ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সালাম মুর্শেদী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

সালাউদ্দিনের ওপর কোন চাপ নেই

প্রকাশিত: ০৬:৪৩, ২১ এপ্রিল ২০১৬

সালাউদ্দিনের ওপর কোন চাপ নেই

স্পোর্টস রিপোর্টার ॥ ‘নির্বাচন থেকে নাম প্রত্যাহার করে নেয়ার ব্যাপারে আমার ওপর মোটেও কোন চাপ নেই। বিগত দু’বারের মত এবারও নির্বাচন করছি। আমাদের প্যানেলের নির্বাচনী প্রচারণা বৃহস্পতিবার থেকেই শুরু হয়ে যাবে। নির্বাচনে আমি ও আমাদের প্যানেলের জয়ের ব্যাপারে আমি আশাবাদী।’ কথাগুলো কাজী মোঃ সালাউদ্দিনের। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি পদে নির্বাচন করা প্রসঙ্গে বুধবার বাফুফে ভবনে উপরোক্ত মন্তব্য করেন। উল্লেখ্য, দুই মেয়াদে এবং গত আট বছর ধরে এই পদে আছেন দেশীয় ফুটবলের এই জীবন্ত কিংবদন্তি। বুধবার সন্ধ্যা ছয়টায় শেষ হয় মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়। সোয়া ৬টায় প্রধান নির্বাচন কমিশনার মেজবাহউদ্দিন আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা চূড়ান্ত করেন। তিনি বলেন, ‘এখন আর কারও মনোনয়নপত্র প্রত্যাহার বা গ্রহণ করা হবে না, যদি কেউ চান তিনি নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করতে পারবেন। তবে তা নির্বাচনের আগে কংগ্রেসে ঘোষণা করতে হবে। এখন আর প্রত্যাহারের সুযোগ নেই, সবার নাম ব্যালট পেপারে অন্তর্ভুক্ত হবে, কারণ আমরা ড্র করে ব্যালট নাম্বার দেব।’ বুধবার ছিল বাফুফের নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। সিনিয়র সহ-সভাপতি পদে প্রার্থী ছিলেন চারজন। কিন্তু এদিন তিনজনই নিজেদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এরা হলেন মনজুর কাদের, লোকমান হোসেন ভুঁইয়া এবং দেওয়ান শফিউল আরেফিন টুটুল। ফলে বাফুফে নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদে আব্দুস সালাম মুর্শেদীকে অনানুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করেছে বাফুফের নির্বাচন কমিশন। আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে তাকে এ পদে বিজয়ী ঘোষণা করা হবে। ফলে আগামী ৩০ এপ্রিল এই পদে নির্বাচন অনুষ্ঠিত হবে না। এছাড়া সদস্য পদ থেকে নাম প্রত্যাহার করেছেন : আজমল আহমেদ তপন, মুস্তাফিজুর রহমান মাইনু, আব্দুল মান্নান, শেখ নিজাম উদ্দীন, একেএম মমিনুল হক সাঈদ, দেওয়ান শফিউল আরেফিন টুটুল। প্রথমদিকে কথা ছিল সিনিয়র সহ-সভাপতির পদ থেকে পদত্যাগ করলেও সদস্য পদ থেকে নির্বাচন করবেন টুটুল। কিন্তু সেই পদ থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। আগেরদিন বাঁচাও ফুটবল প্যানেলের এক সদস্যের মাধ্যমে জানা যায় সিনিয়র সহ-সভাপতি পদে শেষ পর্যন্ত নির্বাচন করবেন না শেখ জামাল ধানম-ি ক্লাবের সভাপতি মনজুর কাদের এবং ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ডিরেক্টর ইনজার্জ লোকমান হোসেন ভুঁইয়াও। তাছাড়া সহ-সভাপতি পদ থেকেও নাম প্রত্যাহার করে নেবেন লোকমান। এই পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন খুরশিদ আলম বাবুল, একেএম মমিনুল হক সাঈদ, আশরাফউদ্দিন আহমেদ চুন্নু এবং নজিব আহমেদ। জোর গুঞ্জন ছিল- শেষ পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করে নিতে পারেন নজিব আহমেদও। কারণ ক্রিকেট বোর্ডের পরিচালক তিনি। তাই বাফুফে নির্বাচনে শেষ পর্যন্ত নাও থাকতে পারেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত নাম প্রত্যাহার করেননি নজিব। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ৩০ এপ্রিলের নির্বাচনে সভাপতি পদে ৪ জন, ৪টি সহ-সভাপতি পদের জন্য ১০ জন ও ১৫টি সদস্য পদের বিপরীতে মোট ৩৩ জন নির্বাচন করবেন। বুধবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। মোট ১১ জন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
×