ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শ্রীপুরে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে খুন

প্রকাশিত: ০৪:২৮, ২১ এপ্রিল ২০১৬

শ্রীপুরে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে খুন

জনকণ্ঠ ডেস্ক ॥ শ্রীপুরে আওয়ামী লীগ নেতা ইউপি সদস্য প্রার্থীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এছাড়া মাগুরা ও নওগাঁয় যুবক এবং বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। খবর নিজস্ব সংবাদদাতাদের। গাজীপুর ॥ শ্রীপুরে ইউপি নির্বাচনের দু’দিন আগে আওয়ামী লীগ নেতা এক ইউপি সদস্য প্রার্থীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম আক্তার হোসেন খন্দকার (৫২)। তিনি শ্রীপুর উপজেলার প্রহল্লাদপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি এবং মার্তা এলাকার জাবেদ আলী খন্দকারের ছেলে। তিনি আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিতব্য শ্রীপুরের প্রহল্লাদপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড থেকে সদস্যপদ প্রার্থী ছিলেন। পুলিশ জানায়, সদর উপজেলার বাড়িয়া এলাকার এক আত্মীয়ের জানাজায় অংশ নেয়া ও প্রয়োজনীয় কাজ শেষে মঙ্গলবার রাতে মোটরসাইকেলে বাড়ি ফিরছিল আক্তার হোসেন। গাজীপুর সদর উপজেলার মারতা গ্রামের দক্ষিণ সীমান্তে বনকড়া এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা মোটরসাইকেলের গতিরোধ করে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাগুরা ॥ বুধবার সকালে সদর উপজেলার আঠারখাদা গ্রামে উজ্জল কুমার বিশ্বাস (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বাড়ির পাশে একটি কাঁঠল গাছে লাশটি ঝুলতে দেখে গ্রামবাসী। নিহত উজ্জল দুই সন্তানের জনক। নওগাঁ ॥ মঙ্গলবার রাত ৯টার দিকে আত্রাই থানা পুলিশ অজ্ঞাত এক মহিলার লাশ উদ্ধার করেছে। আত্রাই পুরনো রেলস্টেশনের পাশে একটি ভুট্টাক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশের আনুমানিক বয়স ৬৫ বছর। পিকনিকে যাওয়া হলো না স্কুলছাত্র রাজিবের নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২০ এপ্রিল ॥ গোবিন্দগঞ্জ উপজেলায় বাসের ছাদে ওঠে পিকনিকে যাওয়ার সময় বিদ্যালয়ের প্রধান ফটকের সঙ্গে ধাক্কা লেগে রাজিব হোসেন চপল (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার পিয়ারাপুর আইজিএম স্কুল এ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে। চপল গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের পিয়ারাপুর পটকেপাড়ার রেজাউল করিমের ছেলে। সে পিয়ারাপুর আইজিএম স্কুল এ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীর ছাত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, পিয়ারাপুর আইজিএম স্কুল এ্যান্ড কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের নিয়ে রংপুর জেলার তাজহাট রাজবাড়ীতে পিকনিকে যাওয়ার আয়োজন করে। বুধবার সকালে শিক্ষক ও শিক্ষার্থীরা পিকনিকের উদ্দেশ্যে রওনা দেয়ার প্রস্তুতিকালে কয়েক শিক্ষার্থী বাসের ছাদে ওঠে পড়ে। বাসটি স্কুল থেকে বের হওয়ার সময় স্কুলের প্রধান ফটকের উপরের অংশে হঠাৎ করে ধাক্কা লেগে মাথায় আঘাত পায় চপল। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
×