ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জয়ে শুরু ইভানোভিচ-কেভিতোভার

প্রকাশিত: ০৬:৪০, ২১ এপ্রিল ২০১৬

জয়ে শুরু ইভানোভিচ-কেভিতোভার

স্পোর্টস রিপোর্টার ॥ স্টুটগার্ট ওপেনে জয় দিয়েই যাত্রা শুরু করেছেন সার্বিয়ার আনা ইভানোভিচ, চেকপ্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভা এবং স্পেনের কার্লা সুয়ারেজ নাভারো। টুর্নামেন্টের পঞ্চম বাছাই কেভিতোভা টুর্নামেন্টের প্রথম পর্বে ৬-০ এবং ৬-০ সেটে উড়িয়ে দিয়েছেন আমেরিকার লুইসা চিরিকোকে। সপ্তম বাছাই কার্লা সুয়ারেজ নাভারো ৬-৩ এবং ৬-০ সেটে পরাজিত করেছেন ফ্রান্সের ওসিয়ানে দোদিনকে। তবে কষ্টার্জিত জয় পেয়েছেন আনা ইভানোভিচ। প্রথম পর্বে সার্বিয়ান তারকা এদিন ৭-৬ (৭/৩) এবং ৬-০ সেটে পরাজিত করেছেন জার্মানির কারিনা উইটহোয়েফটকে। ম্যাচ শেষে প্রতিপক্ষের ভূয়সী প্রশংসা করেছেন টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান তারকা আনা ইভানোভিচ। এ বিষয়ে তিনি বলেন, ‘সত্যিই সে খুব ভাল খেলছিল। কোন সুযোগই মিস করছিল না সে। এরপরই আমার ছন্দ ফিরে পাওয়ার চেষ্টা করলাম। কিন্তু এটা সবসময়ই কঠিন কাজ। বিশেষ করে আমার কোচ যখন কোর্টে আসলেন এবং আস্তে আস্তে সামনের দিকে এগুনোর পরামর্শ দিলেন। এরপর আমিও আরও বেশি আক্রমণাত্মক খেলতে শুরু করি। আমি মনে করি কোর্টে এসে দেয়া কোচের পরামর্শই ম্যাচের পার্থক্য গড়ে দিল।’ ডব্লিউটিএ স্টুটগার্ট ওপেনে ২০১৪ সালে ফাইনাল খেলেছিলেন ইভানোভিচ। কিন্তু এরপর আর এখানে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি তিনি। তাছাড়া বর্তমান সময়টা কোর্টে বাজে যাচ্ছিল সার্বিয়ান তারকার। সেজন্য কঠোর অনুশীলন করেছেন তিনি। যেন দ্রুতই ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারেন ইভানোভিচ। এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে সাবেক নাম্বার ওয়ান তারকা বলেন, ‘গত কয়েক সপ্তাহ প্রকৃতপক্ষেই অনেক কঠোর অনুশীলন করেছি আমি। কোর্টে ঘণ্টার পর ঘণ্টা অনুশীলন ছাড়াও জিমে অনেক সময় দিয়েছি। তাই এই মুুহূর্তে খুব ভাল লাগছে আমার। কারণ সে পরিশ্রমের ফলাফলই আজকের এই জয়। আমার সার্ভিংয়েও আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে। সর্বোপরি ফিটনেস এবং ধারাবাহিকতা ধরে রাখতে পেরে আমি খুবই আনন্দিত। আশাকরি পারফর্মেন্সের উন্নতির এই ধারাবাহিকতা আমি ধরে রাখতে পারব।’ দিনের অন্য ম্যাচে একপেশে লড়াই করে দ্বিতীয় পর্বে জায়গা করে নিয়েছেন পেত্রা কেভিতোভা। মাত্র ৫৫ মিনিট লড়াই করে আমেরিকার লুইসা চিরিকোকে উড়িয়ে দেন তিনি। ২০১১ সালে প্রথমবারের মতো ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডসøাম জয়ের স্বাদ পেয়েছিলেন তিনি। তার দুই বছর পর ক্যারিয়ারের দ্বিতীয় মেজর শিরোপা জয়ের স্বাদ পান কেভিতোভা। দুটিই আবার উইম্বল্ডনে। এরপর থেকেই টেনিস কোর্টে নিষ্প্রভ হয়ে পড়েন চেকপ্রজাতন্ত্রের এই তারকা। তবে ব্যর্থতা থেকে বেরিয়ে আসতে মরিয়া টেনিস র‌্যাঙ্কিংয়ের ৭ নাম্বারে থাকা পেত্রা কেভিতোভা। মঙ্গলবার দিনের শেষ ম্যাচে সপ্তম বাছাই কার্লা সুয়ারেজ নাভারো মুখোমুখি হয়েছিলেন ফ্রান্সের ওসিয়ানে দোদিনের। তবে প্রতিপক্ষকে পাত্তই দেননি স্প্যানিশ টেনিস তারকা। প্রথম সেট ৬-৩ গেমে জেতার পর দ্বিতীয় সেটে তিনি ৬-০ গেমে পরাজিত করেন দোদিনকে। কার্লা সুয়ারেজ নাভারো এখন পর্যন্ত মেজর কোন শিরোপা জিততে পারেনি। কিন্তু গত কয়েক মৌসুম ধরেই অসাধারণ পারফর্মেন্স উপহার দিয়ে পাদপ্রদীপের আলোয় অবস্থান করছেন তিনি। এবার স্টুটগার্ট ওপেনেও দারুণ জয়ে শুরু করতে পেরে আনন্দিত নাভারো। আগামী মাসেই শুরু হবে মৌসুমের দ্বিতীয় গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট ফ্রেঞ্চ ওপেন। তারই প্রস্তুতিমঞ্চ হিসেবে বিবেচিত স্টুটগার্ট ওপেন। এখানে চ্যাম্পিয়ন হতে পারলে স্বাভাবিকভাবেই রোঁলা গ্যাঁরোয় ফেবারিট হিসেবে কোর্টে নামবেন। তাই টেনিস র‌্যাঙ্কিংয়ের সেরা সেরা তারকাদের লক্ষ্যই এখন স্টুটগার্ট ওপেনের শিরোপা জিতে ফ্রান্সের টিকেট কাটা।
×