ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়ার দুই আবেদনের শুনানি আজ

প্রকাশিত: ০৬:২৫, ২১ এপ্রিল ২০১৬

খালেদা জিয়ার দুই আবেদনের শুনানি আজ

স্টাফ রিপোর্টার ॥ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে করা তদন্ত ডায়েরি (রেকর্ডপত্র ও সিডি) এবং তদন্ত কর্মকর্তার (আইও) সাক্ষ্য পুনরায় গ্রহণ করা সংক্রান্ত দুই আবেদনের শুনানি আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। অন্যদিকে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) সচিবালয় কর্তৃক প্রকাশিত নার্স নিয়োগ বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে ব্যাচ, মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগের সিদ্ধান্ত বহাল রাখার নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে হাইকোর্টে। খালেদা জিয়ার বিরুদ্ধে করা তদন্ত ডায়েরি (রেকর্ডপত্র ও সিডি) এবং তদন্ত কর্মকর্তার (আইও) সাক্ষ্য পুনরায় গ্রহণ করা সংক্রান্ত দুই আবেদনের শুনানি আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। বুধবার শুনানির দিন ধার্য থাকলেও ‘নট টুডে’ করে বিচারপতি নতুন এ দিন ধার্য করেন। হাইকোর্টের বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চে আবেদনের ওপর শুনানি না করে নট টুডে করেন । গত ১৭ এপ্রিল ওই দুটি আবেদন খারিজ করে দেন বিচারিক আদালত। পরের দিন ১৮ এপ্রিল খারিজ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা। এর আগে সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার কার্যক্রমের বিষয়ে করা দুটি আবেদন খারিজের রিভিশন এবং মামলার কার্যক্রম স্থগিত চেয়ে আবেদন করেন বলে জানান ব্যারিস্টার রাগিফ রউফ চৌধুরী। হাইকোর্টে রিট ॥ বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) সচিবালয় কর্তৃক প্রকাশিত নার্স নিয়োগ বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে ব্যাচ, মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগের সিদ্ধান্ত বহাল রাখার নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে হাইকোর্টে। আগামী ২৫ এপ্রিল হাইকোর্টের বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারতি মোঃ সেলিমের সমন্বয়ে গঠিত অবকাশকালীন বেঞ্চে রিট আবেদনের ওপর শুনানি হতে পারে। উল্লেখ্য, সোমবার বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস এ্যাসোসিয়েশন ও বাংলাদেশ বেসিক গ্রাজুয়েট নার্সেস সোসাইটির পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তাদের আইনজীবী রিট করেন। তবে আবেদনের পক্ষে আইনজীবীকে তা প্রকাশ করতে চাননি রিটকারীরা। এমনকি রিটকারীদের পক্ষে শুনানিতে আইনজীবী কে তাও জানাচ্ছে না। গত ২৮ মার্চ বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন সচিবালয় কর্তৃক প্রকাশিত নার্স নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করে পূর্বের ন্যায় ব্যাচ, মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগের দাবিতে আন্দোলন করে আসছেন নার্সরা। তারা টানা অবস্থান ধর্মঘট পালন করে আসছেন।
×