ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফ্রেঞ্চ কাপেও ইব্রা চমক

প্রকাশিত: ০৬:৪২, ২১ এপ্রিল ২০১৬

ফ্রেঞ্চ কাপেও ইব্রা চমক

স্পোর্টস রিপোর্টার ॥ ম্যানচেস্টার সিটির কাছে হেরে গত সপ্তাহেই ইউরোপ সেরার লড়াই উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ থেকে ছিটকে পড়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। ইতিহাসের প্রথম দল হিসেবে টানা চারবার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় লরা ব্ল্যাঙ্কের দল। তবে ফ্রেঞ্চ লীগ ওয়ান এবং ফ্রেঞ্চ কাপে অপ্রতিরোধ্য পিএসজি। জ¬াতান ইব্রাহিমোভিচের হাত ধরে ফ্রেঞ্চ কাপের ফাইনালের টিকেটও নিশ্চিত করেছে পিএসজি। সুইডিশ তারকার একমাত্র গোলেই মঙ্গলবার সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়নরা ১-০ গোলে হারিয়েছে শক্তিশালী লরিয়েন্টকে। লরিয়েন্টের মাঠে ফেভারিটের তকমা নিয়েই খেলতে নেমেছিল পিএসজি। কিন্তু প্রথমার্ধে কোন গোলের দেখা পায়নি সফরকারীরা। এর ফলে গোলশূন্য থেকেই বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধেরও অনেকটা সময় গোলশূন্য থাকে। অবশেষে ম্যাচের ৭৫ মিনিটে অপেক্ষার অবসান ঘটায় সফরকারীরা। মিডফিল্ড থেকে ফাঁকায় দাঁড়ানো ইব্রাহিমোভিচকে বল বাড়িয়ে দেন এ্যাঞ্জেল ডি মারিয়া। বল পায়ে নিয়েই প্রতিপক্ষের গোলমুখের দিকে ছোটেন ইব্রা। দারুণ দক্ষতায় ক্ষিপ্রগতিতে প্রতিপক্ষের এক রক্ষণসৈনিককে কাটিয়ে ডি-বক্সের ঠিক বাইরে থেকে ডান পায়ের শটে লরিয়েন্ট গোলরক্ষককে পরাস্ত করেন ইব্রাহিমোভিচ। প্রমাণ করলেন বয়স ৩৪ হলেও এখনও ফুরিয়ে যাননি তিনি। এরপর আর কোন গোল না হলে ১-০ গোলের জয়ে ফ্রেঞ্চ কাপের ফাইনালের টিকেট নিশ্চিত করেই বাড়ি ফিরে ইব্রা-ডি মারিয়ারা। ফ্রেঞ্চ লীগ ওয়ানে গত কয়েক মৌসুম ধরেই রাজত্ব করছে পিএসজি। আর তার পেছনের নায়ক সুইডিশ স্ট্রাইকার ইব্রাহিমোভিচই। এবারও আট ম্যাচ হাতে রেখেই লীগ ওয়ানের শিরোপা নিশ্চিত করেছে সুইডিশ তারকার দল। চলতি মৌসুমে ইতোমধ্যেই সবধরনের প্রতিযোগিতামূলক ম্যাচে ৪৩ গোল করেছেন ইব্রা। কিন্তু চলতি মৌসুম শেষেই ফরাসী ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে তার। ফ্রেঞ্চ লীগ ওয়ান ছেড়ে ইংলিশ প্রিমিয়ার লীগে যোগ দেয়ার সম্ভাবনা রয়েছে সাবেক বার্সিলোনা এবং জুভেন্টাসের এই স্ট্রাইকারের। কোন্ ক্লাবে যাচ্ছেন তা এখনও নিশ্চিত হয়নি। তবে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি প্রতিবেদনেই উঠে এসেছে যে, ম্যানচেস্টার ইউনাইটেডই হতে পারে তার পরবর্তী ঠিকানা। এর পেছনে কারণও রয়েছে। গত কয়েক মৌসুম ধরেই নিষ্প্রভ ম্যানইউ। ক্লাবটির কিংবদন্তি কোচ স্যার এ্যালেক্স ফার্গুসনের বিদায়ের পর থেকেই লীগ শিরোপা জয় তো দূরের কথা শীর্ষ তিনেই জায়গা হয়নি রেড ডেভিলদের। যে কারণে নতুন মৌসুমে লুইস ভ্যান গালের উত্তরসূরি হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন জোশে মরিনহো। আর সাবেক রিয়াল মাদ্রিদের এই অভিজ্ঞ কোচেরই পছন্দের তালিকায় সেরাদের একজন ইব্রাহিমোভিচ। পিএসজির সামনে এবার ‘ডাবল’ জয়ের হাতছানি। মঙ্গলবার পর্যন্ত ফ্রেঞ্চ কাপের ফাইনালে তাদের প্রতিপক্ষ নিশ্চিত হয়নি। শিরোপা জয়ের লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হবে সেমিফাইনাল জয়ী সোচাক্স কিংবা অলিম্পিক মার্শেই। আগামী ২১ মে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। শুধু ফ্রেঞ্চ কাপই নয় বরং তার আগে আরেকটি শিরোপার স্বাদ পেতে পারে পিএসজি। নিজেদের পরবর্তী ম্যাচেই হ্যাটট্রিক লীগ কাপের মিশনে নামবে ইব্রা-ডি মারিয়ারা। যে টুর্নামেন্টের ফাইনালে তাদের প্রতিপক্ষ লিলে। আসছে শনিবার হাইভোল্টেজ সেই ম্যাচের আগে লরিয়েন্টের বিপক্ষে জয়টা নিঃসন্দেহেই পিএসজিকে অনেকাংশে এগিয়ে রাখবে।
×