ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সম্প্রচার আইনের খসড়া প্রস্তুত ॥ ৪ মে পর্যন্ত মতামত

প্রকাশিত: ০৬:২৪, ২১ এপ্রিল ২০১৬

সম্প্রচার আইনের খসড়া প্রস্তুত ॥ ৪ মে পর্যন্ত মতামত

বিশেষ প্রতিনিধি ॥ সর্বোচ্চ তিন মাসের কারাদ- ও পাঁচ লাখ টাকা জরিমানার বিধান রেখে জাতীয় সম্প্রচার আইনের খসড়া তৈরি করেছে তথ্য মন্ত্রণালয়। এ আইনে অপরাধ চলতে থাকলে প্রতিদিনের জন্য এক লাখ টাকা করে জরিমানার সুযোগ রয়েছে। এতে বলা আছে- লাইসেন্স ছাড়া সম্প্রচারমাধ্যম পরিচালনা করলে জরিমানা সর্বোচ্চ ১০ কোটি টাকা। খসড়া এ আইনটি বুধবার ওয়েবসাইটে প্রকাশ করেছে তথ্য মন্ত্রণালয়। আগামী ৪ মে পর্যন্ত এ খসড়ার ওপর মতামত দেয়া যাবে। খসড়ায় বলা হয়েছে, জাতীয় সম্প্রচার আইনের বিধিবিধান বা প্রবিধান লঙ্ঘন করলে সর্বোচ্চ তিন মাসের কারাদ-, কমপক্ষে পাঁচ লাখ টাকা জরিমানা অথবা উভয় দ- দেয়া হবে। এরপরও সম্প্রচার আইনে অপরাধ চলতে থাকলে প্রতিদিনের জন্য অপরাধীকে সর্বোচ্চ এক লাখ টাকা জরিমানার সুযোগ থাকছে। ২০১৪ সালের ৬ আগস্ট জাতীয় সম্প্রচার নীতিমালার গেজেট প্রকাশিত হয়। এরপর গণমাধ্যমে প্রতিক্রিয়া সৃষ্টি হয়। দিকনির্দেশনামূলক ওই নীতিমালায় জাতীয় সম্প্রচার কমিশন করার কথা ছিল। সেই কমিশন গঠনের জন্য আইনের খসড়া প্রণয়নে ৪০ সদস্যের কমিটি গঠন করে তথ্য মন্ত্রণালয়। এ কমিটি খসড়াটি প্রণয়ন করেছে। সম্প্রচার নীতিমালায় কমিশন প্রসঙ্গে বলা আছে- সম্প্রচার প্রতিষ্ঠানের কোন অনুষ্ঠান, সংবাদ বা বিজ্ঞাপন কোন নাগরিক বা প্রতিষ্ঠানের অধিকার ক্ষুণœ করলে সংক্ষুব্ধ ব্যক্তি বা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সম্প্রচার প্রতিষ্ঠানের বিরুদ্ধে কমিশনে অভিযোগ করতে পারবে। এ অভিযোগ প্রমাণিত হলে সরকার আইন বা বিধির মাধ্যমে নির্ধারিত শাস্তি নিশ্চিত করবে। আইনের খসড়ায় বলা আছে- বলবত অন্য কোন আইনে যা কিছু থাকুক না কেন, এ আইনের বিধান কার্যকর হবে। আইনটি বলবত হওয়ার পর অবিলম্বে সম্প্রচার কমিশন গঠন করতে হবে। কমিশনে একজন নারীসহ পাঁচজন কমিশনার থাকবেন। রাষ্ট্রপতি কমিশনারদের একজনকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেবেন। আইনে সম্প্রচারের জন্য ২৫ ধরনের কার্যক্রম চিহ্নিত করা হয়েছে এবং এসব কার্যক্রম লাইসেন্স ছাড়া পরিচালনা করা হলে জেল-জরিমানা দেয়ার কথা বলা আছে। এসব কার্যক্রমের মধ্যে আছে- মূল্যে বা বিনামূল্যে দেশব্যাপী, স্থানভিত্তিক ও আন্তর্জাতিক টেলিভিশন সম্প্রচার, দেশে-বিদেশে বা অঞ্চলে বেতার সম্প্রচার কার্যক্রম, অডিও-ভিডিও বার্তা সম্প্রচার কার্যক্রম, সম্প্রচার উপাত্ত, আইপি সম্প্রচার, কেবল অপারেটর সম্প্রচার, কৃত্রিম উপগ্রহের মাধ্যমে বেতার ও টেলিভিশন সম্প্রচার, টেরেস্ট্রিয়াল সম্প্রচার প্রভৃতি।
×