ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চট্টগ্রামে শাশুড়ি মামাশ্বশুর গ্রেফতার

প্রকাশিত: ০৪:২৯, ২১ এপ্রিল ২০১৬

চট্টগ্রামে শাশুড়ি মামাশ্বশুর গ্রেফতার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বোয়ালখালীতে মা-মেয়ের লাশ উদ্ধারের ঘটনায় নিহত গৃহবধূর স্বামী ও শাশুড়িসহ সাতজনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে নিহত শেলী শীলের মা মিনতি বালা শীল বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় নিহত গৃহবধূর শাশুড়ি ও মামা শ্বশুরকে আটক করেছে পুলিশ। তবে নিহতের স্বামী অসীম শীল পলাতক থাকায় তাকে এখনো গ্রেফতার করা যায়নি। বোয়ালখালী পুলিশ জানায়, নিহত গৃহবধূর মা মিনতি বালা শীল সকালে থানায় এসে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় স্বামী, শাশুড়িসহ ৭ জনকে আসামি করা হয়েছে। মামলা দায়েরের পর নিহত শেলী শীলে শাশুড়ি ও মামাশ্বশুরকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উল্লেখ্য, মঙ্গলবার সকাল ১০টার দিকে বোয়ালখালী উপজেলার দক্ষিণ সারোয়াতলী শীলপাড়া থেকে ফ্যানের সঙ্গে ঝুলানো অবস্থায় শেলী শীল ও তার ঠিক নিচে বিছানার ওপর শেলীর বড় মেয়ে পাঁচ বছরের অন্তরা শীলের লাশ উদ্ধার করে পুলিশ। সিরাজগঞ্জে বয়লার বিস্ফোরণে নিহত ২ আহত পাঁচ স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ বুধবার সকালে জেলার রায়গঞ্জ উপজেলার পাঙ্গাশী ইউনিয়নের রামেশ্বরগাঁতী গ্রামে ধানের চাতালের বয়লার বিস্ফোরণে দুই চাতাল শ্রমিক নিহত এবং শিশুসহ ৫ শ্রমিক আহত হয়েছে। নিহত শ্রমিকরা হলেন- রামেশ্বরগাঁতী গ্রামের ইদ্রিস আলী (২৫) ও নাজির হোসেন (২৭)। আহতরা হলেন- একই এলাকার লুৎফর রহমান (৩২), আম্বর আলী (৪৫), ইউসুফ (১১) ও শিশু ফয়সাল (৪)। এদের মধ্যে দুজনকে সদর হাসপাতালে আর বাকিদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে। এলাকাবাসী জানায়, ১০ দিন আগে এই গ্রামের নূরুল ইসলামের চাতালে নতুন করে একটি বয়লারের চুলা বসানো হয়। বয়লারের নিচের অংশের হাউসটি সম্পূর্ণ শুকানোর আগেই এতে কাজ শুরু করে দেয় চাতাল মালিক। প্রথমবার কাজ করার সময় এই নতুন বয়লারে কোন সমস্যা তৈরি না হলেও বুধবার সকালে চাতালের বয়লার এবং হাউসে ত্রুটি সৃষ্টি হয়ে তা বিস্ফোরিত হয়। এ সময় ঘটনাস্থলেই ২ শ্রমিক নিহত ও ৫ শ্রমিক আহত হয়।
×