ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আরও পাঁচ বছর বাভারিয়ান শিবিরে নিউয়ের

মুলারের জোড়া গোলে ফাইনালে বেয়ার্ন

প্রকাশিত: ০৬:৪২, ২১ এপ্রিল ২০১৬

মুলারের জোড়া গোলে ফাইনালে বেয়ার্ন

স্পোর্টস রিপোর্টার ॥ সহজ জয়ে জার্মান কাপের ফাইনালে নাম লিখিয়েছে বেয়ার্ন মিউনিখ। মঙ্গলবার রাতে আসরের প্রথম সেমিফাইনালে বাভারিয়ানরা ২-০ গোলে পরাজিত করে ওয়েডার ব্রেমেনকে। মিউনিখের এ্যালিয়েঞ্জ এ্যারানায় বেয়ার্নের হয়ে দু’টি গোলই করেন তারকা ফরোয়ার্ড টমাস মুলার। এবারসহ মোট ২১ বার কাপের ফাইনালে উঠলো বেয়ার্ন। আগামী ২১ মে বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। সেখানে বেয়ার্নের প্রতিদ্বন্দ্বী বুধবার রাতে দ্বিতীয় সেমিতে হার্থা বার্লিন ও বরুসিয়া ডর্টমুন্ডের মধ্যকার বিজয়ী দল। এই আসরের ফাইনালে উঠে চলতি মৌসুমে ট্রেবল জয়ের সম্ভাবনা আরও জোরালো করল পেপ গার্ডিওলার দল। নিজেদের মাঠে ম্যাচের ৩০ মিনিটে হেড থেকে গোল করে বেয়ার্নকে এগিয়ে দেন মুলার। বিরতির পর ৭১ মিনিটে দলের দ্বিতীয় গোলটিও করেন তিনি। স্বাগতিকদের বদলি খেলোয়াড় আর্টুরো ভিদালকে বক্সের মধ্যে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে টেলিভিশন রিপ্লেতে দেখা যায়, চিলির এই মিডফিল্ডার আসলে ডাইভ দেন। তার পাহারায় থাকা ব্রেমেনের লেফটব্যাক ইয়ানেক স্টার্নবার্গের সঙ্গে তার ছোঁয়াই লাগেনি। স্পট কিক থেকে গোল করে দলের ফাইনাল নিশ্চিত করেন মুলার। একতরফা প্রাধান্য বিস্তার করা ম্যাচে ৭০ শতাংশ বলের দখল নিজেদের অধীনে রাখেন বেয়ার্ন ফুটবলাররা। জার্মানির বুন্দেসলিগায় ৩০ ম্যাচ শেষে ৭৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বেয়ার্ন আগামী বুধবার এ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালের প্রথম পর্বের ম্যাচ খেলবে। পরশু রাতে জোড়া গোলের পর মুলারের চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে গোলসংখ্যা হলো ৩১টি। এর মধ্যে চারটি জার্মান কাপে। ম্যাচ শেষে মুলার বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা ফাইনালে গিয়েছি। অনেক ভুল হয়েছে আমাদের। ফাইনালে এগুলো শুধরাতে হবে। ফাইনালে নাম লেখাতে পেরে খুব ভাল লাগছে। নিজে গোল করতে পারায় ভাললাগাটা আরও বেড়েছে। ২০১৩ সালের পর আবারও ট্রেবল জয়ের স্বপ্ন বুনছে বেয়ার্ন। পেপ গার্ডিওলা মিউনিখে তার শেষ মৌসুম স্মরণীয় করতে বদ্ধপরিকর। জার্মান কাপে সবশেষ ১৩ আসরে সতবারই শিরোপা জিতেছে বেয়ার্ন। এদিকে বেয়ার্ন মিউনিখের সঙ্গে গোলরক্ষক ম্যানুয়েল নিউয়েরের ২০২১ সাল পর্যন্ত নতুন চুক্তি হয়েছে। ফলে তারকা এই গোলরক্ষকের মিউনিখ ছাড়ার গুঞ্জনের ইতি ঘটলো। আগামী পাঁচ বছরও বাভারিয়ানদের হয়ে গোলপোস্ট সামলাবেন জার্মান জাতীয় দলের এই তারকা। বুন্দেসলিগায় ২০১১-১২ মৌসুমে শালকে জিরো ফোর ছেড়ে বেয়ার্নে পাড়ি জমান নিউয়ের। সেই থেকে আস্থার সঙ্গে জার্মান জায়ান্টদের গোলবার আগলে চলেছেন। সম্প্রতি গুঞ্জন ওঠে দলের কোচ পেপ গার্ডিওলা ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি যাওয়ার পর নিউয়েরও সেখানে পাড়ি দেবেন। তবে জার্মান চ্যাম্পিয়ন দলটি তাদের টুইটারে জানায়, পাঁচ বছরের চুক্তিতে ২০২১ সাল পর্যন্ত নিউয়েরকে রেখে দেয়া হচ্ছে। টানা তৃতীয়বারের মতো বেয়ার্নের জার্মান গোলরক্ষক নিউয়ের ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি এ্যান্ড স্ট্যাটিসটিক্সের (আইএফএফএইচএস) বর্ষসেরা গোলরক্ষক নির্বাচিত হন। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে সেরা গোলরক্ষকের পুরস্কার গোল্ডেন গ্লাভসও জেতেন তিনি।
×