ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান হলেন ইকবাল খান

প্রকাশিত: ০৪:৩৬, ২১ এপ্রিল ২০১৬

প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান হলেন ইকবাল খান

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপার্সন হিসেবে নিয়োগ পেয়েছেন মোঃ ইকবাল খান চৌধুরী। মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। ইকবাল খান চৌধুরী এর আগে বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। এদিকে, চেয়ারম্যান নিয়োগের মধ্য দিয়ে দেশে প্রতিযোগিতা আইন কার্যকর হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এবারের রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও পণ্যের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে আগাম প্রস্তুতি নিতে যাচ্ছে সরকার। প্রতিযোগিতা আইন কার্যকরের মধ্য দিয়ে বাজার সিন্ডিকেট ভেঙ্গে দেয়ার উদ্যোগ নেবে সরকার। জানা গেছে, ব্যবসায়ীদের একটি সিন্ডিকেট চক্র পণ্যের অতিরিক্ত মূল্য নির্ধারণে সবর্দা কর্তৃত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হয়। বিশেষ করে রমজানে নিত্যপণ্যের বাজারে পণ্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধির জন্যও তারা দায়ী। কিন্তু এত কিছুর পরও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য আইনী কোন হাতিয়ার সরকারের কাছে ছিল না। সে কারণেই গত ২০১২ সালে প্রতিযোগিতা আইন করা হয়। কমিশন বাজারে সুস্থ প্রতিযোগিতা সৃষ্টি করা এবং একচেটিয়া ব্যবসা রুখে দিয়ে ভোক্তা স্বার্থ রক্ষা, বাজার সিন্ডিকেট ভাঙ্গা, মূল্যের ওঠানামার ওপর নজর, অতিরিক্ত মুনাফার শিকার থেকে ভোক্তাকে রক্ষা, বাজার নিয়ে নিয়মিত গবেষণা এবং সর্বোপরি ভোগ্যপণ্যের মান নিয়ন্ত্রণ করবে। ভারতে টানা ১৬ মাস ধরে রফতানি আয় কমছে টানা ১৬ মাস ধরে কমছে ভারতে রফতানি। মার্চেও তা সরাসরি ৫.৪৭ শতাংশ কমে হয়েছে ২,২৭১ কোটি ডলার। বিশ্ববাজারে চাহিদা তলানিতে ঠেকায় মূলত পেট্রোলিয়াম ও ইঞ্জিনিয়ারিং পণ্য রফতানি কমাই এর কারণ। আমদানিও ২১.৫৬ শতাংশ কমে হয়েছে ২,৭৭৮ কোটি ডলার। ফলে বৈদেশিক বাণিজ্যে ঘাটতি ৫০৭ কোটি ডলার কমে হয়েছে ১১৩৯ কোটি ডলার। -অর্থনৈতিক রিপোর্টার ৬ প্রতিষ্ঠানের রফতানি সনদ বাতিল ৬ প্রতিষ্ঠানের রফতানি নিবন্ধন সনদ (ইআরসি) বাতিল করেছে আমদানি ও রফতানি নিয়ন্ত্রকের দফতর। এর ফলে এসব প্রতিষ্ঠান কোন ধরনের পণ্য রফতানি করতে পারবে না। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইতোমধ্যে সব ডিলার ব্যাংককে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার কেন্দ্রীয় ব্যাংকের এক সার্কুলারে এ নির্দেশনা দেয়া হয়। যেসব প্রতিষ্ঠানের ইআরসি বাতিল করা হয়েছে, সেগুলো হলো- মেসার্স আবদুল্লাহ এন্টারপ্রাইজ, রাজমোল্লা ইন্টারন্যাশনাল, স্টার ফেয়ার ইন্টারন্যাশনাল, ফাহাদ ইন্টারন্যাশনাল, মৌসুমী ইন্টারন্যাশনাল ও টিএম হারভেস্ট। আমদানি ও রফতানি নিয়ন্ত্রকের দফতর সূত্রে জানা গেছে, এসব প্রতিষ্ঠান কোন পণ্য রফতানি করলে বা করার চেষ্টা করলে তা রফতানি নীতি আদেশের পরিপন্থী বলে গণ্য হবে। -অর্থনৈতিক রিপোর্টার
×