ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি

শিক্ষকের অপসারণ দাবি

প্রকাশিত: ০৪:২৫, ২১ এপ্রিল ২০১৬

শিক্ষকের অপসারণ দাবি

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে জেলার বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা হাই স্কুল এ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ হোসেনের বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো বুধবার দুপুরে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। বিক্ষোভকারীরা অভিযুক্ত সহকারী অধ্যাপক ও জামায়াতের রোকন মোহাম্মদ হোসেনকে কলেজ থেকে অপসারণসহ তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। ঘটনার পর থেকে আত্মগোপন করেছেন অভিযুক্ত সহকারী অধ্যাপক। জানা গেছে, কলেজের যুক্তিবিদ্যার সহকারী অধ্যাপক মোহাম্মদ হোসেন সোমবার ক্লাস নিতে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কটূক্তি করেন। এ খবর শিক্ষক মিলনায়তনে ছড়িয়ে পড়লে শিক্ষকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কলেজের প্রভাষক ও চাঁদপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ইসমাইল হোসেন ঘটনার তীব্র প্রতিবাদ করেন। শিক্ষার্থীরা বাড়িতে ফিরে তাদের অভিভাবকদের বিষয়টি জানালে অভিভাবকদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। প্রাথমিক বৃত্তিতে শীর্ষে সাঘাটার শিশু নিকেতন রংপুর বিভাগ নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২০ এপ্রিল ॥ প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১৫ এর বৃত্তি পরীক্ষার ফলাফলে এবারও সাফল্য অর্জন করে রংপুর বিভাগের শীর্ষে রয়েছে সাঘাটা উপজেলার জুমারবাড়ি ডাঃ আব্দুর রাজ্জাক শিশু নিকেতন স্কুল। এ স্কুল থেকে বৃত্তি লাভ করেছে ৯৩ ছাত্রছাত্রী। মঙ্গলবার প্রকাশিত ফলে জানা গেছে, ২০১৫ সালে অনুষ্ঠিতব্য প্রাথমিক সমাপনী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সাঘাটা উপজেলায় ৯৮ জন ছাত্রছাত্রী ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে। তার মধ্যে জুমারবাড়ি ডাঃ আব্দুর রাজ্জাক শিশু নিকেতন স্কুল থেকেই ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৮৬ জন। এছাড়াও সাধারণ গ্রেডে পেয়েছে ৭ ছাত্রছাত্রী। ওই স্কুল থেকে ৪২ জন ছাত্রীর মধ্যে ট্যালেন্টপুলে ৪০ জন এবং সাধারণ গ্রেডে ২ জন বৃত্তি লাভ করেছে। ট্রেনের ধাক্কায় ট্রাক ৩শ’ গজ দূরে ॥ আহত চার স্টাফ রিপোর্টার, বেনাপোল ॥ বেনাপোল দিঘিরপাড় এলাকায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় একটি ট্রাক ঘটনাস্থল থেকে প্রায় ৩০০ গজ দূরে ছিটকে পড়ে। এতে একজনের পা কেটে যায়। এতে ৪ জন আহত হয়। বুধবার বেলা ১০টার সময় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন যশোরের বাঘারপাড়ার ফজলুর রহমানের ছেলে তাকিবুর, বাবর আলীর ছেলে আল-আমিন, ঢাকার আক্কাছ আলীর ছেলে সৈকত ও যশোরের বসুন্দিয়ার আনোয়ারের ছেলে রফিকুল। পুলিশ পরিচয়ে তুলে নেয়া ছাত্রের লাশ উদ্ধার নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা, ২০ এপ্রিল ॥ ঝিনাইদহের কালীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া কলেজছাত্র সোহানুর রহমান সোহানের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে চুয়াডাঙ্গা পুলিশ। নিহত সোহানুর কালীগঞ্জের ঈশ্বররা গ্রামের মহাসিন আলীর ছেলে। সে কালীগঞ্জ শহিদ নূর আলী কলেজের প্রথম বর্ষের ছাত্র। পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার ১২ দিন পর বুধবার সকাল ৮টার দিকে চুয়াডাঙ্গার সদর উপজেলার খাড়াগোদা গ্রামের চন্নতলা মাঠে সোহানুরের গুলিবিদ্ধ লাশ পায় কৃষকরা। পুলিশ সোহানের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইইউটির নয়া উপাচার্যের সাক্ষাত আইইউটি’র (ইসলামী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ওআইসি’র অধিভূক্ত প্রতিষ্ঠান) নতুন উপাচার্য প্রফেসর ড. মুনায আহমেদ নূর রবিবার পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে তার কার্যালয়ে দেখা করেন। পররাষ্ট্রমন্ত্রী আইইউটিতে পড়তে আসা বিদেশী ছাত্রদের ভিসা সহজীকরণের এবং যাতে সহজে ভিসা পেতে পারে সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস প্রদান করেন। উপাচার্য পররাষ্ট্রমন্ত্রীকে আইইউটির বিভিন্ন একাডেমিক এবং অন্য বিষয়াবলী সম্পর্কে অবহিত করেন। -বিজ্ঞপ্তি
×