ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তামিমের নেতৃত্বে আবাহনীর লক্ষ্য শিরোপা

প্রকাশিত: ০৬:৩৯, ২১ এপ্রিল ২০১৬

তামিমের নেতৃত্বে আবাহনীর লক্ষ্য শিরোপা

স্পোর্টস রিপোর্টার ॥ বিদেশী কোন ক্রিকেটার নিশ্চিত হয়েছে? আবাহনী লিমিটেডের কোন কর্মকর্তাই এর সদুত্তর বুধবার বিকেল পর্যন্ত দিতে পারেননি। আবাহনীর ভাইস চেয়ারম্যান জালাল ইউনুসই যেমন বললেন, ‘এখনও ঠিক হয়নি। তবে দ্রুতই এর সুরাহা হয়ে যাবে।’ যতদূর জানা গেল, যদি পছন্দমতো বিদেশী ক্রিকেটার না পায় আবাহনী, চাহিদামতো মিডলঅর্ডারের জন্য কোন অলরাউন্ডার না পাওয়া যায়, সেই না পাওয়ার দিনক্ষণ গিয়ে ঠেকতে পারে ৪ মে পর্যন্ত। প্রথম ম্যাচেতো নয়ই, বিদেশী ছাড়াই প্রথম তিনটি ম্যাচ খেলতে পারে আবাহনী। চতুর্থ ম্যাচ থেকে বিদেশী কোন ক্রিকেটার মাঠে নামতে পারে। বিদেশী ক্রিকেটার নিশ্চিত না হলেও বুধবার অধিনায়ক নিশ্চিত করেছে আবাহনী। ওপেনার তামিম ইকবালের কাঁধেই নেতৃত্বের দায়ভার তুলে দেয়া হয়েছে। তামিমের নেতৃত্বেই এবার চ্যাম্পিয়ন হতে চায় আবাহনী। তামিম যে অধিনায়ক, আনুষ্ঠানিকভাবেই সেই ঘোষণা দিয়েছে আবাহনী। নেতৃত্ব পেয়ে খুশি তামিমও। জানিয়েছেন, ‘আমাদের দলটা যেভাবে তৈরি করেছে ম্যানেজমেন্ট তা চ্যাম্পিয়ন হওয়ার মতো। অধিনায়ক হিসেবে আমার অনেক কিছু শিখার বাকি রয়েছে। আমার সঙ্গে সুজন (কোচ খালেদ মাহমুদ) ভাই রয়েছেন তিনি জাতীয় দলের অধিনায়ক ছিলেন। এছাড়াও জালাল (জালাল ইউনুস) ভাই আছেন সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েই পরিচালনা করবো।’ সঙ্গে যোগ করেন, ‘চাপ তো যে কোন দলেই থাকবে। সেটা আপনি যে লেভেলেই খেলেন না কেন। আমাদের কাজ হচ্ছে মাঠে শতভাগ দেয়া। আমি নিশ্চিত মাঠে যদি আমরা শতভাগ দিয়েও ম্যাচ হারি তাহলে ম্যানেজমেন্ট কিছু বলবে না।’ জালাল ইউনুস শুক্রবার থেকে শুরু হতে যাওয়া লীগে চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে ভীষণ আত্মবিশ্বাসী। বলেন, ‘ইনশাল্লাহ আমাদের দল ভাল হয়েছি। আমরা চার বছর ধরে চ্যাম্পিয়ন হতে পারি নাই। এবার আমরা ভাল দল গড়তে পেরেছি। আশাকরি আমরা এবার চ্যাম্পিয়ন হব।’ সর্বশেষ লীগে প্রাইম ব্যাংকের কোচ ছিলেন। দল চ্যাম্পিয়ন হয়েছে। এবার খালেদ মাহমুদ সুজন আবাহনীর কোচ। তার আশা এবার আবাহনীই শিরোপা জিতবে, ‘প্রত্যেক বছরই একটা চ্যালেঞ্জ। নতুন দলেও একটা চ্যালেঞ্জ। তবে বড় দলে একটা বিশাল সমর্থক গোষ্ঠী থাকে। এটার যেমন চাপ আছে, তেমন অনুপ্রেরণাও আছে। আমরা যেমন দল গড়েছি, সামর্থ্য অনুযায়ী মাঠে পারফর্ম করতে পারি, তাহলে আশা রাখা যায় ভাল কিছু হবে। আবাহনীর মতো দলে থাকার উত্তেজনাটা আমি বুঝি, তাদের চাওয়া জানি। চ্যাম্পিয়ন হতে হলে যে বাধা আছে আশাকরি আমাদের খেলোয়াড়রা তা পার করতে পারবে। কারণ আমরা তেমন দলই গড়েছি।’ বিদেশী ক্রিকেটার যে এখনও মিলেনি, এ নিয়ে সুজনও জানান, ‘আমরা একটা মিডল অর্ডার ব্যাটসম্যান বা অলরাউন্ডার খুঁজতেছি। তবে টপঅর্ডার হলেও সমস্যা নাই। আমরা এটা এ্যাডজাস্ট করে নিব। কারণ, এখানে সবাই দলের জন্য খেলে। এখন ভাল খেলোয়াড় খুঁজে পাওয়া খুব কঠিন। কারণ আইপিএল চলছে। এছাড়াও অনেক লীগ চলছে। তবে দলের জন্য যেটা ভাল হয় আমরা তেমনই আনার চেষ্টা করব। চুক্তি স্বাক্ষর করার আগে জানাব না। সময় হলে জেনে যাবেন।’ সেই সময়টি আবাহনীর আসার আগেই অবশ্য অন্য দলগুলো বিদেশী ক্রিকেটার নিশ্চিত করে ফেলেছে। যারা লীগের প্রথম থেকেই খেলবেন। ব্রাদার্সের হয়ে জিম্বাবুয়ের অলরাউন্ডার শন উইলিয়ামস, কলাবাগান ক্রীড়া চক্রের (কেসি) হয়ে আরেক জিম্বাবুইয়ান হ্যামিলটন মাসাকাদজা, মোহামেডানের হয়ে শ্রীলঙ্কান টপঅর্ডার ব্যাটসম্যান উপল থারাঙ্গা, প্রাইম দোলেশ্বরের হয়ে শ্রীলঙ্কান উইকেটকিপার ব্যাটসম্যান এহসান লাহিরু মালিন্থা, কলাবাগান ক্রিকেট একাডেমির (সিএ) হয়ে বিপিএল মাতানো অলরাউন্ডার আসার জাইদি, প্রাইম ব্যাংকের হয়ে শ্রীলঙ্কান ব্যাটসম্যান দিলশান মুনাবিরা, গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে পাকিস্তানের সাইদ আনোয়ার জুনিয়র খেলবেন। বাকিরা এখনও বিদেশী ক্রিকেটার দলে ভেড়াতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। অবশ্য বিদেশী ক্রিকেটার নিয়ে ভাবার আগে দলগুলোকে অধিনায়ক নিয়েও ভাবতে হচ্ছে। অধিনায়ক নিয়ে শুধু ব্রাদার্স ও গাজী গ্রুপই একটু বিপাকে পড়ে আছে। শাহরিয়ার নাফীস না তুষার ইমরানকে অধিনায়ক করা হবে এ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে শেষ পর্যন্ত শাহরিয়ারের কাঁধেই নেতৃত্ব তুলে দিতে পারে ব্রাদার্স। আর গাজী গ্রুপ ক্রিকেটার্স সিনিয়র অলক কাপালীকেই বেছে নিয়েছে। তবে শেষ মুহূর্তে এনামুল হক বিজয়কেও অধিনায়ক করা হতে পারে। এছাড়া বাকি দলগুলো অধিনায়ক চূড়ান্ত করেই ফেলেছে। কলাবাগান কেসি’র মাশরাফি বিন মর্তুজা, প্রাইম ব্যাংকে সাব্বির রহমান রুম্মন, মোহামেডানে মুশফিকুর রহীম, লিজেন্ডস অব রূপগঞ্জে জহুরুল ইসলাম অমি, প্রাইম দোলেশ্বরে নাসির হোসেন, ভিক্টোরিয়ায় মুমিনুল হক, শেখ জামালে মাহমুদুল্লাহ রিয়াদ, কলাবাগান সিএ’তে মেহেদী হাসান মিরাজ, ক্রিকেট কোচিং স্কুলে (সিসিএস) রাজিন সালেহ নেতৃত্বে থাকছেন। তবে এবার সবচেয়ে শক্তিশালী দল আবাহনীর নেতৃত্ব পেয়েছেন তামিম। তার নেতৃত্বে চ্যাম্পিয়নও হতে চায় দলটি।
×