ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইউপি নির্বাচন মনোনয়নে চাঁদাবাজি

টাকা ফেরত দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ০৪:২৭, ২১ এপ্রিল ২০১৬

টাকা ফেরত দাবিতে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২০ এপ্রিল ॥ মুরাদনগরে আওয়ামী লীগ থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেয়ার আশ্বাসে পাঁচ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকারের বিরুদ্ধে। ওই টাকা ফেরতের দাবিতে বুধবার দুপুরে মুরাদনগর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী ভুক্তভোগী ও তাদের কর্মী-সমর্থকরা। পরে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল হাকিম চেয়ারম্যান অভিযোগ করে বলেন, ইউপি নির্বাচনে উপজেলার ২২ ইউনিয়নে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেয়ার আশ্বাসে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার প্রার্থীদের নিকট থেকে প্রায় ৫ কোটি টাকা হাতিয়ে নেন। পরে তৃণমূলের মতামত ছাড়াই তার একক স্বাক্ষরে ও পছন্দের লোকদের প্রস্তাবিত তালিকা কেন্দ্রে জমা দেন। অনেকেই এখন টাকা ফেরত পেতে ওই আওয়ামী লীগ নেতার ঢাকার অফিস ও বাসায় ভিড় করছেন। সংবাদ সম্মেলনে টনকী ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জাকির হোসেন সরকার বলেন, আমাকে দলীয় মনোনয়ন দেয়ার আশ্বাসে জাহাঙ্গীর সরকার ২০ লাখ টাকা নিলেও পরে ৭০ লাখ টাকার বিনিময়ে বিএনপি-জামায়াত সমর্থক অন্য একজনের নাম মনোনয়নের জন্য প্রস্তাব পাঠিয়েছেন। টাকা ফেরত চাইলে এখন উল্টো আমাকে হুমকি দিচ্ছেন। ইউপি চেয়ারম্যান ওমর ফারুক অভিযোগ করে বলেন, জাহাঙ্গীর আলম সরকার আমার নিকট থেকে মনোনয়ন দেয়ার আশ্বাসে ১০ লাখ টাকা নিয়েছেন। এখন আমার নাম মনোনয়ন প্রস্তাবে পাঠাননি এবং টাকাও ফেরত দিচ্ছেন না। ভালুকায় প্রার্থী নির্বাচনে বাণিজ্য নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ থেকে জানান, আসন্ন ইউপি নির্বাচনে ময়মনসিংহের ভালুকায় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করতে কয়েক কোটি টাকা মনোনয়নবাণিজ্যের মাধ্যমে আত্মীয়করণ, বিতর্কিত, জনসমর্থহীন ও বিএনপির সদস্য এমন ব্যক্তিদের নাম কেন্দ্রে পাঠানো হয়েছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন বিভিন্ন ইউনিয়নের মনোনয়নবঞ্চিত প্রার্থীরা। বুধবার দুপুরে ভালুকা নতুন বাসস্ট্যান্ড বৈশাখী হোটেলের দ্বি-তলায় কনফারেন্স রোমে ১০ নম্বর হবিরবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ নিজাম উদ্দিনের সভাপতিত্বে মনোনয়নবঞ্চিত প্রার্থীদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলার ৮ নম্বর ডাকাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামছুল হক মনির ও আতাউর রহমান কামাল, ৭ নম্বর মল্লিকবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী ব্রজেন দাস ও জসিম উদ্দিন, ৯ নম্বর কাচিনা ইউনিয়নের রুহুল আমীন, মুশফিকুর রহমান ও লতিফ ফকির, ৬ নম্বর ভালুকা ইউনিয়নের আক্তার হোসেন ঢালী ও আফজাল হোসেন ম-ল ও ১ নম্বর উথুরা ইউনিয়নের আবুল কালাম আকন্দ (কালিমুল্লাহ) প্রমূখ। বিশ্বস্ত সূত্রে জানা যায়, কেন্দ্রে প্রেরিত সম্ভাব্য প্রার্থীরা হলেন, ১ নম্বর উথুরা ইউনিয়নে মোঃ বজলুর রহমান বাচ্চু, ২ নম্বর মেদুয়ারী ইউনিয়নে সদ্যপ্রয়াত চেয়ারম্যান আনম নুরুল মউফ খান মোমেনের স্ত্রী জেসমিন নাহার রানী, ৩ নম্বর ভরাডোবা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান শাহ আলম, ৪ নম্বর ধীতপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান সফিকুল ইসলাম কামাল, ৫ নম্বর বিরুনীয় ইউনিয়নে