ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রাইম ব্যাংককে চ্যাম্পিয়ন করাতে চান সাব্বির

প্রকাশিত: ০৬:৪১, ২১ এপ্রিল ২০১৬

প্রাইম ব্যাংককে চ্যাম্পিয়ন করাতে চান সাব্বির

স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের (ডিপিএল) বর্তমান চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। এবারও ভাল দল গড়েছে। জাতীয় দলের কাজী নুরুল হাসান সোহান, শুভাগত হোম চৌধুরী, রুবেল হোসেন আছেন। সঙ্গে মেহেদী মারুফ, তাইবুর রহমান পারভেজ, নাজমুল ইসলাম অপু, ইয়াসির আলী রাব্বী, মনির হোসেন খান, শেহনাজ আহমেদ, মোহাম্মদ আজিম, জনি তালুকদার, ইয়াসির আরাফাত মিশুও খেলবেন। আছেন ফর্মে থাকা ব্যাটসম্যান সাব্বির রহমান রুম্মনও। যার কাঁধেই নেতৃত্বের দায়ভার দিতে পারে প্রাইম ব্যাংক। বিদেশী ক্রিকেটারদের মধ্যে গত আসরে প্রাইম ব্যাংকের হয়ে ৬ ম্যাচ খেলে ১৭৪ রান করা শ্রীলঙ্কান ব্যাটসম্যান দিলশান মুনাবিরাও শুরু থেকেই খেলতে পারেন। এই দলটি নিয়ে ভীষণ আশাবাদী সাব্বির। চ্যাম্পিয়নও হতে চান। সাব্বির বলেছেন, ‘দলে সোহান আছে, শুভাগত আছে, রুবেল আছে। একটা বিদেশী ঢুকবে আমাদের। তো আমাদের টিমটা ব্যালেন্স হয়েছে।’ সঙ্গে যোগ করেন ‘গতবার আমরা চ্যাম্পিয়ন হয়েছি। তো অবশ্যই আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলব। ম্যাচ বাই ম্যাচ খেলব। যতদূর পারা যায় জেতার জন্য খেলব। আমাদের লক্ষ্য চ্যাম্পিয়নের জন্য খেলা।’ দলীয় লক্ষ্য পূরণ করার দিকেই মনোযোগী সাব্বির। ব্যক্তিগত লক্ষ্য নির্ধারণ করলে যে তা যথাযথ পূরণ করতে পারেন না। তাই জানালেন এ হার্ডহিটার ব্যাটসম্যান, ‘ব্যক্তিগত লক্ষ্য নাই। লক্ষ্য থাকলে পূরণ করতে পারি না। টিম যখন যেটা আমার কাছ থেকে চাইবে, ওটা দেয়ার চেষ্টা করব সবসময়। এটা দেই আমি অবশ্যই। তো এটা মেইন ফোকাস। রান দরকার, ওভাবে সাপোর্ট করব।’ জাতীয় দলে তিন নম্বরে খেলেন সাব্বির। ব্যাটিং ঝড়ও তুলেন। এই পজিশনে সফল ব্যাটসম্যানও সাব্বির। তাই লীগেও তিন নম্বর পজিশনই ধরে রাখতে চান, ‘তিন নম্বরই ঠিক আছে আপাতত। প্র্যাকটিস ম্যাচ খেলেছি। যদিও ওটা ভাল হয় নাই। মেইন ম্যাচগুলোয় চেষ্টা করব নিজের ধারাবাহিতকা ধরে রাখার।’ টি২০তে তিন নম্বরে খেলে সফল হলেও ওয়ানডেতে এখনও সেই পজিশনে একটি ম্যাচও খেলা হয়নি। ২৩টি ওয়ানডে খেলে ফেললেও নিচের সারির ব্যাটসম্যান হয়েই থেকেছেন। ওয়ানডেতেও তিন নম্বরেই খেলার আশা সাব্বিরের, ‘এটা ডিপেন্ড করে ফর্মের ওপর। তবে তিন নম্বরে ভাল খেলেছি। আমি তিন চারেই ব্যাটিং করব। এটা ভাল হলে জাতীয় দলে কন্টিনিউ করব ইনশাআল্লাহ।’ যে টিমেই খেলেন সাব্বির, সেরাটা উজাড় করে দেন। এবার লীগেও সেটিই করবেন বলে জানিয়ে দেন, ‘আমি যে টিমেই খেলি না কেন, চ্যাম্পিয়ন রানার্সআপ হোক; আমার সবসময় চেষ্টা থাকে শতভাগ দেয়ার। এই টিমেও দেব। মেইন ফোকাস আমি যেহেতু আইকন প্লেয়ার আমি চেষ্টা করব শতভাগ দেয়ার। বাকিটা আল্লাহর ইচ্ছা।’
×