ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সফল বাণিজ্য ধারণা প্রতিযোগিতায় নর্থ সাউথ সেরা

প্রকাশিত: ০৬:৩০, ২১ এপ্রিল ২০১৬

সফল বাণিজ্য ধারণা প্রতিযোগিতায় নর্থ সাউথ সেরা

মাস্টার্স অব আইডিয়েশন ২০১৬ এর চূড়ান্ত পর্ব গত ১৮ এপ্রিল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্লাজা এরিয়াতে অনুষ্ঠিত হয়। ১৫টি বিশ্ববিদ্যালয়ের ৫৪টি দলকে পিছনে ফেলে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের টিম ডেক্সটার চ্যাম্পিয়ন হয়। প্রতিযোগিতায় ২য় এবং তৃতীয় স্থান অধিকার করে ঢাকা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ)-এর টিম পটার ও টিম পিকাচু। এনএসইউ ইয়েস ক্লাব ৪র্থবারের মতো এ প্রতিযোগিতার আয়োজন করে। মাস্টার্স অব আইডিয়েশন একটি আন্তঃবিশ্ববিদ্যালয় আইডিয়া জেনারেশন প্রতিযোগিতা যেখানে প্রতিযোগীরা নতুন নতুন ব্যবসায়িক পরিকল্পনা কৌশল এবং নান ধাপে বাছাই পর্ব শেষে চূড়ান্তভাবে সেরা বাণিজ্য ধারণাকে নির্বাচিত করা হয়। ২০ মার্চ থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতায় দেশে প্রায় ১৫টি বিশ্ববিদ্যালয় থেকে ৫৫টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ৬টি দল অংশ নেয়। এতে বিচারক ছিলেন ঢাবি ব্যবসা শিক্ষা প্রশাসনের শিক্ষক মোহাম্মাদ সাইমুম হোসাইন এবং এ.আর. কমিউনিকেশনের এম. আসিফ রহমান। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম.এ. কাশেম বিজয়ী দলের হাতে ট্রফি ও পুরস্কারের অর্থ তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক গৌর গোবিন্দ গোস্বামী, স্কুল অব বিজনেস এ্যান্ড ইকোনমিকসের ডিন অধ্যাপক ড. মোহাম্মাদ মাহবুব রহমান, ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ইমদাদুল হক এবং এনএসইউ ইয়েস ক্লাবের ফ্যাকাল্টি এ্যাডভাইজার আবু সাদ সেজানুল হকসহ উর্ধতন প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ। -বিজ্ঞপ্তি নকল ঔষধ বন্ধে কঠোর শাস্তির সুপারিশ সংসদ রিপোর্টার ॥ ঔষধ শিল্প সমিতির সদস্য না হলে এবং সমিতির অনুমোদন ছাড়া কোন ঔষধ কোম্পানিকে লাইসেন্স না দেয়ার বা লাইসেন্স নবায়ণ না করার সুপারিশ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। নকল ঔষধ উৎপাদন বন্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়ারও সুপারিশ করেছে কমিটি। বুধবার জাতীয় সংসদে অনুষ্ঠিত কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম। বৈঠকে অংশ নেন কমিটির সদস্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক, আ ফ ম রুহুল হক, ইউনুস আলী সরকার এবং সেলিনা বেগম। বৈঠকে বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন ঔষধ শিল্প সমিতির সভাপতি নাজমুল হাসান পাপন। বৈঠকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মন্জুরুল ইসলামসহ উর্ধতন কর্মকর্তা ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শাহজালালে ৪ কেজি গাঁজা জব্দ স্টাফ রিপোটার ॥ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চার কেজি গাঁজা জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। বুধবার দুপুরে বিমানবন্দরের কাস্টমস হলের লস্ট এ্যান্ড ফাউন্ড শাখার কাছে একটি পরিত্যক্ত লাগেজে এ গাঁজা লুকানো অবস্থায় পাওয়া যায়। শুল্ক গোয়েন্দার সহকারী পরিচালক তারেক মাহমুদ জানান, কালো একটি ট্রলি ব্যাগের মাঝে স্কচ ট্যাপের মাধ্যমে লুকানো ছিল গাঁজার পুঁটলা।
×