ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

র‌্যাবের গাড়ি থেকে লাফিয়ে পড়ে আসামির মৃত্যু

প্রকাশিত: ০৪:২৮, ২১ এপ্রিল ২০১৬

র‌্যাবের গাড়ি থেকে লাফিয়ে পড়ে আসামির মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ২০ এপ্রিল ॥ শ্রীপুরে বুধবার র‌্যাবের গাড়ি থেকে লাফিয়ে পালাতে গিয়ে গাড়িচাপায় এক আসামি নিহত হয়েছে। নিহতের নাম রাসেল (২১)। সে শ্রীপুর উপজেলার গাড়ারন এলাকার মোহাম্মদ আলীর ছেলে। র‌্যাব-১ এর উপ-সহকারী পরিচালক (ডিএডি) অপূর্ব কুমার চক্রবর্তী জানান, গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী এলাকা থেকে গত ফেব্রুয়ারি মাসে এক নারী নিখোঁজ হন। ওই ঘটনায় নিখোঁজ নারীর বোন শ্রীপুর মডেল থানায় জিডি ও র‌্যাব-১-এ অভিযোগ করেন। ওই অভিযোগের ভিত্তিতে র‌্যাব সদস্যরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মঙ্গলবার বিকেলে মোঃ রাসেল নামের এক যুবককে আটক করে। র‌্যাবের জিজ্ঞাসাবাদে রাসেল ও তার কয়েক বন্ধু মিলে ওই নারীকে জোর করে ধরে নিয়ে গণধর্ষণ করে হত্যার পর লাশ গুম করার কথা স্বীকার করেছে। পরে তার দেয়া তথ্য মতে র‌্যাব সদস্যরা বুধবার ভোর ৪টার দিকে তাকে নিয়ে অপর আসামি আটক এবং ওই নারীর লাশ উদ্ধারে অভিযানে যায়। পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রীপুরের আনসার রোড এলাকায় র‌্যাবের গাড়ির পেছন দিক দিয়ে কৌশলে লাফিয়ে পড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পেছন দিক থেকে আসা মালবাহী একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনস্থলেই রাসেলের মৃত্যু হয়। চরফ্যাশনে ভ্যান চাপায় ব্যবসায়ী নিহত নিজস্ব সংবাদদাতা, চরফ্যাশন, ভোলা, ২০ এপ্রিল ॥ চরফ্যাশনের শশীভূষণের অজুফিয়া মাদ্রাসার সামনে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে জাকির হোসেন (৩৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। কামরুল নামে অপর এক ব্যবসায়ী আহত হয়েছেন। নিহত জাকির হোসেন চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের আবুল কালাম হাওলাদারের ছেলে। সে শশীভূষণ বাজারের মোবাইল ফোনের ব্যবসায়ী। নীলফামারীতে দুই স্টাফ রিপোর্টার নীলফামারী থেকে জানান, ট্রলির ও ইউপি নির্বাচনের ভোটের প্রচারগাড়ির চাকায় চাপা পড়ে এক শিশুসহ দুইজন নিহত হয়েছে। ঘটনা দুটি ঘটে ডিমলা উপজেলার খালিশাচাঁপানী ইউনিয়নের বাইশপুর ও তালতলায়। জানা গেছে, বুধবার সকাল ৯টার দিকে বাইশপুকুর এলাকায় মাহিন্দ্রের ট্রলির চাকায় চাপা পড়ে নিহত হয় ওই ট্রলির হেলপার ওই গ্রামের মকবুল হোসেনের ছেলে বেলাল হোসেন (৩৫)। ইউপি চেয়ারম্যান প্রার্থীর প্রচারণার গাড়িতে চাপা পড়ে একই গ্রামের ধরেয়া মাহমুদের ৪ বছরের শিশু মেয়ে ঝর্ণা চাপা পড়ে। তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে বুধবার ভোরে শিশুটির মৃত্যু হয়।
×