ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সাতক্ষীরায় স্কুলছাত্রী ধর্ষিত

প্রকাশিত: ০৪:৩১, ২১ এপ্রিল ২০১৬

সাতক্ষীরায় স্কুলছাত্রী ধর্ষিত

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় এলাকাবাসী আজহারুল ইসলাম (২৬) নামে এক ধর্ষককে আটক করে পুলিশে দিয়েছে। পালিয়ে গেছে ইমরান হোসেন নামে অপর এক ধর্ষক। মঙ্গলবার রাতে সদর উপজেলার বাশদাহ ইউনিয়নের কাজীপাড়ায় এ ঘটনা ঘটে। আটক আজহারুল ইসলাম ওই গ্রামের রুহুল আমিনের ছেলে। এছাড়া ইমরান হোসেন একই গ্রামের আকরাম হোসেনের ছেলে। ধর্ষিত স্কুলছাত্রীর মা জানান, তার স্বামী ইটভাঁটিতে কাজ করার জন্য বাইরে থাকে। তিনি নিজেও লোকের বাড়িতে ঝিয়ের কাজ করেন। তারা কাজীপাড়ার একটি সরকারী জায়গাতে টংঘর বেঁধে বসবাস করেন। এ সুযোগে আজহারুল ও ইমরান তাদের ঘরে ঢুকে তার মেয়ের হাত-পা বেঁধে ধর্ষণ করে পালিয়ে যায়। ফরিদপুরে নিখোঁজ তিন শিশু রাজশাহীতে উদ্ধার স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ ফরিদপুর থেকে নিখোঁজ তিন শিশুকে রাজশাহীতে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত ১১টার দিকে তাদের উদ্ধার করে বোয়ালিয়া থানা হেফাজতে নেয়া হয় বলে জানিয়েছেন ওসি শাহাদত হোসেন খান। এরা হলো ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার দাদপুর গ্রামের কাওসার বেগের ছেলে ডালিম (১২), বাবলু শেখের মেয়ে লাবনি (৭) ও ছেকেন শেখের মেয়ে অনন্যা (৬)। ওসি জানান, বিআরটিসি বাসের লোকজন তাদের থানায় নিয়ে গিয়ে পুলিশের হেফাজতে দেয়। শিশুদের পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে। তারা আসার পর তিনি শিশুকে হস্তান্তর করা হবে। সুন্দরবনে আগুনের ঘটনায় আরও এক মামলা স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের নাংলী ক্যাম্প এলাকায় আগুন লাগানোর অভিযোগে মঙ্গলবার রাতে স্থানীয় পাঁচ ব্যক্তির নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে শরণখোলা থানায় মামলা করছে বনবিভাগ। অভিযুক্তরা সকলে বন সংলগ্ন দক্ষিণ রাজাপুর, উত্তর রাজাপুর, পশ্চিম রাজাপুর গ্রামের বাসিন্দা। সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের স্টেশন কর্মকর্তা সুলতান মাহমুদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এই নিয়ে সুন্দরবনে আগুনের ঘটনায় বনবিভাগ দুটি মামলা দায়ের করল। অপরদিকে ওয়ারেন্টভুক্ত ৬ আসামিকে ধরতে অভিযান শুরু করেছে পুলিশ। উত্তর রাজাপুর গ্রামের মনির হোসেনকে পুলিশ আটক করেছে। মাল্টিপারপাস টিল্টিং ফ্লুম উদ্বোধন স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ পানিসম্পদ গবেষণার জন্য চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) বুধবার উদ্বোধন করা হয়েছে দেশের সর্ববৃহৎ ‘মাল্টি পারপাস টিল্টিং ফ্লুম’। বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধীনে এ প্রকল্পটি পানিসম্পদ ও নদী গবেষণার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ কর্তৃপক্ষের। এ উপলক্ষে চুয়েটের পুরকৌশল বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। বিশেষ অতিথি ছিলেন নেদারল্যান্ডস দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি এবং বিশিষ্ট পানি বিশেষজ্ঞ মি. কারেল ডি গ্রুট, নেদারল্যান্ডসের ইউনেস্কো আইএইচই শিক্ষক ড. উইম ডবেন এবং চুয়েট শিক্ষক ও প্রকল্প পরিচালক ড. বিশ্ব ভট্টাচার্য। সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মোঃ হযরত আলী। শিবির ক্যাডারসহ আটক ৭ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ সাতকানিয়ায় মঙ্গলবার রাতে পুলিশী অভিযানে আটক হয়েছে দুর্ধর্ষ এক শিবির ক্যাডারসহ ৭ জন। রাত ২টার দিকে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের সেভেন বিএম ব্রিক ফিল্ড এলাকা থেকে জাবেদ জাহাঙ্গীর ওরফে বল্লা জাহাঙ্গীর (২৬) নামের এ ক্যাডারকে গ্রেফতার করে পুলিশ। বল্লা জাহাঙ্গীর কেঁওচিয়া ইউনিয়নের চেয়ারম্যানপাড়া এলাকার ইলিয়াছ ড্রাইভারের ছেলে। সাতকানিয়া থানার এসআই জুলুস খান পাঠান তার ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। পুলিশ জানায়, বল্লা জাহাঙ্গীরের বিরুদ্ধে খুন, নাশকতা ও অস্ত্রসহ ১৫টি মামলা রয়েছে। এছাড়া সাতকানিয়া থানা পুলিশ বিভিন্ন মামলায় সোনাকানিয়া ইউনিয়নের দক্ষিণ গারাংগিয়া আলুরঘাট হাজীপাড়া এলাকা থেকে এহছান মিয়া, নজির আহাম্মদ, নাছির উদ্দিন, আব্দুল্লাহ আল রিয়াদ, জাহেদুল ইসলাম, ইয়াকুব হোসেন, আব্দুল হক, তারেককে আটক করে। পুলিশ পরিচয়ে চাঁদাবাজি নিজস্ব সংবাদদাতা, নাটোর, ২০ এপ্রিল ॥ লালপুর উপজেলায় পুলিশ পরিচয়ে চাঁদাবাজিকালে সেলিম নামে একজনকে ৩ মাসের কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকালে উপজেলা সদরে তাকে এ সাজা প্রদান করা হয়। সেলিম পাবনা জেলার সদর উপজেলার পল্যানপুর গ্রামের মৃত গণি সরদারের ছেলে। স্কুল ভবন উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ২০ এপ্রিল ॥ ভালুকা উপজেলার বরাইদ সিলাশী পাড়ায় বুধবার সকালে এডুকো শিক্ষালয়ের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। ময়মনসিংহ বিভাগের ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ৭০ লাখ টাকা ব্যয়ে নির্মিত ওই ভবন উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যানের বক্তব্য রাখেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশিদ, এডুকোর কান্ট্রি ডিরেক্টর নিজাম উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুজ্জামান, ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদ প্রমুখ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুর পশ্চিম ঢালে মহাসড়কের সোনারগাঁ এলাকায় ১৬ চাকা বিশিষ্ট একটি যান (লং ভেহিকেল) বিকল হয়ে পড়ায় মহাসড়কের সোনারগাঁ ও গজারিয়া অংশে বুধবার সকালে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ভবেরচর হাইওয়ে পুলিশের সার্জেন্ট কামরুজ্জামান রাজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জানা যায়, ভোরে লং ভেহিকেলটি বিকল হলে যানজটে আটকে শিশু ও নারীসহ হাজারো যাত্রী দুর্ভোগের শিকার হয়। জাটকা জব্দ মুন্সীগঞ্জে বুধবার সকালে পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৮০ কেজি জাটকা ও ৩ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় আব্দুল মোতালেব মৃধা (৩৫) নামে এক জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত ১০ হাজার টাকা জরিমানা আদায় করে তাকে ছেড়ে দেন। চালক নিখোঁজ মুন্সীগঞ্জের লৌহজংয়ে এক আটোগাড়ী চালক তিন দিন ধরে নিখোঁজ রয়েছে। এ সময় তার গাড়িটিরও কোন সন্ধান পাওয়া যায়নি। জানা যায়, উপজেলার দক্ষিণ হলদিয়া গ্রামের রুহুল আমিন বেপারীর পুত্র চালক সাইফুল ইসলাম গত সোমবার সকালে প্রতিদিনকার মতো তার গাড়িটি নিয়ে যাত্রীর সন্ধানে বের হয়। কিন্তু সাইফুরল আর বাড়িতে ফিরেনি। ওই দিন থেকে সাইফুলের মোবাইলটিও বন্ধ রয়েছে। বাল্য বিয়ের দায়ে ৫ জনের জেল নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ২০ এপ্রিল ॥ উপজেলায় আলীরবন্দর গ্রামে বাল্য বিয়ের অপরাধে মঙ্গলবার রাতে কনের পিতাসহ ৩ জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদ- এবং কনে ও তার মাতাকে ২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জানা গেছে, আলীরবন্দর গ্রামের মনির মৃধার কন্যা দশম শ্রেণীর ছাত্রী সুমাইয়া আক্তারকে মঙ্গলবার রাতে একই উপজেলার লাউপাড়া গ্রামের হেমায়েত ফকিরের ছেলে রাসেলের সাথে বাল্য বিয়ের আয়োজন করা হয়। হামলার প্রতিবাদে মানববন্ধন স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ দীপ্ত টিভির দুই সাংবাদিকসহ চার সাংবাদিককে মারপিটের প্রতিবাদ ও দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন পালিত হয়েছে। বুধবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, গত ১০ এপ্রিল দীপ্ত টিভির স্টাফ রিপোর্টার আনিছুর রহমান, ক্যামেরাপার্সন মাসুদ দেওয়ান, সরেজমিন বার্তার স্টাফ রিপোর্টার নুসরতজাহান ও আজকের দুর্নীতি পত্রিকার স্টাফ রিপোর্টার সেয়ব বিপ্লব চট্টগ্রামের বদ্দেরহাটের চাঁদগাঁও এলাকায় অবৈধ ভূমি দখল সম্পর্কিত প্রতিবেদন করতে গেলে ভূমিদস্যুদের হামলার শিকার হন। শিক্ষকের প্রহারে ছাত্রী হাসপাতালে নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২০ এপ্রিল ॥ নগরকান্দার একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের শাসনে চতুর্থ শ্রেণীর এক ছাত্রী হাসপাতালে ভর্তি হয়েছে। মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে উপজেলার কোদালীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। ওই স্কুলে চতুর্থ শ্রেণীর চার শিক্ষার্থীর মারামারি করে। এ ব্যাপারে এক শিক্ষার্থী অফিস কক্ষে গিয়ে নালিশ দেয়। এর প্রেক্ষিতে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান বিথি ও শোভা নামের দুই ছাত্রীকে লাইব্রেরি কক্ষে এনে পিঠে ও কোমরের নিচে বেদম প্রহার করে। এ ঘটনায় দুই ছাত্রীই অসুস্থ’ হয়ে পড়ে। এর মধ্যে বিথিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং শোভাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালালউদ্দিন মিয়া বলেন, সহকারী শিক্ষক ওই ছাত্রীকে শাসন করেছিল। তবে শাসনের মাত্রা একটি বেশি হয়ে গিয়েছে। বিষয়টি খতিয়ে দেখার জন্য বুধবার বিকেলে স্কুল ব্যবস্থাপনা কমিটির এক সভা আহ্বান করা হয়েছে।
×