ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কক্সবাজারের উন্নয়নে প্রধানমন্ত্রী আন্তরিক ॥ তথ্যমন্ত্রী

প্রকাশিত: ০৪:৩০, ২১ এপ্রিল ২০১৬

কক্সবাজারের উন্নয়নে প্রধানমন্ত্রী আন্তরিক ॥ তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ পর্যটন নগরী কক্সবাজারের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুবই আন্তরিক। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতকে বিদেশে পরিচিতি করে তোলার পাশাপাশি কক্সবাজারে বিদেশী পর্যটকদের আকর্ষণ বাড়াতে প্রধানমন্ত্রী এ পর্যটন শহরের উন্নয়নে অত্যন্ত সজাগ বলে জানান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। দুই দিনের সফরে তথ্যমন্ত্রী বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে কক্সবাজার আসেন। ভিআইপি লাউঞ্জে আলাপকালে তিনি এ কথা বলেন। ওই সময় জেলা প্রশাসক আলী হোসেন বলেন, কক্সবাজারে যোগাযোগ ব্যবস্থাসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের শাহাদাতবার্ষিকী পালিত নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২০ এপ্রিল ॥ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের সালামতপুর গ্রামে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সংগ্রহশালার অনুষ্ঠিত মিলাদ মাহফিল ও আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল বায়েছ মিয়া, মধুখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা লুৎফুর নাহার, মধুখালী ইউনিয়নের কমান্ডার বদরুল মুনির, কামারখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রাকিবুল ইসলাম প্রমুখ। বক্তব্যে ফরিদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল বায়েছ মিয়া বলেন, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ আত্মদান করেছিলেন বলেই আজ আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। আমরা আমাদের বীর সন্তানদের মর্যাদা দেব। তাহলেই জাতিগতভাবে আমরা মাথা তুলে দাঁড়াতে পারব। শাবিতে শ্রেণীকক্ষ সঙ্কট সমাধানের দাবিতে উপাচার্য কার্যালয় ঘেরাও স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শ্রেণীকক্ষ সঙ্কট সমাধানের দাবিতে উপাচার্য কার্যালয় ঘেরাও করেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীরা। বুধবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ১ ঘণ্টার অবস্থান কর্মসূচী পালন করেন বিভাগের শিক্ষার্থীরা। এর আগে শ্রেণীকক্ষ সঙ্কট নিরসন, স্থান বরাদ্দ, শিক্ষকদের পর্যাপ্ত কক্ষ প্রদানসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীরা এক ঘণ্টার প্রতীকী অবস্থান কর্মসূচী পালন করেন। উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভুইয়া বিষয়টি দ্রুততম সময়ে সমাধানের আশ্বাস দিলে শিক্ষার্থীরা কর্মসূচী স্থগিত করে চলে যান। সিলেটে ঝুঁকিপূর্ণ ভবনের বিরুদ্ধে অভিযান স্টাফ রিপোর্টার সিলেট অফিস ॥ নগরীতে ঝুঁকিপূর্ণ ভবনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে অভিযান শুরু করতে যাচ্ছে সিলেট সিটি কর্পোরেশন। বৃহস্পতিবার থেকে পর্যায়ক্রমে ঝুঁকিপূর্ণ সকল ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা। সূত্র জানায়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী ও বিশেষজ্ঞদের দিয়ে ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করা হয়। বিশেষজ্ঞরা সিলেট নগরীর ৩২টি ভবন ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেন। এ ভবনগুলো খালি করার জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বেশ কয়েকবার নোটিশ দেয়া হলেও মালিকরা তাতে কর্ণপাত করেনি। ঝুঁকিপূর্ণ ভবনগুলোতেই লোকজন বসবাস করছেন। যেসব সরকারী ভবন ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছিল তাতেও চলছে দাফতরিক কাজ। গত বুধবার সিলেটসহ সারাদেশে তীব্র ভূমিকম্প অনুভূত হওয়ার পর সিসিক এ নিয়ে তৎপর হয়। নতুন করে নোটিস দিয়ে ঝুঁকিপূর্ণ ভবনগুলো খালি করার নির্দেশ দেয়া হয়। সাভারের জেনেটিক ফ্যাশনের এমডিসহ ৫ জন কারাগারে সুতার নামে সিগারেট আমদানি স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বন্ড সুবিধার অপব্যবহার করে সুতার বদলে সিগারেট আমদানির ঘটনায় সাভারের আশুলিয়ার জেনেটিক ফ্যাশন লিমিটেডের এমডি মুজিবুর রহমানসহ ৫ জনকে কারাগারে পাঠিয়েছে চট্টগ্রামের একটি আদালত। সিগারেট আমদানির ঘটনায় দায়ের হওয়া মামলায় বুধবার আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করলে মহানগর দায়রা জজ মোঃ শাহ নূরের আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
×