ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গ্রামীণফোনের প্রথম প্রান্তিকে দুই হাজার ৭৬০ কোটি টাকা রাজস্ব আয়

প্রকাশিত: ০৪:৩৫, ২১ এপ্রিল ২০১৬

গ্রামীণফোনের প্রথম প্রান্তিকে দুই হাজার ৭৬০ কোটি টাকা রাজস্ব আয়

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন ২০১৬ সালের প্রথম প্রান্তিকে দুই হাজার ৭৬০ কোটি টাকা রাজস্ব আয় করেছে, যা পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৫ শতাংশ বেশি। আগের বছরের তুলনায় নতুন গ্রাহক ও সেবা (আন্তঃসংযোগ আয় বাদে) থেকে অর্জিত রাজস্ব বেড়েছে ১১ দশমিক ৮ শতাংশ, যাতে ডাটা ও মূল্য সংযোজিত সেবার ভূমিকা বর্ধনশীল। ডাটা থেকে অর্জিত রাজস্ব বেড়েছে ৭ দশমিক ১ শতাংশ, আগের বছরের তুলনায় মূল্য সংযোজিত সেবা থেকে আয় বেড়েছে ২০ দশমিক ৫ শতাংশ। ভয়েস কল থেকে অর্জিত রাজস্বও গত বছরের তুলনায় ৪ দশমিক ৮ শতাংশ বেশি। বুধবার বসুন্ধরা আবাসিক এলাকায় জিপি হাউজে সংবাদ সম্মেলনে চলতি বছরের প্রথম প্রান্তিকের ফল প্রকাশ করে এসব তথ্য জানায় গ্রামীণফোন। এ সময় গ্রামীণফোনের সিইও রাজিব শেঠি, সিএফও দিলীপ পালসহ অন্য কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রথম প্রান্তিক শেষে গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৫ কোটি ৬৩ লাখ, যা গত বছরের ডিসেম্বরের তুলনায় ০.৭ শতাংশ কম। তবে গত বছরের তুলনায় গ্রাহক প্রবৃদ্ধি হয়েছে ৮ দশমিক ২ শতাংশ এবং মার্চের শেষে সিম মার্কেট শেয়ার হয়েছে ৪৩ শতাংশ। এই প্রান্তিকে ৪১ লাখ নতুন ইন্টারনেট ব্যবহারকারী যোগ হওয়ায় মোট ইন্টারনেট গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৯৯ লাখ। গ্রামীণফোনের সিইও রাজিব শেঠি বলেন, দুই ডিজিটের গ্রাহক ও সেবা থেকে অর্জিত রাজস্ব প্রবৃদ্ধি নিয়ে আমরা একটি ভাল প্রান্তিক পার করছি। আমাদের ভয়েস থেকে অর্জিত রাজস্ব বেড়েছে, যা খুবই উৎসাহব্যঞ্জক। এ থেকে বোঝা যায় আমাদের প্রতিযোগিতামূলক ও সরল অফারগুলো বাজারে দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। তিনি বলেন, প্রথম প্রান্তিকে আমরা ৪১ লাখ নতুন ইন্টারনেট গ্রাহক যোগ করেছি এবং এক হাজার ৮০৪টি নতুন থ্রিজি সাইট চালু করেছি। যার ফলে মোট জনসংখ্যার ৮০ শতাংশ এখন থ্রিজি সেবার আওতায় চলে এসেছে। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আয়কর দেয়ার পর গত বছরের প্রথম প্রান্তিকে ২১ দশমিক ৩ শতাংশ মার্জিনসহ ৫৪০ কোটি টাকা মুনাফার তুলনায় ২০১৬ সালের প্রথম প্রান্তিকে নিট মুনাফা হয়েছে ২০ দশমিক ৪ শতাংশ মার্জিনসহ ৫৬০ কোটি টাকা। দক্ষ পরিচালন?া ব্যয় ব্যবস্থাপনার কারণে এই প্রান্তিকে ইবিআইটিডিএ (অপারেটিং প্রফিট ও অন্য আইটেমের আগে) হয়েছে এক হাজার ৫৩০ কোটি টাকা এবং মার্জিন দাঁড়িয়েছে ৫৫ দশমিক ৩ শতাংশ। এই প্রান্তিকে শেয়ারপ্রতি আয় হয়েছে ৪ দশমিক ১৫ টাকা। সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রামীণফোন প্রথম প্রান্তিকে থ্রিজি নেটওয়ার্ক স্থাপন, টুজি নেটওয়ার্কের মানোন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধিতে ৯১০ কোটি টাকা বিনিয়োগ করেছে। এর ফলে আরও বেশি কল ও ডাটা ব্যবহার এবং নতুন নতুন সেবার সক্ষমতা তৈরি হয়েছে।
×