ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

১০ বছরে দেশে বৈধভাবে কোন সোনা আসেনি

প্রকাশিত: ০৪:৩৫, ২১ এপ্রিল ২০১৬

১০ বছরে দেশে বৈধভাবে কোন সোনা আসেনি

অর্থনৈতিক রিপোর্টার ॥ আমদানির সুযোগ থাকলেও গত ১০ বছরে দেশে বৈধভাবে কোন সোনা আসেনি বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক (ডিজি) মাইনুল খান। সোনা আমদানিতে শুল্ক হার কমানোর বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক কর্মকর্তার প্রস্তাবের প্রেক্ষিতে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, গত ১০ বছরে সোনা আমদানির অনুমতি চেয়ে একটি আবেদনও করা হয়নি। অর্থাৎ এ সময়ে বাংলাদেশে বৈধভাবে কোন সোনা আসেনি। সবই আনা হয়েছে চোরাই পথে, অবৈধভাবে। বৈধভাবে সোনা আনার সুযোগ থাকার পরও অবৈধভাবে আনা হচ্ছে। সুতরাং কর কমানো হলেও অবৈধভাবে সোনা আনা বন্ধ হবে না বলে মত প্রকাশ করেন মাইনুল খান। বুধবার এনবিআর কার্যালয়ে আগামী অর্থবছরের (২০১৬-১৭) প্রাক-বাজেট আলোচনায় মইনুল খান এসব কথা বলেন। এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। শুল্ক গোয়েন্দা বিভাগের ডিজি আরও বলেন, ভরিতে ৩ হাজার টাকা হারে কর দিয়ে যে কেউ বিদেশ থেকে ২০০ গ্রাম বা সাড়ে ১৭ ভরি সোনা দেশে আনতে পারবেন। এছাড়া অলঙ্কার বা সোনার ব্যবসা করা যে কোন প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে যে কোন পরিমাণ সোনা বৈধভাবে আনতে পারেন। একই বিষয়ে মূসক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী বলেন, সোনা চোরাচালানে কালো টাকা ব্যবহার করা হয়। তাই সোনা আনতে শুল্ক শূন্য করে দিলেও তারা বৈধভাবে না এনে চোরাচালানের মাধ্যমে আনবে। আলোচনায় এনবিআরের কর্মকর্তারা রাজস্ব আদায় বাড়াতে বেশ কয়েকটি প্রস্তাব তুলে ধরেন। এসব প্রস্তাবের মধ্যে রয়েছে ঢাকা শহরে একাধিক ফ্ল্যাটের মালিকদের ওপর কর বাড়ানো, গ্রুপ অব ইন্ডাস্ট্রিজে বিশেষ নিরীক্ষা করার ব্যবস্থা চালু, তামাক উৎপাদনে ভ্যাট আরোপ, সরকারী কর্মকর্তাদের শুধু বেতনের ওপর করারোপ না করে বেসরকারী চাকরিজীবীদের মতো করারোপ, মোবাইল ফোন-ব্যবহারকারীর বিলের ওপর ৩ শতাংশ হারে আয়কর আরোপ, বোনাস শেয়ারের অভিহিত মূল্যের ওপর ১০ শতাংশ করারোপ, কেবল টিভি অপারেটর, রেডিও চ্যানেল, স্যাটেলাইট টিভি স্টেশন ও টিভি চ্যানেলের লাইসেন্স ইস্যু ও নবায়ন পর্যায়ে উৎসে আয়কর আদায়, মাসিক বিদ্যুত বিল ২৫ হাজার টাকার উপরে হলে ৫ শতাংশ হারে আয়কর আদায়ের ব্যবস্থা ইত্যাদি। কর্মকর্তাদের প্রস্তাব উপস্থাপনের পর এনবিআর চেয়ারম্যান বলেন, বিত্তবানদের সঠিকভাবে করের আওতায় আনা যায় আমরা তার ব্যবস্থা করব। গত ২৫ বছরে ভ্যাট আদায় করতে গিয়ে আমরা অনেক কিছু শিখেছি। নতুন ভ্যাট আইনে এর প্রতিফলন ঘটবে। দ্রুত পাততাড়ি গোটাতে চাইছে টাটা স্টিল অর্থনৈতিক রিপোর্টার ॥ যত দ্রুত সম্ভব ব্রিটেনের লোকসানে চলা ইস্পাত ব্যবসা বেচে পাততাড়ি গোটাতে চাইছে ভারতীয় ইস্পাত বহুজাতিক টাটা স্টিল। এ জন্য ইতোমধ্যেই ১৯০ জন যোগ্য লগ্নিকারীর দরজায় পৌঁছে গিয়েছে তারা। পাশাপাশি, পূর্ব এশিয়ায় খুব তাড়াতাড়ি সম্ভাব্য ক্রেতার খোঁজ চালাতে অতিরিক্ত উপদেষ্টা হিসেবে তারা নিয়োগ করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংককে। সেই সঙ্গে ব্রিটেন শাখার পুরো অংশীদারি বিক্রির প্রক্রিয়াকে আরও জোরদার করতে সংস্থা পরিচালনার শীর্ষ স্তরে আনছে রদবদলও। যেখানে টাটা স্টিল ইউরোপের রড ব্যবসার (লং প্রোডাক্টস ইউরোপ) নির্বাহী চেয়ারম্যান বিমলেন্দ্রকে করা হয়েছে ব্রিটেনে টাটা স্টিলের সিইও।
×