথে ঢাকা আবাহনীর একমাত্র বাধা এই বিজেএমসি। গোলগড়ে এগিয়ে থাকায় নিজেদের শেষ ম্যাচে শুধু ড্র করলেই শেষ চার নিশ্চিত হয়ে যাবে আবাহনীর। তবে হেরে গেলে বিদায় নিতে হবে তাদের গ্রুপ পর্ব থেকেই। ম্যাচ শুরুর ৬ মিনিটে এগিয়ে যায় আবাহনী। সেনেগালের ফরোয়ার্ড কামারা সার্বার পাসে বক্সে বল রিসিভ করে প্লেসিং করেন আবাহনীর আইরিশ মিডফিল্ডার রোহান রিকেটস (১-০)। তবে ৩১ মিনিটে ম্যাচে সমতা ফিরিয়ে আনে রহমতগঞ্জ। মিডফিল্ডার ফয়সাল আহমেদের ক্রসে বক্সের ডান প্রান্ত থেকে ঢাকা আবাহনীর জালে বল পাঠান কঙ্গোর ফরোয়ার্ড সিও জুনাপিও (১-১)। ৭১ মিনিটে ব্যবধান বাড়ায় জায়ান্ট কিলার রহমতগঞ্জ। মিডফিল্ডার ফয়সাল আহমেদের থ্রু পাসে বল পেয়ে লক্ষ্যভেদ করেন নুরুল আবসার (২-১)। আবারও ম্যাচে সমতা আসে। ৮৫ মিনিটে নাইজিরিয়ান ফরোয়ার্ড সানডে চিজোবা বল নিয়ে ঢুকে পড়েন রহমতগঞ্জের বক্সে। তার শট ফিরিয়ে দেন প্রতিপক্ষ গোলরক্ষক মাসুম। কিন্তু ফিরতি বলে রহমতগঞ্জের জালে বল পাঠান কামারা সার্বা (২-২)। প্রথমে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত আর ম্যাচে ফেরা হয়নি ঢাকা আবাহনীর। ফলে রহমতগঞ্জের কাছে পয়েন্ট খুইয়েই মাঠ ছাড়তে হয় তাদের।
×