ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিনাশর্তে কালো টাকা বিনিয়োগের প্রস্তাব

প্রকাশিত: ০৪:৩৩, ২১ এপ্রিল ২০১৬

বিনাশর্তে কালো টাকা বিনিয়োগের প্রস্তাব

আসন্ন বাজেটে কালো টাকা বা অপ্রদর্শিত অর্থ বিনাশর্তে বিনিয়োগ করার সুযোগসহ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কাছে একগুচ্ছ প্রস্তাব দিয়েছে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংক এ্যাসোসিয়েশন (বিএমবিএ)। বুধবার দুপুরে সংগঠনটির প্রেসিডেন্ট মোঃ ছায়েদুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল এনবিআরের চেয়ারম্যান মোঃ নজিবুর রহমানের সঙ্গে সাক্ষাত করে এই প্রস্তাবগুলো জমা দেন। এই সময়ে একটি সংক্ষিপ্ত বৈঠকও অনুষ্ঠিত হয়। বৈঠকে পুঁজিবাজারের তারল্য সঙ্কট কাটাতে বিএমবিএ’র পক্ষ থেকে এই প্রস্তাব দেয়া হয়। জানা গেছে, ২০১৬-২০১৭ অর্থবছরের বাজেটকে ঘিরে ব্রোকার, মার্চেন্ট ব্যাংক ও এ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির কর হার সমান করা, মার্জিন ঋণের অনাদায়ী বকেয়া সুদের প্রভিশন, নেগেটিভ ইক্যুইটির সুদ, আন-রিয়েলাইজড লোকসানের প্রভিশনসমূহ কর থেকে অব্যাহতি দেয়া, তালিকাভুক্ত কোম্পানির ভ্যাট হার হ্রাস করার প্রস্তাব দেয়া হয়। -অর্থনৈতিক রিপোর্টার বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের লেনদেন আজ সসম্প্রতি আইপিও সম্পন্ন করা বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের লেনদেন শুরু হবে আজ। বৃহস্পতিবারে কোম্পানিটি এন ক্যাটাগরিতে লেনদেন শুরু করবে পুঁজিবাজারে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, ডিএসইতে কোম্পানির ট্রেডিং কোড হবে ইঘওঈখ। আর কোম্পানি কোড হবে ২৫৭৪৭। এর আগে গত ১৭ এপ্রিল কোম্পানির আইপিওর লটারিতে পাওয়া শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। ন্যাশনাল ইন্স্যুরেন্স গত ২০ মার্চ প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারির ড্র অনুষ্ঠান সম্পন্ন করে। এই কোম্পানির আবেদন গ্রহণ শুরু হয় গত ১৭ ফেব্রুয়ারি। চলে ২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত। স্থানীয় ও প্রবাসী উভয় বিনিয়োগকারীদের জন্য এই সময়সীমা নির্ধারিত ছিল। -অর্থনৈতিক রিপোর্টার
×