সারোয়ার রব্বানী ব্রিটিশ, ৬ নম্বর ভালুকা সদর ইউনিয়নে শিহাব আমীন খান, ৭ নম্বর মল্লিকবাড়ি ইউনিয়নে এসএম আকরাম হোসেন, ৮ নম্বর ডাকাতিয়া ইউনিয়নে সাইফুল ইসলাম, ৯ নম্বর কাচিনা ইউনিয়নে আব্দুর রাজ্জাক, ১০ নম্বর হবিরবাড়ি ইউনিয়নে মোঃ তোফায়েল আহমেদ বাচ্চু ও ১১ নম্বর রাজৈ ইউনিয়নে মাস্টার নুরুজ্জামান খান। ১১ বাড়ি ভাংচুর, লুটপাট নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর থেকে জানান, মঙ্গলবার রাতে সদর উপজেলার রুদ্রকর ও আংগারিয়া ইউনিয়নে পৃথক নির্বাচনী সহিংসতায় ৯ জন আহত ও ১১টি বসতবাড়ি ভাংচুর ও লুটপাট হয়েছে। আংগারিয়া ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন হাওলাদারের নেতৃত্বে ভাড়াটে সন্ত্রাসীরা হামলা চালিয়ে একই ইউনিয়নের তুলাতলা ও সিংগারিয়া এলাকায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী তাসলিমা বেগমের নৌকা মার্কার অফিস ভাংচুর ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর করে তা পদদলিত করে। তাসলিমা বেগমের ছেলে পাবেল মুন্সী ও স্থানীয় ভোটার সুমন মিয়া জানায়, আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা, থানা পুলিশের খাতায় দাগী সন্ত্রাসী হিসেবে পরিচিত আনোয়ার হোসেন হাওলাদারের নেতৃত্বে সন্ত্রাসীরা হামলা চালিয়ে তুলাতলা এলাকার সাহেব আলী, বিল্লাল হোসেন জমাদ্দার, চর সিংগারিয়া এলাকার আইয়ুব আলী, ইকবাল তালুকদার ও দেলু তালুকদারের বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর লুটপাট করে এবং এ সময় তারা বাধা দিলে তাদের পিটিয়ে আহত করে। সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থী সংবাদদাতা, বোয়ালমারী, ফরিদপুর থেকে জানান, ২৩ এপ্রিল অনুষ্ঠতব্য বোয়ালমারী উপজেলার পরমেশ্বর্দী ইউপি নির্বাচনে বিভিন্ন অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন বিএনপি দলীয় প্রার্থী মুন্সি সিরাজুল ইসলাম। এ বিষয়ে বুধবার পরমেশ্বর্দী নিজ গ্রামের বাড়িতে সংবাদ সম্মেলন করেছেন। তিনি তার লিখিত বক্তব্যে উল্লেখ করেন নির্বাচনের শুরু থেকে তাকে ও তার কর্মীদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর কর্মীরা প্রচারে বাধা পোস্টার ছিঁড়ে ফেলাসহ হুমকি-ধমকি দিয়ে আসছিল। অপরদিকে গুনবহা ইউপি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর দলীয় প্রতীক ছয়টি নৌকা পুড়িয়ে দেয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত তিনটার দিকে ৮নং ওয়ার্ড চাপলডাঙ্গায় ৫টি ও ৭নং ওয়ার্ড ধোপাপাড়ায় রাস্তার ওপর টানানো ১টি নৌকা কে বা কারা আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এ ঘটনায় আওয়ামী লীগ প্রার্থী আলমগীর হোসেন অভিযোগ করেন, তার প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী এ্যাডভোকেট সিরাজুল ইসলাম নির্বাচনী পরিবেশ নষ্ট করতে উদ্দেশ্যমূলকভাবে এসব করছেন। বিদ্রোহী প্রার্থীরা বহিষ্কার নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর থেকে জানান, ৭ মে চতুর্থ ধাপে অনুষ্ঠেয় আওয়ামী লীগের চেয়ারম্যান পদের বিদ্রোহী প্রার্থীরা বহিষ্কার হলেন। মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় তাজ অটো রাইস মিলে পার্বতীপুর আওয়ামী লীগের সভাপতি মোঃ হাফিজুল ইসলাম প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় যথাক্রমে মনম্মথপুর , চন্ডিপুর ও বেলাইচন্ডি ইউনিয়নের ৩ বিদ্রোহী দলের সভাপতি আজগর আলী, অর্থ সম্পাদক এমদাদুল হক ও স্বেচ্ছাসেবক লীগের মমিনুর ম-ল সম্রাটকে বহিষ্কার করা হয়। এছাড়াও প্রার্থী হতে সহযোগিতা করার অপরাধে সম্রাটের পিতা দলের বিশিষ্ট নেতা মোজাফ্ফর ম-লকে শোকজ করা হয়।
×